উত্তর প্রদেশের এক স্কুলে মিউজ়িক শিক্ষিকা ছিলেন তিনি৷ (Source: Instagram)

Success Story: ৬৩ বছরের বৃদ্ধাকে বলিউডের কুর্নিশ, শুনে নিন সফলতার এক অসাধারণ গল্প

মুম্বই: গল্পটা ৬৩ বছরের এক বৃদ্ধার৷ কর্ম থেকে অবসর গ্রহণ করেছেন বেশ কয়েকদিন৷ কিন্তু কর্মহীনভাবে অবসর যাপন তাঁর একেবারেই না পসন্দ ছিল৷

তাই তিনি ফিরে গেলেন তাঁর শখের কাছে৷ শুধু শখ, ভালবাসা বললেও ভুল বলা হবে৷ উত্তর প্রদেশের এক স্কুলে মিউজ়িক শিক্ষিকা ছিলেন তিনি৷

আরও পড়ুন: ইসরোর মুকুটে আরও এক নতুন পালক, স্বাধীনতার পরের দিনই সফল উৎক্ষেপণ SSLV-র, দেখে নিন সেই ভিডিও

সরকারিভাবে অবসর গ্রহণ করার পর তিনি ফিরলেন নিজের শহর মুম্বইয়ে৷ তারপর কোভিড মহামারিতে বন্দি সারা পৃথিবী৷ তখনই তিনি সোশ্যাল মিডিয়াতে নিজের প্রতিভা মেলে ধরতে লাগলেন৷

আরও পড়ুন: সিংহের খাঁচার সামনে নানারকম অঙ্গভঙ্গি ব্যক্তির, তারপর যা ভয়ঙ্কর ঘটনা ঘটল

একের পর এক তাঁর নাচের ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে৷ ভিডিও ভাইরাল হতে শুরু করল৷ আলিয়া, সারা আলি খানের মতো বলিউডের তারকারাও তাঁর প্রশংসা করতে শুরু করে৷

তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এর জন্য তাঁর সন্তানের অবদান সবচেয়ে বেশি৷ তিনি আরও বলেন ভিডিও থেকে তাঁর মাসিক আয় প্রায় ছয় লাখ৷ তাঁর প্রতি ভিডিওতে প্রায় লাখ লাখ ভিউ হয়৷

অনেকেই অবসরের পর অবসাদে চলে যান৷ কত মানুষের শরীর ভেঙে যায়৷ কিন্তু তাঁর এই প্রচেষ্টা, এই সফলতার কাহিনী বহু মানুষকেই অনুপ্রেরণা দিয়ে হয়ে উঠছেন ‘ড্যান্সিং দাদি’৷