SIP শুরু করার সেরা সময় এটাই, Mutual Fund থেকে মিলবে মোটা রিটার্ন

মার্কিন মুলুকে মন্দার মেঘ মাথাচাড়া দিচ্ছে। তার ছাপ পড়েছে গোটা বিশ্বেই। শেয়ার বাজারে ভরাডুবি অব্যাহত। কয়েক কোটি টাকা লোকসান হয়েছে বিনিয়োগকারীদের। ভারতেও শেয়ার বাজারের একই হাল। সেনসেক্স এবং নিফটি নিম্নমুখী। বিনিয়োগকারীদের কপালে ভাঁজ।
মার্কিন মুলুকে মন্দার মেঘ মাথাচাড়া দিচ্ছে। তার ছাপ পড়েছে গোটা বিশ্বেই। শেয়ার বাজারে ভরাডুবি অব্যাহত। কয়েক কোটি টাকা লোকসান হয়েছে বিনিয়োগকারীদের। ভারতেও শেয়ার বাজারের একই হাল। সেনসেক্স এবং নিফটি নিম্নমুখী। বিনিয়োগকারীদের কপালে ভাঁজ।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে শেয়ার বাজার আরও পড়বে। শুধু ভারত নয়, গোটা বিশ্বেই। কিন্তু বিনিয়োগের জন্য এই সময়টাই আদর্শ। তাঁদের মতে, মিউচুয়াল ফান্ডে নতুন এসআইপি শুরু করার এর থেকে ভাল সময় আর হয় না।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে শেয়ার বাজার আরও পড়বে। শুধু ভারত নয়, গোটা বিশ্বেই। কিন্তু বিনিয়োগের জন্য এই সময়টাই আদর্শ। তাঁদের মতে, মিউচুয়াল ফান্ডে নতুন এসআইপি শুরু করার এর থেকে ভাল সময় আর হয় না।
এই সময় মিউচুয়াল ফান্ডের এসআইপিতে বিনিয়োগ করলে ভবিষ্যতে মোটা টাকা রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কীভাবে? আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, বাজারের পতনের ফলে কম দামে ইউনিট কিনতে পারবেন বিনিয়োগকারীরা। ভবিষ্যতে বাজার উঠলে তখন মোটা টাকা লাভ পাবেন।
এই সময় মিউচুয়াল ফান্ডের এসআইপিতে বিনিয়োগ করলে ভবিষ্যতে মোটা টাকা রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কীভাবে? আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, বাজারের পতনের ফলে কম দামে ইউনিট কিনতে পারবেন বিনিয়োগকারীরা। ভবিষ্যতে বাজার উঠলে তখন মোটা টাকা লাভ পাবেন।
পাশাপাশি বাজারের পতনের ফলে অনেক কোম্পানির ভ্যালুয়েশন ভাল হয়ে গিয়েছে। ফলে এই সম্য যাঁরা এসআইপি শুরু করবেন, তাঁরা অনেক বেশি ইউনিট পাবেন। এর লাভ মিলবে ভবিষ্যতে। মোটা রিটার্ন হাতে আসবে।
পাশাপাশি বাজারের পতনের ফলে অনেক কোম্পানির ভ্যালুয়েশন ভাল হয়ে গিয়েছে। ফলে এই সম্য যাঁরা এসআইপি শুরু করবেন, তাঁরা অনেক বেশি ইউনিট পাবেন। এর লাভ মিলবে ভবিষ্যতে। মোটা রিটার্ন হাতে আসবে।
আর্থিক বিশেষজ্ঞদের পরামর্শ হল, বাজার পতনের সময় দীর্ঘ এবং মধ্য মেয়াদে বিনিয়োগ করা উচিত। তবেই রিটার্নের হার ভাল পাওয়া যাবে। অপটিমা মানি ম্যানেজার্স-এর প্রতিষ্ঠা পঙ্কজ মাথপালের কথায়, “দীর্ঘমেয়াদে বৈচিত্রপূর্ণ ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করা যায়। যেহেতু বাজারের ওঠানামা অব্যাহত রয়েছে। তাই লাম্পসাম বিনিয়োগের বদলে এসআইপি-ই লাভজনক।’’
আর্থিক বিশেষজ্ঞদের পরামর্শ হল, বাজার পতনের সময় দীর্ঘ এবং মধ্য মেয়াদে বিনিয়োগ করা উচিত। তবেই রিটার্নের হার ভাল পাওয়া যাবে। অপটিমা মানি ম্যানেজার্স-এর প্রতিষ্ঠা পঙ্কজ মাথপালের কথায়, “দীর্ঘমেয়াদে বৈচিত্রপূর্ণ ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করা যায়। যেহেতু বাজারের ওঠানামা অব্যাহত রয়েছে। তাই লাম্পসাম বিনিয়োগের বদলে এসআইপি-ই লাভজনক।’’
এসআইপির মাধ্যমে বিনিয়োগের সুবিধা: দীর্ঘমেয়াদে এসআইপি বিনিয়োগ থেকে চক্রবৃদ্ধির সুবিধা পাওয়া যায়। কারণ এসআইপির সময় যত বেশি হবে, কামপাউন্ডিং থেকে তত বেশি লাভ পাবেন বিনিয়োগকারী। সঠিক কৌশল নিয়ে বিনিয়োগ শুরু করলে আর্থিক লক্ষ্য অর্জন করা সহজ হয়ে যায়।
এসআইপির মাধ্যমে বিনিয়োগের সুবিধা: দীর্ঘমেয়াদে এসআইপি বিনিয়োগ থেকে চক্রবৃদ্ধির সুবিধা পাওয়া যায়। কারণ এসআইপির সময় যত বেশি হবে, কামপাউন্ডিং থেকে তত বেশি লাভ পাবেন বিনিয়োগকারী। সঠিক কৌশল নিয়ে বিনিয়োগ শুরু করলে আর্থিক লক্ষ্য অর্জন করা সহজ হয়ে যায়।
এসআইপিতে নির্দিষ্ট সময় অন্তর বিনিয়োগ করতে হয়। ফলে সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠে। খরচ কমে। বিনিয়োগের জন্য টাকা বাঁচানোর দিকে মন থাকে। পাশাপাশি বিনিয়োগকারী তাঁর সুবিধা মতো বিনিয়োগের সময়কাল এবং এসআইপির পরিমাণ বেছে নিতে পারেন। এর কোনও লক ইন পিরিয়ড নেই। ফলে যে কোনও সময় এসআইপি থেকে টাকা তুলে নেওয়াও যায়।
এসআইপিতে নির্দিষ্ট সময় অন্তর বিনিয়োগ করতে হয়। ফলে সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠে। খরচ কমে। বিনিয়োগের জন্য টাকা বাঁচানোর দিকে মন থাকে। পাশাপাশি বিনিয়োগকারী তাঁর সুবিধা মতো বিনিয়োগের সময়কাল এবং এসআইপির পরিমাণ বেছে নিতে পারেন। এর কোনও লক ইন পিরিয়ড নেই। ফলে যে কোনও সময় এসআইপি থেকে টাকা তুলে নেওয়াও যায়।