আরশাদ নাদিম সোনা জেতার পর থেকেই চর্চার উঠে এসেছেন এই পাকিস্তানি অ্যাথলিট।

Paris Olympics 2024: মাটির বাড়ি থেকে সোনার পদক, নাদিমের অলিম্পিক্সের স্বপ্ন উড়ান

আরশাদ নাদিম, পাকিস্তানের অলিতে গলিতে কান পাতলে এখন একটাই নাম ঘোরা ফেরা করছে। ভারতের প্রবল প্রতিপক্ষ নীরজ চোপড়াকে হারিয়ে জ্যাভলিনে প্রথম প্রতিযোগী হিসাবে সোনা পেলেন নাদিম।
আরশাদ নাদিম, পাকিস্তানের অলিতে গলিতে কান পাতলে এখন একটাই নাম ঘোরা ফেরা করছে। ভারতের প্রবল প্রতিপক্ষ নীরজ চোপড়াকে হারিয়ে জ্যাভলিনে প্রথম প্রতিযোগী হিসাবে সোনা পেলেন নাদিম।
একটা সময়ে মাটির বাড়িতে থাকতেন এখন অলিম্পিক্সে সোনা জয় করে গোটা দেশবাসীকে গর্বিত করেছেন।
একটা সময়ে মাটির বাড়িতে থাকতেন এখন অলিম্পিক্সে সোনা জয় করে গোটা দেশবাসীকে গর্বিত করেছেন।
পাকিস্তানের ছোট্ট গ্রামের মিয়া চানু থেকে উঠে আসা এই তরুণের সোনা জয়ের পিছনে যেন রূপকথার মতন। তাঁর এই সোনা জয়ের পর থেকেই গোটা গ্রামজুড়ে যেন উৎসবের আমেজ।
পাকিস্তানের ছোট্ট গ্রাম মিয়া চানু থেকে উঠে আসা এই তরুণের সোনা জয় যেন রূপকথার মতন। তাঁর এই সোনা জয়ের পর থেকেই গোটা গ্রামজুড়ে  উৎসবের আমেজ।
প্রথম এবং শেষ দুটি থ্রো-ই প্রায় ৯০ মিটারের উপরে ছোঁড়ার ফলে কার্যত এক বিশ্ব রেকর্ড করে সোনা জয় করেন এই পাকিস্তানি অ্যাথলিট।
প্রথম এবং শেষ দুটি থ্রো-ই প্রায় ৯০ মিটারের উপরে ছোঁড়ার ফলে কার্যত এক বিশ্ব রেকর্ড করে সোনা জয় করেন এই পাকিস্তানি অ্যাথলিট।
ভারতের নীরজের সঙ্গেও সু-সম্পর্ক রয়েছে আরশাদের। সোনা জেতার খবর পাওয়ার পর নীরজের মা বলেছিলেন আরশাদও তাঁরই ছেলে তাই তিনি খুশি। একই বক্তব্য ছিল গত অলিম্পিক্সে যখন আরশাদ রুপো পান এবং নীরজ সোনা পান তখনও এই সু-সম্পর্কই বজায় ছিল।
ভারতের নীরজের সঙ্গেও সু-সম্পর্ক রয়েছে আরশাদের। সোনা জেতার খবর পাওয়ার পর নীরজের মা বলেছিলেন আরশাদও তাঁরই ছেলে তাই তিনি খুশি। একই বক্তব্য ছিল  আরশাদের মায়েরও। গত অলিম্পিক্সে যখন আরশাদ রুপো পান এবং নীরজ সোনা পান তখনও এই সু-সম্পর্কই বজায় ছিল।