আশা এমন এক জিনিস যা শেষ মুহূর্ত পর্যন্ত মানুষকে বাঁচিয়ে রাখে৷ কিন্তু ভিনেশের আর রুপোর পদক হবে না তা এখন সকলেই জেনে গেছেন৷  ভিনেশ ফোগট যখন প্যারিস অলিম্পিক ২০২৪ -এ ৫০-কেজি ইভেন্টের ফাইনালে পৌঁছে, ইতিহাস তৈরি করেছিলেন। ২৯ বছর বয়সী এই কুস্তিগীরকে যদিও গত সপ্তাহে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল ফাইনালের সকালে ডিসকোয়ালিফায়েড ঘোষণা করা হয়েছিল।

আশা আছে! ভিনেশ ফোগট জিতবেন রুপো! ঘোষণা কবে, কখন? সময়টা জেনে নিন

এক ঝটকায় সমস্ত আশা শেষ হয়ে গিয়েছিল তাঁর। সেই ধাক্কা কাটিয়ে আর উঠে দাঁড়াতে পারেননি ভিনেশ ফোগট। প্যারিস অলিম্পিক্সের মাঝেই অবসর ঘোষণা করে দেন।
এক ঝটকায় সমস্ত আশা শেষ হয়ে গিয়েছিল তাঁর। সেই ধাক্কা কাটিয়ে আর উঠে দাঁড়াতে পারেননি ভিনেশ ফোগট। প্যারিস অলিম্পিক্সের মাঝেই অবসর ঘোষণা করে দেন।
মাত্র ১০০ গ্রাম ওজন বেশি ছিল তাঁর। যার জেরে অলিম্পিক্সে ফাইনালে আর নামতে পারেননি তিনি। গোটা দেশের মানুষ তাঁর লড়াইকে কুর্ণিশ জানিয়েছিল। তবে ভিনেশ যেন নিজেকে স্বান্তনা দিতে পারেননি।
মাত্র ১০০ গ্রাম ওজন বেশি ছিল তাঁর। যার জেরে অলিম্পিক্সে ফাইনালে আর নামতে পারেননি তিনি। গোটা দেশের মানুষ তাঁর লড়াইকে কুর্ণিশ জানিয়েছিল। তবে ভিনেশ যেন নিজেকে স্বান্তনা দিতে পারেননি।
ভিনেশ রুপো পাবেন কি না তা জানা যেত শনিবার রাত সাড়ে নটায়। তবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত আরও কিছুটা সময় চেয়ে নিয়েছে। যদিও আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান টমাস বাক এই ব্যাপারে নিজের মতামত জানান। তিনি বলেছেন, ভিনেশকে রুপো দেওয়ার কোনও যুক্তি নেই।
ভিনেশ রুপো পাবেন কি না তা জানা যেত শনিবার রাত সাড়ে নটায়। তবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত আরও কিছুটা সময় চেয়ে নিয়েছে। যদিও আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান টমাস বাক এই ব্যাপারে নিজের মতামত জানান। তিনি বলেছেন, ভিনেশকে রুপো দেওয়ার কোনও যুক্তি নেই।
তবে অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় শুটার অভিনব বিন্দ্রার মতো কেউ কেউ মনে করছেন, আশা আছে। আদালত সময় নিয়েছে মানে এই ব্যাপারে পজিটিভ কিছু হতে পারে।
তবে অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় শুটার অভিনব বিন্দ্রার মতো কেউ কেউ মনে করছেন, আশা আছে। আদালত সময় নিয়েছে মানে এই ব্যাপারে পজিটিভ কিছু হতে পারে।
ভিনেশের হয়ে সওয়াল করা বিখ্যাত আইনজীবী হরিশ সালভেও এবার পদকের আশা দেখছেন। ভিনেশের আবেদন বাতিল হবে না বলেই তাঁর বিশ্বাস।
ভিনেশের হয়ে সওয়াল করা বিখ্যাত আইনজীবী হরিশ সালভেও এবার পদকের আশা দেখছেন। ভিনেশের আবেদন বাতিল হবে না বলেই তাঁর বিশ্বাস।
১৩ আগস্ট ভিনেশ মামলার রায় বেরোতে পারে। তার আগে ভিনেশকে কিছু প্রশ্ন করেছে ক্রীড়া আদালত। সেই প্রশ্নগুলির জবাব ভিনেশকে দিতে হবে আজ, রবিবার সন্ধের মধ্যে।
১৩ আগস্ট ভিনেশ মামলার রায় বেরোতে পারে। তার আগে ভিনেশকে কিছু প্রশ্ন করেছে ক্রীড়া আদালত। সেই প্রশ্নগুলির জবাব ভিনেশকে দিতে হবে আজ, রবিবার সন্ধের মধ্যে।
জানা যাচ্ছে, ১৩ অগাস্ট ভারতীয় সময় রাত সাড়ে নটা নাগাদ ভিনেশের পদক জয়ের ব্যাপারে সিদ্ধান্ত জানানো হতে পারে।
জানা যাচ্ছে, ১৩ অগাস্ট ভারতীয় সময় রাত সাড়ে নটা নাগাদ ভিনেশের পদক জয়ের ব্যাপারে সিদ্ধান্ত জানানো হতে পারে।