ছবি প্রতীকী 

Parenting Tips: সন্তানকে গড়ে তুলতে অভাবের গুরুত্ব বোঝানো দরকার, বলছে চাইল্ড নিউরো সায়েন্স

বর্তমান সময়ে সন্তানকে বাবা-মা অতিমাত্রায় ভালোবাসার ফলে না চাইতেই প্রয়োজনের অতিরিক্ত চাহিদা পূরণ করে থাকে। তবে এটি কখনোই আপনার সন্তানের জন্য সুখকর নয়।
বর্তমান সময়ে সন্তানকে বাবা-মা অতিমাত্রায় ভালোবাসার ফলে না চাইতেই প্রয়োজনের অতিরিক্ত চাহিদা পূরণ করে থাকে। তবে এটি কখনোই আপনার সন্তানের জন্য সুখকর নয়।
কোন জরুরী অবস্থা, মহামারিকাল, আমাদের শিক্ষা দেয় উপার্জন করা যেমন জরুরি, সঞ্চয় করাও তেমনি দরকারি। আর উপার্জনের জন্য যে পরিমাণ পরিশ্রম করতে হয় তা সন্তানদের কিছুটা বোধগম্য করানো প্রয়োজন।
কোন জরুরী অবস্থা, মহামারিকাল, আমাদের শিক্ষা দেয় উপার্জন করা যেমন জরুরি, সঞ্চয় করাও তেমনি দরকারি। আর উপার্জনের জন্য যে পরিমাণ পরিশ্রম করতে হয় তা সন্তানদের কিছুটা বোধগম্য করানো প্রয়োজন।
আপনার সন্তানকে এখন থেকেই সঞ্চয়ী হওয়ার শিক্ষা দিন। কেননা, শিশুকালই শেখানোর সেরা সময়। এ সময় যা কিছু শেখাবেন, তা সারা জীবনের জন্য মাথায় গেঁথে যাবে।
আপনার সন্তানকে এখন থেকেই সঞ্চয়ী হওয়ার শিক্ষা দিন। কেননা, শিশুকালই শেখানোর সেরা সময়। এ সময় যা কিছু শেখাবেন, তা সারা জীবনের জন্য মাথায় গেঁথে যাবে।
না চাইতে সবকিছু পাওয়া কিংবা চাইলেই কিছু পাওয়া যায়, এমন ধারণা যেন আপনার সন্তানের না হয়। তাহলে উপার্জনের সম্যক ধারণাও ভুলে যেতে পারে আপনার সন্তান। সেজন্য মাঝে মাঝে তাকে কিছু টাস্ক দিন, টাস্ক পূরণ করলে তবেই চাহিদা পূরণ করুন।
না চাইতে সবকিছু পাওয়া কিংবা চাইলেই কিছু পাওয়া যায়, এমন ধারণা যেন আপনার সন্তানের না হয়। তাহলে উপার্জনের সম্যক ধারণাও ভুলে যেতে পারে আপনার সন্তান। সেজন্য মাঝে মাঝে তাকে কিছু টাস্ক দিন, টাস্ক পূরণ করলে তবেই চাহিদা পূরণ করুন।
সন্তানকে কোনটা প্রয়োজন আর কোনটা বিলাসিতা, সেটা বুঝিয়ে বলুন। ছোটবেলা থেকে সন্তানকে বিলাসিতার নেতিবাচক দিকগুলো বোঝান। বিলাসদ্রব্যে যেন অভ্যস্ত না হয়ে পড়ে, সেদিকে খেয়াল রাখুন।
সন্তানকে কোনটা প্রয়োজন আর কোনটা বিলাসিতা, সেটা বুঝিয়ে বলুন। ছোটবেলা থেকে সন্তানকে বিলাসিতার নেতিবাচক দিকগুলো বোঝান। বিলাসদ্রব্যে যেন অভ্যস্ত না হয়ে পড়ে, সেদিকে খেয়াল রাখুন।
তবে আপনার সন্তান যেন অতিরিক্ত কম খরচ না করে আবার প্রয়োজনে অতিরিক্ত বিলাসিতা না করে তা ছোট থেকে নজরে রাখুন। শুরুতে টাকা জমানোর অভ্যাস করুক।
তবে আপনার সন্তান যেন অতিরিক্ত কম খরচ না করে আবার প্রয়োজনে অতিরিক্ত বিলাসিতা না করে তা ছোট থেকে নজরে রাখুন। শুরুতে টাকা জমানোর অভ্যাস করুক।