hilsa

Hilsa: বাজারে গিয়ে কোলাঘাটের ইলিশ কিনছেন? ঠকছেন না তো? দেখুন ভিডিও

বাংলায় বর্ষা মানেই হেঁশেলে ইলিশের রাজত্ব। ওপার বাংলায় ইলিশ মানে পদ্মার ইলিশ, এপার-বাংলায় ইলিশ বিখ্যাত কোলাঘাটের রূপনারায়ণের ইলিশ। কিন্তু ইদানীং কি পাওয়া যাচ্ছে কোলাঘাটের ইলিশ? স্থানীয়রা জানাচ্ছেন, আজকাল আর কোলাঘাতে ইলিশ মিলছে না। মাঝ-নদীতে মৎস্যজীবীরা নৌকা নিয়ে ঘুরে বেরালেও জালে উঠছে না ইলিশ। হতাশ কোলাঘাটবাসীরা।