বিপজ্জনক  রাস্তায় হামেসাই উল্টে ‌যাচ্ছে টোটো

Howrah News: রাস্তা নাকি মরণ ফাঁদ! সলোপ ব্রিজ লাগোয়া সার্ভিস রোডে আতঙ্কে চালক-যাত্রী উভয়ে 

হাওড়া: রাস্তা নাকি মরণ ফাঁদ! সলোপ ব্রিজ লাগোয়া সার্ভিস রোডের বেহাল দশা। রাস্তা এতটাই খারাপ যে দিনে কয়েকদিনে একাধিক টোটো উল্টে যাওয়ার ঘটনা বলেই অভিযোগ। বিপদে বাইক আরোহীরাও, প্রতি মুহূর্তে রাস্তা পার হতে গিয়ে আহত হচ্ছে বহু মানুষ। বাইক সাইকেল টোটো উল্টে পড়ে হাত পা ভাঙার ঘটনা বহু, এমনটাই অভিযোগ স্থানীয় ও পথ চলতি মানুষের। প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। অসংখ্য টোটো লড়ি যাত্রী বোঝাই বাস যাতায়াত করছে এই বিপজ্জনক রাস্তায়। যেকোনও মুহূর্তে বড়সড় দূর্ঘটনা ঘটতে পারে বলেই আশঙ্কা স্থানীয় ও পথচলতি মানুষের। এই সমস্যা আরও গুরুতর হয় গত দেড় থেকে দু’মাস। রাস্তার উপর তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির জমা জল সেই গর্ত মরণ ফাঁদে পরিণত হয়েছে।

আরও পড়ুন: বর্ষার উত্তাল গঙ্গা, দুই হাত বাঁধা! তারমধ্যেই সাঁতার, তারপর যা করলে হাওড়ার তরুণ

চালকদের কথায়, সাবধানতা অবলম্বন করেও দুর্ঘটনা থেকে রক্ষা মিলছে না। ফলে টোটোয় চাপতে ভয় করছে যাত্রীরা। এমনটাই অভিযোগ টোটো চালকদের। স্থানীয় ব্যবসায়ী ও সাধারন মানুষের কথায় জানা যায়, সারাদিনে টোটো উল্টে যাওয়া ও বাইক আরোহী দুর্ঘটনায় পড়া। এমন ঘটনা বহু। রাস্তায় বড় বড় গর্ত, স্থানীয়রা ইট পাথর দিয়ে সাময়িক দুর্ঘটনা কমানোর চেষ্টা করেছে। কিন্তু গত দেড় থেকে দুই মাস রাস্তার বেহাল দশা। সড়ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। দারুণ ব্যস্ততম রাস্তা এটি, প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। ফলে সাধারণ মানুষ সমস্যায়। এ প্রসঙ্গে চালক ও পথ চলতি মানুষের অভিযোগ, যাত্রীরা যানবাহনে উঠতেই ভয় করছে। এই রাস্তা পারাপার করতে নিজেরাও ভয়ে রয়েছি। দিনের পর দিন কেটে যাচ্ছে রাস্তা মেরামত হচ্ছে না।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি