শেখ হাসিনা৷ ছবি- রয়টার্স

Sheikh Hasina: বাংলাদেশে কি ফিরবেন হাসিনা? বড় দাবি করলেন পদত্যাগী প্রধানমন্ত্রীর ছেলে

নয়াদিল্লি: নির্বাচন ঘোষণা হলেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা৷ এমনই দাবি করেছেন শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয়৷

বাংলাদেশে তুমুল বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা৷ নোবেলজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকারও গঠন হয়েছে বাংলাদেশে৷ বৃহস্পতিবার শপথ নিয়েছেন ইউনুস সহ নতুন সরকারের মন্ত্রীরা৷ যদিও নতুন সরকারে আওয়ামি লিগ যোগ দেয়নি৷ এই সরকারের উপরই দেশে নতুন করে সাধারণ নির্বাচন আয়োজনের ভার থাকবে৷

আরও পড়ুন: চাকরই তিনশো কোটির মালিক, থাকেন আমেরিকায়! হাসিনার নিজের সম্পত্তির পরিমাণ কত?

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে হাসিনার আমেরিকা নিবাসী পুত্র সাজিব ওয়াজেদ জয় বলেন, আপাতত উনি (হাসিনা) ভারতই রয়েছেন৷ নতুন সরকার নির্বাচন ঘোষণা করলেই তিনি বাংলাদেশে ফিরবেন৷

সূত্রের খবর, হাসিনাকে আপাতত নয়াদিল্লির কাছেই কোনও একটি সেফ হাউসে রাখার ব্যবস্থা করেছে ভারত সরকার৷ ব্রিটেনেই আশ্রয় নিতে আগ্রহী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী৷ যদিও ব্রিটেন তাঁকে আশ্রয় দিতে নারাজ৷ এই পরিস্থিতিতে গতকাল ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ব্রিটেনের বিদেশমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন বলে সূত্রের খবর৷ যদিও আলোচনার বিষয়বস্তু নিয়ে সংবাদমাধ্যমে কিছু জানাননি এস জয়শঙ্কর৷ তিনি শুধু জানান, বাংলাদেশ নিয়েই ব্রিটেনের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তাঁর৷

হাসিনা পুত্র জয় অবশ্য জানিয়েছেন, প্রয়োজনে রাজনীতিতে যোগ দেবেন তিনি৷ তিনি বলেন, আমি নিশ্চিত আওয়ামি লিগ নির্বাচনে অংশ নেবে, এমন কি তারা জয়ী হতেও পারে৷