How To Become Crorepati: প্রতিদিন ১০০ বা ৫০০ টাকা বিনিয়োগ করেও কোটিপতি হতে পারেন; কীভাবে? সহজ হিসেব বুঝে নিন

গত কয়েক বছরে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরিমাণ লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এখনও পর্যন্ত এসআইপিতে বিনিয়োগ দাঁড়িয়েছে ২৩ হাজার কোটি টাকা। এর কারণ হল রিটার্ন। খুব অল্প টাকা বিনিয়োগ করেও মোটা রিটার্ন পাওয়া যায় একমাত্র মিউচুয়াল ফান্ড থেকেই। ক্ষুদ্র সঞ্চয় স্কিমের তুলনায় যা অনেক বেশি।
গত কয়েক বছরে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরিমাণ লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এখনও পর্যন্ত এসআইপিতে বিনিয়োগ দাঁড়িয়েছে ২৩ হাজার কোটি টাকা। এর কারণ হল রিটার্ন। খুব অল্প টাকা বিনিয়োগ করেও মোটা রিটার্ন পাওয়া যায় একমাত্র মিউচুয়াল ফান্ড থেকেই। ক্ষুদ্র সঞ্চয় স্কিমের তুলনায় যা অনেক বেশি।
আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, মিউচুয়াল ফান্ডে প্রতিদিন ১০০ টাকা বা ৫০০ টাকা বিনিয়োগ করেও কোটি টাকা রিটার্ন পাওয়া সম্ভব। কীভাবে? ধরে নেওয়া যাক, কোনও ব্যক্তি প্রতিদিন ১০০ টাকার এসআইপি করলেন। তাহলে তাঁর মাসিক বিনিয়োগ দাঁড়াচ্ছে ৩ হাজার টাকা। দীর্ঘমেয়াদে এসআইপি থেকে গড়ে ১২ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়।
আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, মিউচুয়াল ফান্ডে প্রতিদিন ১০০ টাকা বা ৫০০ টাকা বিনিয়োগ করেও কোটি টাকা রিটার্ন পাওয়া সম্ভব। কীভাবে? ধরে নেওয়া যাক, কোনও ব্যক্তি প্রতিদিন ১০০ টাকার এসআইপি করলেন। তাহলে তাঁর মাসিক বিনিয়োগ দাঁড়াচ্ছে ৩ হাজার টাকা। দীর্ঘমেয়াদে এসআইপি থেকে গড়ে ১২ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়।
এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী, ৩ হাজার টাকার মাসিক বিনিয়োগে ৩০ বছরে মোট জমার পরিমাণ দাঁড়াবে ১০,৮০,০০০ টাকা। সুদ হিসাবে মিলবে ৯৫,০৯,৭৪১ টাকা। অর্থাৎ সুদ এবং আসল মিলিয়ে তিনি কোটি টাকার মালিক হবেন।
এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী, ৩ হাজার টাকার মাসিক বিনিয়োগে ৩০ বছরে মোট জমার পরিমাণ দাঁড়াবে ১০,৮০,০০০ টাকা। সুদ হিসাবে মিলবে ৯৫,০৯,৭৪১ টাকা। অর্থাৎ সুদ এবং আসল মিলিয়ে তিনি কোটি টাকার মালিক হবেন।
এখন যদি সেই ব্যক্তি প্রতিদিন ৫০০ টাকা বিনিয়োগ করেন তাহলে মাসে তাঁর জমা টাকার পরিমাণ দাঁড়াবে ১৫ হাজার টাকা। দীর্ঘমেয়াদে ১২ শতাংশ রিটার্ন ধরে নিলে ১৭ বছরে তিনি কোটিপতি হবেন।
এখন যদি সেই ব্যক্তি প্রতিদিন ৫০০ টাকা বিনিয়োগ করেন তাহলে মাসে তাঁর জমা টাকার পরিমাণ দাঁড়াবে ১৫ হাজার টাকা। দীর্ঘমেয়াদে ১২ শতাংশ রিটার্ন ধরে নিলে ১৭ বছরে তিনি কোটিপতি হবেন।
এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী, ৩০ বছরে তিনি মোট ৩০,৬০,০০০ টাকা জমা করবেন। সুদ থেকে মিলবে ৬৯,৫৮,৮১২ টাকা। তাহলে সুদ এবং আসল মিলিয়ে মোট রিটার্ন দাঁড়াচ্ছে ১,০০,১৮,৮১২ টাকা।
এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী, ৩০ বছরে তিনি মোট ৩০,৬০,০০০ টাকা জমা করবেন। সুদ থেকে মিলবে ৬৯,৫৮,৮১২ টাকা। তাহলে সুদ এবং আসল মিলিয়ে মোট রিটার্ন দাঁড়াচ্ছে ১,০০,১৮,৮১২ টাকা।
বিপিএন ফিনক্যাপ-এর ডিরেক্টর অমিত কুমার নিগম বলেন, “এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হল, মিউচুয়াল ফান্ডে নিয়মিত বিনিয়োগ করার সবচেয়ে ভাল পদ্ধতি। এতে বিনিয়োগকারীরা বৈচিত্র, চক্রবৃদ্ধি এবং রুপির গড় ব্যয়ের সুবিধা পান। এতে ঝুঁকি রয়েছে। তবে দীর্ঘ মেয়াদে ঝুঁকি অনেকটাই কমে যায়।’’
বিপিএন ফিনক্যাপ-এর ডিরেক্টর অমিত কুমার নিগম বলেন, “এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হল, মিউচুয়াল ফান্ডে নিয়মিত বিনিয়োগ করার সবচেয়ে ভাল পদ্ধতি। এতে বিনিয়োগকারীরা বৈচিত্র, চক্রবৃদ্ধি এবং রুপির গড় ব্যয়ের সুবিধা পান। এতে ঝুঁকি রয়েছে। তবে দীর্ঘ মেয়াদে ঝুঁকি অনেকটাই কমে যায়।’’
অমিতের মতে, বিগত বছরগুলিতে কোনও ফান্ডের পারফরম্যান্সের উপর ভিত্তি করে তাতে বিনিয়োগ করা ঠিক নয়। এতে লোকসানের সম্ভাবনা রয়েছে। আয়, লক্ষ্য এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা বুঝেই বিনিয়োগ করা উচিত। এসআইপি-এর সবচেয়ে বড় সুবিধা হল, মাত্র ১০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই।
অমিতের মতে, বিগত বছরগুলিতে কোনও ফান্ডের পারফরম্যান্সের উপর ভিত্তি করে তাতে বিনিয়োগ করা ঠিক নয়। এতে লোকসানের সম্ভাবনা রয়েছে। আয়, লক্ষ্য এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা বুঝেই বিনিয়োগ করা উচিত। এসআইপি-এর সবচেয়ে বড় সুবিধা হল, মাত্র ১০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই।