আমেরিকার আবেদন

Israel: ইজরায়েলের সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা হিজবুল্লাহর, শান্তি আলোচনার ডাক মার্কিন যুক্তরাষ্ট্রের

জেরুজালেম: ইজরায়েলে মিসাইল হামলা চালাল হিজবুল্লাহ। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তরফে এমনটাই দাবি করা হয়েছে। হামাস প্রধান ইসমাইল হানিয়ে ও হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার ফল ভুগতে হবে বলে গত মাসেই ইজরায়েলকে হুঁশিয়ারি দিয়েছিল ইরান। এর মধ্যেই সামনে এল মিসাইল হামলার খবর।

ইরানের সরকার পোষিত ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, আল সামাকা, রামিয়া এবং মিসগাভ আম সাইটে ইজরায়েলি সেনাবাহিনীর প্রযুক্তিগত এবং গুপ্তচর ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শুধু তাই নয়, মাতাতের সামরিক কেন্দ্রের কাছে ইজরায়েলি সেনার একটি ট্রুপেও মিসাইল হামলা চালায় তারা।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে শিরোনামে পলিগ্রাফ ও ‘ভয়ঙ্কর’ নার্কো টেস্ট! কী পার্থক্য এই দুই টেস্টের? কোনটা অপরাধী ধরতে বেশি সক্ষম? জানুন

এর আগে তেল আভিভে দুটি M90 রকেট হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। তবে সেই আক্রমণ প্রতিহত করে দেয় ইজরায়েলি সেনা। মে মাসের পর থেকে ইজরায়েলের বাণিজ্যিক কেন্দ্রে এটাই ছিল হিজবুল্লাহর প্রথম আক্রমণ। তারা বিবৃতি দিয়ে হামলার দায় স্বীকারও করেছে। বলেছে, “সাধারণ নাগরিকদের উপর ইহুদিবাদী গণহত্যা এবং আমাদের জনগণকে বাস্তুচ্যুত করার প্রতিক্রিয়া হিসাবে তেল আভিভ শহর এবং শহরতলি দুটি M90 ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।’’

ইজরায়েলি সেনাকর্তারা জানিয়েছেন, যুদ্ধ বিধ্বস্ত গাজা থেকে ছোঁড়া দুটি রকেট ইজরায়েলের তেল আভিভের কাছের সাগরে গিয়ে পড়ে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সেনা বিবৃতিতে বলা হয়, “গাজা স্ট্রিপ থেকে ছোঁড়া দুটি ক্ষেপণাস্ত্র ইজরায়েলের সমুদ্রে আছড়ে পড়েছে। শহরের কোনও ক্ষতি হয়নি।’’

এদিকে মঙ্গলবার মধ্য ও দক্ষিণ গাজায় ফের হামলা চালায় ইজরায়েল। ঘটনায় ১৯ প্যালেস্তেনীয়ের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দেইর আল বালহা-তে মারা যান ৬ জন। এর মধ্যে একজন মা ও তাঁর ৪ দিনের যমজ শিশুও রয়েছেন। কাছাকাছি আল বুরেজ ক্যাম্পের একটি বাড়িতে হামলায় ৭ প্যালেস্তেনীয়ের মৃত্যুর খবর মিলেছে। মধ্য গাজা উপত্যকায় আল-মাগাজি ক্যাম্প এবং দক্ষিণে রাফাহতে পৃথক দুটি হামলায় মৃত্যু হয়েছে ৪ জনের। এরপরই মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, বৃহস্পতিবার শান্তি আলোচনা পরিকল্পনা অনুযায়ী এগোবে বলে আশা করা হচ্ছে। যুদ্ধবিরতি চুক্তি এখনও সম্ভব।