Fraud Case: রান্নার গ্য়াস অফিসের কর্মীকে নথি দিয়েই ভয়ানক বিপদে! লক্ষ লক্ষ টাকা ঋণের প্রতারণার চক্র

দক্ষিণবঙ্গ: নথিপত্র জাল করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ উঠল গ্যাস আসিফের এক কর্মীর বিরুদ্ধে। কয়েক মাস আগে হরিহরপাড়ার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা নিত্যানন্দ মণ্ডল নামে গ্যাস অফিসের এক কর্মী গ্যাস অফিসের কাজ করার সময় একাধিক গ্রাহকের নথিপত্র সংগ্রহ করে। এরপর জাল নথিপত্র তৈরি করে বিভিন্ন ব্যাঙ্কে গ্রাহকদের নামে অ্যাকাউন্ট খোলে। জালিয়াতি করে ওই অ্যাকাউন্টের গ্রাহকদের নামে ঋণ নিয়ে লক্ষ লক্ষ টাকা তুলে নেয়। এরপর বাড়িতে ব্যাঙ্কের নোটিশ আসতেই চক্ষু চড়কগাছ গ্রাহকদের।

হরিহরপাড়া থানার সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হলে সোমবার রাতে অভিযুক্ত নিত্যানন্দ মণ্ডলকে পুলিশ গ্রেফতার করে। সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়।

আরও পড়ুন: রাস্তার মাঝে পড়ে প্রচুর চাঁদির দানা, কুড়োতে গিয়ে হুলস্থূল কাণ্ড! কোথা থেকে এল সব?

অভিযোগকারী নয়নতারা দাস বলেন, ‘‘ব্যাঙ্ক থেকে নোটিস আসে আমার নামে ব্যাঙ্কে ১ লক্ষ ৩৯ হাজার টাকা ঋণ নেওয়া হয়েছে। কিন্তু ওই ব্যাঙ্কে আমার কোনও অ্যাকাউন্টই নেই। ব্যাঙ্কের ছবি দেখে আমি বুঝতে পারি ওই ছবি আমি নিত্যানন্দকে দিয়েছিলাম। ওই জালিয়াতি করে আমার নামে ঋণ করিয়ে টাকা তুলে নিয়েছে।’’

আরও পড়ুন: টোটো নিয়ে এবার বড় নির্দেশ দিলেন মমতা! পরিবহনমন্ত্রীকে ডেকে স্পষ্ট নির্দেশ, কী ঠিক করল নবান্ন?

অভিযোগকারী দীপিকা দাস বলেন, ‘‘গ্যাস অফিসের কর্মী নিত্যানন্দ মণ্ডল আমার সমস্ত নথিপত্র, ছবি আঙুলের ছাপ নিয়ে গিয়েছিল। আমার নামে ভুয়ো ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে ৬০ হাজার টাকা ঋণ নিয়েছে। আমি চাই পুলিশ নিত্যানন্দের কঠোর শাস্তির ব্যবস্থা করুক।’’