Monsoon Weenend Trip: বাঁকুড়ার পাহাড়-জঙ্গল তো ঘুরেছেন, বর্ষায় যান অফবিট এই ৫ জায়গা, অনন্য সুন্দর অনুভূতি

*বর্ষায় ঘুরুন বাঁকুড়া। ভুলেও মিস করবেন না এই জায়গাগুলি। রয়েছে পাহাড়, রয়েছে শিল্প, রয়েছে মন্দির এবং সঙ্গে রয়েছে প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর দুর্দান্ত মনোরম জায়গা।
*বর্ষায় ঘুরুন বাঁকুড়া। ভুলেও মিস করবেন না এই জায়গাগুলি। রয়েছে পাহাড়, রয়েছে শিল্প, রয়েছে মন্দির এবং সঙ্গে রয়েছে প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর দুর্দান্ত মনোরম জায়গা।
*বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত কাপিষ্ঠা গ্রামে অবস্থিত কোরো পাহাড়। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। রয়েছে ছবির মত সুন্দর একটি আশ্রম। পাহাড়ের মাথায় ঠাকুরের মন্দির।
*বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত কাপিষ্ঠা গ্রামে অবস্থিত কোরো পাহাড়। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। রয়েছে ছবির মত সুন্দর একটি আশ্রম। পাহাড়ের মাথায় ঠাকুরের মন্দির।
*এবার সরাসরি চলে আসুন মুকুটমণিপুর কংসাবতী বাঁধ সংলগ্ন মুসাফিরানা। পেয়ে যাবেন পুরো বাঁধের ভিউ। তাছাড়াও রয়েছে সহজ পাঠের আদলে সাজানো একটি পার্ক। প্রিয় মানুষকে নিয়ে কাটাতেই পারেন একটা বিকেল।
*এবার সরাসরি চলে আসুন মুকুটমণিপুর কংসাবতী বাঁধ সংলগ্ন মুসাফিরানা। পেয়ে যাবেন পুরো বাঁধের ভিউ। তাছাড়াও রয়েছে সহজ পাঠের আদলে সাজানো একটি পার্ক। প্রিয় মানুষকে নিয়ে কাটাতেই পারেন একটা বিকেল।
*বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের শুশুনিয়া পাহাড় সংলগ্ন একটি জায়গায়। পাহাড়ের পিছন দিকে রয়েছে রাজা চন্দ্র বর্মনের শিলালিপি। দুর্গম এই জায়গায় অনেকেই উঠতে পারেন না। যদি আপনার যৌবনের ছোঁয়া থাকে, তাহলে অবশ্যই নিতে পারেন ইতিহাসের স্বাদ।
*বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের শুশুনিয়া পাহাড় সংলগ্ন একটি জায়গায়। পাহাড়ের পিছন দিকে রয়েছে রাজা চন্দ্র বর্মনের শিলালিপি। দুর্গম এই জায়গায় অনেকেই উঠতে পারেন না। যদি আপনার যৌবনের ছোঁয়া থাকে, তাহলে অবশ্যই নিতে পারেন ইতিহাসের স্বাদ।
*ছাতনা বাইপাস ধরে চলে আসুন ছাতনা রাজবাড়ি। এ যেন অন্য পৃথিবী। সবুজ বৃক্ষে ঘেরা পুরনো রাজবাড়ি। পাশেই ঐতিহ্যবাহী মা বাসুলীর মন্দির। পাতার মর্মর আপনাকে বলে দেবে এই জায়গার ইতিহাস।
*ছাতনা বাইপাস ধরে চলে আসুন ছাতনা রাজবাড়ি। এ যেন অন্য পৃথিবী। সবুজ বৃক্ষে ঘেরা পুরনো রাজবাড়ি। পাশেই ঐতিহ্যবাহী মা বাসুলীর মন্দির। পাতার মর্মর আপনাকে বলে দেবে এই জায়গার ইতিহাস।
*এবার আসুন শুশুনিয়া পাহাড়ের অপর আরেক প্রান্তে। এই প্রান্তে রয়েছে পটচিত্রশিল্পী গ্রাম ভরতপুর। গ্রামের একাধিক শিল্পী ঐতিহাসিক পদ্ধতিতে এগিয়ে চলেছে পট। দেখুন এবং উপভোগ করুন প্রাকৃতিক রঙিন খেলা।
*এবার আসুন শুশুনিয়া পাহাড়ের অপর আরেক প্রান্তে। এই প্রান্তে রয়েছে পটচিত্রশিল্পী গ্রাম ভরতপুর। গ্রামের একাধিক শিল্পী ঐতিহাসিক পদ্ধতিতে এগিয়ে চলেছে পট। দেখুন এবং উপভোগ করুন প্রাকৃতিক রঙিন খেলা।