ডেঙ্গি নিয়ে পথনাটিকা

Dengue Awareness: ডেঙ্গি সচেতন বার্তা! স্কুলে পথনাটিকা করে বার্তা দিলেন ছাত্রছাত্রী ও নাট্যকর্মীরা

শান্তিপুর: ‘জল জমতে দেব না, ডেঙ্গিমশা হবে না’, নদিয়ার শান্তিপুর শহরের এক নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক খুদে ছাত্রছাত্রী এই শপথই নিল। শান্তিপুর পৌরসভার আয়োজনে বিদ্যালয়ের সমস্ত খুদে ছাত্রছাত্রী তাদের অভিভাবক অভিভাবিকা ওয়ার্ডের সকল স্বাস্থ্যকর্মী, ভেক্টর টিমের সাফাই কর্মীদের নিয়ে স্কুলে আয়োজিত করা হয় এক পথ নাটিকার। উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিলর শুভজিৎ দে, স্থানীয় এক নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাবলু কুমার রায়-সহ বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা মিড ডে মিল কর্মী এবং অন্যান্য সহায়িকা শিক্ষা কর্মীরা।

আরও পড়ুন: ঠিক ‘এত’ চামচ তেল দিন রান্নায়…! পুজোর আগে কমে যাবে ২-৪ কেজি ওজন, মানুন এই ডায়েট

পুরসভার অনুরোধে শান্তিপুরের স্বনামধন্য নাট্য সংস্থা উড়ান তাদের ২৯১তম ‘ডেঙ্গু কিসসা’ নামক একটি পথনাটিকা প্রদর্শন করে বিদ্যালয়ের প্রাঙ্গনে, যাতে ছাত্র-ছাত্রী তাদের অভিভাবক অভিভাবিকা এবং এলাকাবাসীরা অত্যন্ত আনন্দ লাভ করে এবং তার পাশাপাশি সচেতনতা বাড়ে ডেঙ্গির।

সংস্থার সদস্য সৌরভ তালুকদার জানান, নাট্য নির্দেশক অমরনাথ সাহার রচনায় ২০১৯ সাল থেকে তাদের সাত জনের দল সরকারি বেসরকারি বিভিন্ন আমন্ত্রণে এ ধরনের প্রদর্শনী করে থাকেন। বিদ্যালয় প্রধান শিক্ষক ডবলু কুমার রায় জানান, সম্প্রতি তারা কিছুদিন আগে একবার অভিভাবক এবং ছাত্রছাত্রীদের নিয়ে হেপাটাইটিস এবং ডেঙ্গি সচেতনতা শিবির করেছিলেন। তবে এবারে পুরসভার অনুরোধে। তিনি বলেন, ”ছাত্রছাত্রীদের নেচে গেয়ে মজার মধ্যে দিয়ে অনেক কঠিন কথাও সহজ হয়ে যায়। আর সেই কারণেই নাটকের আয়োজন অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।”

পুরসভার সিএসসি সদস্য শুভজিৎ দে জানান, গত বছরে দুর্ভাগ্যক্রমে শান্তিপুর পৌরসভার ২৪টি ওয়ার্ডের মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১৫০। যার মধ্যে সর্বাধিক এই এক নম্বর ওয়ার্ড সংখ্যাটা প্রায় ৩০ জন। সেই কারণে এবারের প্রচার শুরু এই ওয়ার্ড থেকে এবং সচেতনতার অন্যতম প্রধান মাধ্যম শিশুদের মধ্যে দিয়ে। পৌর উন্নয়ন দফতর এবং স্বাস্থ্য দফতরের ধারাবাহিক তৎপরতায় শান্তিপুর পৌরসভাও সদা সচেষ্ট। তাই এবারে সকলে মিলে ডেঙ্গিমুক্ত শহর গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

Mainak Debnath