সোনাঝুড়ি হাট নিয়ে বিরাট সিদ্ধান্ত

Shantiniketan Sonajhuri Haat: সোনাঝুড়ি হাট নিয়ে বিরাট সিদ্ধান্ত! চালু নতুন নিয়ম, এবার সপ্তাহে কদিন খোলা থাকবে হাট?

শান্তিনিকেতনঃ শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াই হাট নিয়ে বড় সিদ্ধান্ত নিল হাট কমিটি। সপ্তাহে ৪ দিন বসবে হাট বাকি ৩ দিন সম্পূর্ণ বন্ধ থাকবে হাট। এই তিন দিনে হাট পরিষ্কার ও গাছের চর্চা হবে বলে জানিয়েছে হাট কমিটি। সিদ্ধান্ত না মানলে দেওয়া হবে কঠোর শাস্তি।

আরও পড়ুনঃ ঘণীভূত হচ্ছে রহস‍্য, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত ডাক্তারি ছাত্রীর বাবা!

বীরভূম তথা শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ সোনাঝুরি খোয়াই। শান্তিনিকেতন লাগোয়া সেচ ক্যানালের দু’পাশেই রয়েছে খোয়াই বন। শীত পড়তেই এই বন হয়ে ওঠে পর্যটন ক্ষেত্র। এমনকী পৌষ উৎসবের সময়েও পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ, এই সোনাঝুরি বনের ভিতর খোয়াই হাট। এখন যদিও সারা বছরই ভিড় জমে সোনাঝুরিতে। তবে, শীতকালে এই ভিড় উপচে পড়ে। বিশেষ করে পৌষমেলার সময়ে।

কিন্তু এবার তা আর হবে না সপ্তাহে ৪ দিন বসবে হাট বাকি ৩ দিন সম্পূর্ণভাবে হাট বন্ধ থাকবে। আজ সোনাঝুরি খোয়াই হাটে করা হলো মাইকিং জানিয়ে দেওয়া হলো ব্যবসায়ীদের। এই সিদ্ধান্তে খুশি ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা।

ইন্দ্রজিৎ রুজ