Good News For Farmers: কৃষকদের জন্য বড়সড় উপহার, বিনামূল্যে মিলবে বিদ্যুৎ, কোথায় দেখে নিন

কৃষকদের জন্য দারুণ সুখবর। কারণ কৃষকদের জন্য বড়সড় উপহার দিতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। আসলে ব্যক্তিগত নলকূপ সংযোগ বা প্রাইভেট টিউবওয়েল কানেকশন থাকা কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ সরবরাহ করবে উত্তরপ্রদেশ সরকার। বিভিন্ন সূত্রের খবর থেকে জানা যাচ্ছে যে, এর জন্য ইতিমধ্যেই গৌতম বুদ্ধ নগর জেলায় শুরু হয়েছে রেজিস্ট্রেশন।
কৃষকদের জন্য দারুণ সুখবর। কারণ কৃষকদের জন্য বড়সড় উপহার দিতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। আসলে ব্যক্তিগত নলকূপ সংযোগ বা প্রাইভেট টিউবওয়েল কানেকশন থাকা কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ সরবরাহ করবে উত্তরপ্রদেশ সরকার। বিভিন্ন সূত্রের খবর থেকে জানা যাচ্ছে যে, এর জন্য ইতিমধ্যেই গৌতম বুদ্ধ নগর জেলায় শুরু হয়েছে রেজিস্ট্রেশন।
হাতে যে তথ্য এসেছে, তা থেকে জানা যাচ্ছে যে, যেসব কৃষকদের নলকূপের সংযোগ রয়েছে, তাঁদেরকে ১২ ঘণ্টার জন্য বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। গৌতম বুদ্ধ নগর জেলার ১৮টি গ্রামে ক্যাম্প তৈরি করে এর জন্য শুরু হয়েছে রেজিস্ট্রেশন। এর আগে এই রেজিস্ট্রেশন হওয়ার কথা ছিল ৫ অগাস্ট থেকে আগামী ১০ অগাস্ট পর্যন্ত। কিন্তু সময়সীমা বাড়ানো হয়েছে। ফলে আগামী ১৬ অগাস্ট পর্যন্ত চলবে এই রেজিস্ট্রেশন।
হাতে যে তথ্য এসেছে, তা থেকে জানা যাচ্ছে যে, যেসব কৃষকদের নলকূপের সংযোগ রয়েছে, তাঁদেরকে ১২ ঘণ্টার জন্য বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। গৌতম বুদ্ধ নগর জেলার ১৮টি গ্রামে ক্যাম্প তৈরি করে এর জন্য শুরু হয়েছে রেজিস্ট্রেশন। এর আগে এই রেজিস্ট্রেশন হওয়ার কথা ছিল ৫ অগাস্ট থেকে আগামী ১০ অগাস্ট পর্যন্ত। কিন্তু সময়সীমা বাড়ানো হয়েছে। ফলে আগামী ১৬ অগাস্ট পর্যন্ত চলবে এই রেজিস্ট্রেশন।
টাইমস অফ ইন্ডিয়া ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, নয়ডা পাওয়ার ডিপার্টমেন্টের একজিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রবীণ কুমার সিং জানিয়েছেন যে, এই ধরনের ক্যাম্প এমন একাধিক গ্রামেই করা হচ্ছে, যে গ্রামগুলি কোট, লুহারলি এবং এনটিপিসি রোড দাদরির ৩৩/১১ কেভি সাবস্টেশনের সঙ্গে সংযুক্ত।
টাইমস অফ ইন্ডিয়া ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, নয়ডা পাওয়ার ডিপার্টমেন্টের একজিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রবীণ কুমার সিং জানিয়েছেন যে, এই ধরনের ক্যাম্প এমন একাধিক গ্রামেই করা হচ্ছে, যে গ্রামগুলি কোট, লুহারলি এবং এনটিপিসি রোড দাদরির ৩৩/১১ কেভি সাবস্টেশনের সঙ্গে সংযুক্ত।
মঙ্গলবার নয়ি বস্তি, ফালোড়া, জার্চার মতো এলাকায় ক্যাম্প হয়েছে। এরপর দাতাওয়ালি, সইলথালি এবং খাতানার মতো এলাকায় ক্যাম্প বসবে আগামী বুধবার। আগামী ৮ অগাস্ট বীল, আকবরপুর, চাপৌলস এবং নরোলিতে ক্যাম্প বসার কথা রয়েছে। এর পরের দিন অর্থাৎ আগামী ৯ অগাস্ট ক্যাম্প বসবে রামগড়, নাঙ্গলা, চামরু ও বিষহরাতে। আর আগামী ১০ অগাস্ট ক্যাম্প হতে চলেছে বোড়াকি, ছিনসা এবং পতাদি এলাকায়।
মঙ্গলবার নয়ি বস্তি, ফালোড়া, জার্চার মতো এলাকায় ক্যাম্প হয়েছে। এরপর দাতাওয়ালি, সইলথালি এবং খাতানার মতো এলাকায় ক্যাম্প বসবে আগামী বুধবার। আগামী ৮ অগাস্ট বীল, আকবরপুর, চাপৌলস এবং নরোলিতে ক্যাম্প বসার কথা রয়েছে। এর পরের দিন অর্থাৎ আগামী ৯ অগাস্ট ক্যাম্প বসবে রামগড়, নাঙ্গলা, চামরু ও বিষহরাতে। আর আগামী ১০ অগাস্ট ক্যাম্প হতে চলেছে বোড়াকি, ছিনসা এবং পতাদি এলাকায়।
প্রবীণ সিং আরও জানান যে, ব্যক্তিগত নলকূপের গ্রাহকরা যাতে উপকৃত হন, তার জন্যই এই ক্যাম্পগুলি করা হচ্ছে। এর পাশাপাশি সাধারণ জনগণকে তাঁদের বকেয়া বিদ্যুৎ বিল জমা দেওয়ার জন্য এবং এই শিবিরগুলিতে বেসরকারি টিউবওয়েল গ্রাহকদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের জন্য সর্বাধিক রেজিস্ট্রেশন নিশ্চিত করার জন্য আবেদন করা হচ্ছে।
প্রবীণ সিং আরও জানান যে, ব্যক্তিগত নলকূপের গ্রাহকরা যাতে উপকৃত হন, তার জন্যই এই ক্যাম্পগুলি করা হচ্ছে। এর পাশাপাশি সাধারণ জনগণকে তাঁদের বকেয়া বিদ্যুৎ বিল জমা দেওয়ার জন্য এবং এই শিবিরগুলিতে বেসরকারি টিউবওয়েল গ্রাহকদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের জন্য সর্বাধিক রেজিস্ট্রেশন নিশ্চিত করার জন্য আবেদন করা হচ্ছে।
নয়ডা পাওয়ার ডিপার্টমেন্টের চিফ জোনাল ইঞ্জিনিয়ার হরিশ বনসল জানান, গৌতম বুদ্ধ নগরের শহরাঞ্চলগুলিতে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। আর গ্রামাঞ্চলগুলিতে তা সরবরাহ করা হয় ১৮ ঘণ্টা।
নয়ডা পাওয়ার ডিপার্টমেন্টের চিফ জোনাল ইঞ্জিনিয়ার হরিশ বনসল জানান, গৌতম বুদ্ধ নগরের শহরাঞ্চলগুলিতে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। আর গ্রামাঞ্চলগুলিতে তা সরবরাহ করা হয় ১৮ ঘণ্টা।