রেশন দোকানের সামনে ভিড় 

Tea Workers Protest: বন্ধ চা বাগানের শ্রমিকদের রেশনে পোকা ধরা চাল! তুমুল বিক্ষোভ

আলিপুরদুয়ার: একের পর এক চা বাগান বন্ধ হচ্ছে ডুয়ার্সে। এই অবস্থায় চা শ্রমিক পরিবারগুলির সম্বল বলতে বরাদ্দর রেশনটুকু। কিন্তু বন্ধ চা বাগানের রেশন নিয়ে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। তাই একপ্রকার বাধ্য হয়ে বিক্ষোভ দেখালেন বন্ধ চা বাগানের অসহায় শ্রমিকরা। বন্ধ চা বাগানের শ্রমিকদের অভিযোগ, রেশনে নিম্নমানের খাদ্য সামগ্ৰী প্রদান করা হচ্ছে। ঘটনাটি কালচিনি চা বাগানের।

রেশনে খারাপ পোকাধরা চাল দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। সেই চাল পেয়েই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। গোটা ঘটনাটি ঘটে বন্ধ কালচিনি চা বাগানে। খারাপ চাল পেয়ে রেশন দোকানের সামনে শ্রমিকরা বিক্ষোভ দেখান।

আর‌ও পড়ুন: মহারাষ্ট্র ও কেরলের পর পশ্চিমবঙ্গ, বাংলার প্রথম বইগ্রাম আলিপুরদুয়ারে

উল্লেখ্য, কালচিনি চা বাগান গত এক বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। এদিন শ্রমিকদের ক্ষোভের মুখে পড়ে ডিলার রেশন দোকান বন্ধ করে পালিয়ে যায়। এই বিষয়ে মুখ খুলতে চাননি কালচিনি ব্লকের ফুড অফিসার।

অনন্যা দে