ভিনেশের জন্য পোস্ট মোদির৷

Narendra Modi on Vinesh Phogat: ‘তুমি দেশের গর্ব, শক্তিশালী হয়ে ফিরে এসো!’ ফোগটের স্বপ্নভঙ্গ হতেই লিখলেন মোদি

নয়াদিল্লি: ওজন বেশি থাকার অভিযোগে কুস্তিগীর ভিনেশ ফোগট অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়ার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নিজের পোস্টে মোদি ভিনেশকে দেশের গর্ব বলে দাবি করার পাশাপাশি প্রত্যেক ভারতীয়ের অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন৷

অলিম্পিক্সের ৫০ কেজির কুস্তির ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট৷ অন্তত রুপো জয় নিশ্চিত ছিল তাঁর৷ কিন্তু কিছুক্ষণ আগেই খবর আসে, নির্ধারিত ৫০ কেজি সামান্য কয়েক গ্রাম বেশি ওজন হওয়ায় অলিম্পিক্স থেকেই ছিটকে গিয়েছেন ফোগট৷ ফলে শেষ হয়ে যায় তাঁর পদক জয়ের স্বপ্ন৷

আরও পড়ুন: অলিম্পিক্স থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে ভিনেশকে, হঠাৎ কী ঘটল, চরম চাঞ্চল্য

ভিনেশ ফোগটের স্বপ্নভঙ্গের এই খবর আসার পরই এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘ভিনেশ তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন৷ তুমি ভারতের গর্ব এবং প্রত্যেক ভারতবাসীর কাছে অনুপ্রেরণা৷ আজকের এই ধাক্কা যন্ত্রণাদায়ক৷ যে হতাশা আমায় গ্রাস করেছে তা ব্যক্ত করার মতো ভাষা খুঁজে পেলে ভাল হত৷ তবে একই সঙ্গে আমি জানি একইসঙ্গে আমি জানি, কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর প্রতিমূর্তি তুমি। চিরদিন তোমার প্রকৃতি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া৷ আরও শক্তিশালী হয়ে ফিরে এসো৷ আমরা সবাই তোমার জন্য প্রার্থনা করছি৷’

প্রসঙ্গত উল্লেখ্য, কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ও বিজেপি নেতা ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছিলেন ভিনেশ৷ সেই সময়, মোদি বিরোধী স্লোগানও দিয়েছিলেন তিনি৷ এ দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে সেকথা মনেও করিয়ে দিয়েছেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত৷