South Bengal News: রাস্তার মাঝে পড়ে প্রচুর চাঁদির দানা, কুড়োতে গিয়ে হুলস্থূল কাণ্ড! কোথা থেকে এল সব?

দক্ষিণবঙ্গ: বাংলাদেশে উত্তাল পরিস্থিতি। সীমান্তে বিএসএফ-এর কড়া নজরদারি। আর তার মাঝেই জলঙ্গির সীমান্ত এলাকায় রাস্তার মাঝে পড়ে প্রচুর চাঁদির দানা। মঙ্গলবার দুপুরে জলঙ্গির ঘোষপাড়ায় রাস্তার মাঝে প্রচুর চাঁদির দানা পড়ে থাকতে দেখা যায়। আর এলাকাবাসীদের নজরে পড়তেই রীতিমতে হুলস্থূল পড়ে যায় গোটা এলাকায়।

জানাজানি হতেই আট থেকে আশি সকলেই রাস্তার মাঝে বসে চাঁদি কুড়াতে থাকেন। বাদ পরেনি কেউ। আর পেয়ে বেজায় খুশি সকলেই। এলাকাবাসী সেন্টু শেখ বলেন,  ‘‘আমি দোকানে যাচ্ছিলাম হঠাৎই দেখি রাস্তার মধ্যে ছোট ছোট সরষের দানার মত চকচক করছে। হাতে তুলতেই দেখি সেগুলি চাঁদির দানা। তারপর আশেপাশের সবাই এসে কুড়াতে শুরু করে। আমিও অনেকটাই কুড়িয়েছি৷’’

আরও পড়ুন: টোটো নিয়ে এবার বড় নির্দেশ দিলেন মমতা! পরিবহনমন্ত্রীকে ডেকে স্পষ্ট নির্দেশ, কী ঠিক করল নবান্ন?

গ্রামবাসী নিয়ামত মণ্ডল বলেন, ‘‘সবাই চাঁদি কুড়াচ্ছে খবর পেয়ে আমিও এসে কুড়াই। তবে কীভাবে রাস্তার মধ্যে এত চাঁদির দানা এল আমরা কেউ কিছু জানি না।’’

আরও পড়ুন: নজরে তিন মন্ত্রিত্ব, কার হাতে যাচ্ছে কোন দফতর? নবান্নের রদবদলের ফাইলে স্বাক্ষর রাজ্যপালের

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলঙ্গি থানার পুলিশ। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, জলঙ্গির সীমান্ত এলাকা দিয়ে চাঁদির দানা পাচার করার চেষ্টা হয়ে থাকবে। বাংলাদেশের উত্তাল পরিস্থিতির কারণে সীমান্তে নজরদারি বাড়ানোয় কোনও পাচারকারী চাঁদির দানা সরিয়ে নিয়ে যাওয়ার সময় কোনওভাবে পড়ে গিয়ে ছিটিয়ে যায়। আর সেগুলোই সাধারণ মানুষের চোখে পড়তেই চাঁদি কুড়ানোর হিড়িক পড়ে যায় এলাকায়। গোটা ঘটনা জলঙ্গি থানার পুলিশ তদন্ত করে দেখছে।