R G Kar Hospital: ভাঙচুরে হাত পড়েনি সেমিনার রুমে! গুজব ছড়ালেই কড়া শাস্তি, জানিয়ে দিল কলকাতা পুলিশ

কলকাতা: আর জি করের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসতে চলেছেন তদন্তকারী সিবিআই আধিকারিকেরা৷ তার পরবর্তী ক্ষেত্রে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যেতে পারে সিবিআই টিম৷

এরই পাশাপাশি একটি বিষয় ইতিমধ্যেই বৈঠকের আলোচ্য বিষয় হতে চলেছে বলে জানা গিয়েছে৷ গত বুধবার রাতে যে পরিস্থিতি হয়েছিল আর জি কর হাসপাতালে সেখানে ঘটনাস্থলে অর্থাৎ, সেমিনার হলে কী পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সমস্ত বিষয় নিয়েও বৈঠকের আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও মোদির মুখে নারী সুরক্ষা প্রসঙ্গ! লাল কেল্লা থেকে বার্তা রাজ্য সরকারদের

গতকাল হাসপাতালের ভেতরে থাকা পুলিশের ঘরে চলে ভাঙচুর সিসিটিভি ক্যামেরার ফুটেজ যেখানে সংগ্রহ করা হয় সেখানে কার্যত লন্ডভন্ড পরিস্থিতি। অভিযোগ, পরিকল্পিতভাবে ভাঙা হয়েছে সিসিটিভির হার্ডডিস্ক৷ যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য পুলিশের ঘরে থাকা প্রত্যেকটি মোবাইল ফোনও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: দল না দেখে ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করার আর্জি! আর জি কর ভাঙচুরে সিপি-র সঙ্গে কথা অভিষেকের

তবে, পাশাপাশি, কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে, ক্রাইম সিন অর্থাৎ, সেমিনার রুমে ভাঙচুরের হাত পড়েনি৷ এ বিষয়ে অকারণ গুজব না ছড়ানোর আর্জি জানানো হয়েছে পুলিশের তরফে৷ গুজব ছড়ালে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে কলকাতা পুলিশ৷