পাহাড়, জঙ্গল, সমুদ্রে ঘেরা ভারতের একেক জায়গায় একেকরকম মানুষ। একেকরকম তাঁদের বেশভূষা, খাদ্যাভাস, জীবনযাত্রা। তবে এত বৈচিত্রের মধ্যেও দেশের প্রতিটি মানুষের ঐক্য নিঃসন্দেহে অবাক করে।

Digha: দিঘার সমুদ্রে উঠে এল যেন সাক্ষাৎ ‘দানব’, দেখেই শিউরে উঠছেন দূর-দূরান্তের মানুষ

আবারও দিঘা মোহনা মৎস নিলাম কেন্দ্র জুড়ে শোরগোল পড়ল। তবে এবার বিরাট আকৃতির তেলিয়া ভোলা বা কৈ ভোলা মাছের জন্য নয়, কিংবা ইলিশ উঠে আসার জন্য নয়। বিশাল আকৃতির শঙ্কর মাছ ঘিরে শোরগোল ছড়াল।বিশাল আকৃতির শঙ্কর মাছ এদিন দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে আসেন মৎস্যজীবীরা। মাছটির ওজন প্রায় ৪০ কেজি। বৃহৎ আকৃতির ওই শঙ্কর মাছ দেখে দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে শোরগোল পড়ে যায়।ইলিশের দেখা না মিললেও অন্যান্য সামুদ্রিক মাছ ভাল পরিমান জালে জড়াচ্ছে দিঘার সমুদ্রে। এর পাশাপাশি তেলিয়া ভোলা ও কই ভলা মৎস্যজীবীদের খুশির মাত্রা দ্বিগুণ করেছে। তার ওপর বাড়তি পাওনা বৃহৎ আকৃতির শংকর মাছ।এদিন দিঘা মোহনা মৎস নিলাম কেন্দ্রে নিয়ে আসা এই বৃহৎ আকৃতির শঙ্কর মাছটি ওড়িশার একটি ট্রলারে ধরা পড়ে। সেখান থেকেই নিয়ে আসা হয় মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। মাছটি আনার সঙ্গে সঙ্গে শরগোল পড়ে যায়, মৎস্য নিলাম কেন্দ্রে।