জলপাইগুড়িতে প্রতিবাদ

RG Kar Case Protest: আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে জলপাইগুড়ি দেখাল প্রতিবাদের নতুন রং, দেখুন

জলপাইগুড়ি: রঙ-তুলি হাতে বিক্ষোভ জলপাইগুড়ির পথে। রাজ্য, দেশের সীমানা পেরিয়ে যেখানে আরজি করের আগুন ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও সেখানে শহর জলপাইগুড়ির পথে দেখা গেল আন্দোলনের নয়া চিত্র।

ছবি এঁকে আরজি করের ঘটনার বিচার চেয়ে আন্দোলন করেন শিল্পীদের একাংশ। গত ১৪ অগাস্ট  “মেয়েদের রাত দখল” কর্মসূচির পর থেকে এখনও অবধি মহানগরের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে জারি রয়েছে আন্দোলন। তেমনই গতকাল জলপাইগুড়ির রাজপথে নামা আন্দোলনে চোখে পড়ল অভিনব এক দৃশ্য।

আরও পড়ুন: ‘অডিটোরিয়ামে ডেকে এক এক করে ছাত্রীদের গায়ে হাত দিত’! গ্রেফতার প্রধান শিক্ষক-সহ ১১

দেখা যায়, কেউ হাতে লিখে ফেস্টুন বানিয়ে প্রতিবাদ করছেন। সকলের শুধু একটাই দাবি, সঠিক বিচার! এরই মধ্যে জলপাইগুড়ির শিল্পী-বিশিষ্ট ব্যক্তিত্বরা রং তুলিকেই তাঁদের অস্ত্র বানিয়ে প্রতিবাদে সরব হন জলপাইগুড়ির পথে। শহরের পি ডব্লিউ ডি মোড়ের সামনে তাঁরা ছবি এঁকে প্রতিবাদে সামিল হন।

আরও পড়ুন: দেশের সেরা মেডিক্যাল কলেজ কোনগুলি? তালিক প্রকাশ NIRF-এর, দেখুন প্রথম ৫ কারা

পরিস্থিতির টুকরো দৃশ্যাবলি ছবির অঙ্কনের মধ্যে তুলে ধরেছে শিল্পীরা। চা বলয়ের মানুষ থেকে শুরু করে ডুয়ার্স কিংবা শহরের বিভিন্ন প্রান্তের মানুষ একত্রিত হয়ে আরজি কর ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। তেমনই জলপাইগুড়ির পি ডব্লিউ ডি মোড় সংলগ্ন এলাকায় পি ডব্লিউ ডি অফিসের সামনে এদিন নজর কাড়ে শিল্পীদের নিখুঁত এক চিত্র। যেখানে উঠেছে বর্তমান সমাজের কিছু কঠোর সত্য এবং নানা প্রশ্ন।

সুরজিৎ দে