রাস্তায় ধান রোপনে ব্যস্ত গ্রামবাসী 

Bad Road: মাঠ ছেড়ে রাস্তাতে ধানের চারা রোপণ! ব্যাপারটা কী?

উত্তর ২৪ পরগনা: ভরা বর্ষায় জমিতে নয়, মাটির রাস্তায় ধান চাষ! এমনই অভিনব পথে প্রতিবাদ জানালেন হাসনাবাদের গ্রামবাসীরা। এখন আমন ধানের মরশুম। মাঠে কৃষকরা বীজতলা থেকে চারা তুলে চারা রোপণে ব্যস্ত। কিন্তু বীজতলার সেই চারা মাঠে নয়, রোপণ করা হল রাস্তায়!

আপনি হয়ত ভাবছেন মাঠ ছেড়ে রাস্তায় কেন ধান গাছ রোপণ করা হয়েছে? আসলে গ্রামবাসীদের দাবি, রাস্তা অত্যন্ত খারাপ। তা খানাখন্দে এমনই ভরে গেছে যে চলাফেরা করা যাচ্ছে না। বিক্ষোভকারীরা কিছুটা কটাক্ষের সুরে বলেন, এখানে চাষ ভাল হবে তাই রাস্তাতেই বীজ রোপণ করা হয়েছে। বেহাল রাস্তার বিরুদ্ধে এইভাবে প্রতিবাদ জানিয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের মাখাল গাছা গ্রাম পঞ্চায়েতের চক কুলিয়াডাঙা সোদা মোল্লা পাড়ার বাসিন্দারা। প্রায় দু’কিলোমিটার রাস্তা গত ৩৫ বছর ধরে কাঁচাই রয়ে গিয়েছে।

আর‌ও পড়ুন: খাকি পোশাকে রেলগেটে দাঁড়িয়ে সকলের প্রাণ রক্ষা করে চলেছেন বৃদ্ধ, বদলে জুটছে কটুক্তি

এই কাঁচা মাটির রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার মুখে পড়ে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে গ্রামবাসীরা সকলে। এই সোদা মোল্লা পাড়ায় ২৫ থেকে ৩০ ঘর বাসিন্দা বসবাস করেন। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে কেউ অসুস্থ হলেও চিকিৎসকরা গ্রামে ঢুকতে চান না। এই পরিস্থিতিতে দ্রুত রাস্তা সারাইয়ের দাবি তুলে মাটির রাস্তাতেই ধানের চারা রোপণ করেন তাঁরা!