ছবিতে সুবর্ণ কুমার সর্দার(রায়) 

South 24 Parganas News: স্কুলে গণ্ডি পেরিয়েই স্বাধীনতা-সংগ্রামে ‌যোগ! এই গ্রামে আজও বরেণ্য সুবর্ণ সর্দার

মন্দিরবাজার: স্বাধীনতার মাস এলেই মন্দিরবাজারের বীর বিপ্লবী সুবর্ণ কুমার সর্দার (রায়)-কে এখনও স্মরণ করেন তাঁর গ্রামের বাসিন্দারা।  তিনি সরাসরি যোগ দেন ব্রিটিশ বিরোধী সহিংস আন্দোলনে। স্বাধীনতা সংগ্রামী হেমচন্দ্র নস্করের শিষ্য ছিলেন তিনি। ছিলেন‌ যুগান্তর পার্টির ছাত্র সংগঠনের দায়িত্বেও।

২৭ জানুয়ারি মন্দিরবাজার থানার সামনে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করেন। অনুগামী ৮ জন ছাত্রকে নিয়ে লবণ সত্যাগ্রহেও অংশগ্রহণ করেছিলেন। ইংরেজদের বিরুদ্ধে একাধিক আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। প্রথমে ডায়মন্ড হারবার জেল, তারপর আলিপুর সেন্ট্রাল জেলে পাঠানো হয় তাঁকে। এরপর জেলে থেকে পড়াশোনা করেন তিনি।

দেশ স্বাধীন হলে তিনি একাধিক সমাজসেবামূলক কাজ শুরু করেন। যোগ দেন শিক্ষকতার কাজেও। ১৯৮০ সালে তিনি প্রয়াত হন। প্রতি বছর স্বাধীনতা দিবসে নিয়ম করে তাঁর বাড়িতে  পতাকা উত্তোলন করা হয়।