Tag Archives: viralvideo

Viral Video: ঘণ্টা প্রতি ১০০ কিলোমিটার গতিবেগে ছুটে চলা ট্রেনের ছাদে পড়ে রয়েছেন যুবক, তারপর যা ঘটল…শিউরে উঠছেন নেটিজেনরা

নয়াদিল্লি: দিল্লি থেকে কানপুরের উদ্দেশ্যে ছুটছিল গোরক্ষপুরগামী হামসফর এক্সপ্রেস। ট্রেনের গতিবেগ তখন প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার। আচমকাই একটা দৃশ্য দেখে হাড়হিম হয়ে গিয়েছিল জিআরপি-র। কিন্তু কী এমন হয়েছিল? জানা গিয়েছে, তীব্র গতিতে ছুটতে থাকা গোরক্ষপুরগামী হামসফর এক্সপ্রেসের ছাদে ঘুমোচ্ছিলেন এক ব্যক্তি। আর যেখানে তিনি শুয়েেছিলেন, তার ঠিক ৫ ফুট উপরেই ছিল ১১০০০ ভোল্টের বৈদ্যুতিক লাইন। আচমকাই এই দৃশ্য দেখে শিউরে উঠেছিলেন জিআরপি কর্মীরা। তাঁদের তৎপরতায় বাঁচলেন ৩০ বছর বয়সী ওই যুবক। মৃত্যু যেন ওই যুবককে ছুঁয়ে বেরিয়ে গেল। আর এই ঘটনার ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে আর পরিণতি ভেবে রীতিমতো শিউরে উঠেছেন নেটাগরিকরা!

প্রথমে অবশ্য কর্তৃপক্ষের ধারণা হয়েছিল যে, ওই যুবকের মৃত্যু হয়েছে। তাই তাঁকে নিচে নামানোর প্রচেষ্টাও চলেছিল। এতে অবশ্য সফল হননি তাঁরা। এরপর আসরে নামেন আরপিএফ অফিসাররা। কোনওক্রমে ট্রেনের ছাদে ওঠেন তাঁরা। এর জন্য স্টেশন চত্বরের ওভারহেড বৈদ্যুতিক লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল। নিরাপদে নামিয়ে আনা হয় ওই ব্যক্তিকে। অবশ্য জিআরপি এবং আরপিএফ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। প্রায় ২০ মিনিট দেরিতে গন্তব্যে রওনা দেয় ট্রেনটি।

আরও পড়ুন- শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

এরপর ওই ব্যক্তির পরিচয় জানা যায়। সংবাদমাধ্যম সূত্রে খবর, বছর তিরিশের ধৃত ওই যুবকের নাম দিলীপ। ফতেহপুরের বিন্দকি তেহসিলের ফিরোজপুর গ্রামের বাসিন্দা তিনি। তবে প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগে ছুটে চলা ট্রেনটির মাথায় কেন চেপেছিলেন দিলীপ? এই প্রশ্ন শুনে অবশ্য নির্দিষ্ট কোনও জবাব দিতে পারেননি ওই যুবক।

 

কানপুরের আরপিএফ স্টেশন ইন-চার্জ বিপি সিং বলেন, দিল্লি থেকে ট্রেনে ওঠেন ওই যুবক। এমনকী দিল্লি থেকে কানপুর পর্যন্ত তিনি ট্রেনের ছাদে শুইয়েই যাত্রা করেছিলেন। বিপি সিংয়ের কথায়, যদি মাঝখানে কোথাও তিনি দাঁড়িয়েও পড়তেন, তাহলে বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসতেন। আর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হতে পারত। এর পাশাপাশি ওএইচই লাইন ক্ষতিগ্রস্ত হলে ট্রেনের মধ্যেও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। সেই কারণে ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে রেলওয়ে আইনের ১৫৬ ধারায় গ্রেফতারও করা হয়েছে দিলীপকে।

হাওয়ায় উড়ল উর্বশীর পোশাক ! ভিডিও শেয়ার করে লিখলেন, ‘কি হারালে তোমরা !’

#মুম্বই: উর্বশী রাওতেলা। বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। তাঁর নিজস্ব একটা ফ্যাশন স্টেটমেন্ট রয়েছে। যার জন্য মানুষ তাঁকে এক ডাকেই চেনে। উর্বশী সাহসী দৃশ্যেও অভিনয় করতে পিছপা হন না। তবে সেভাবে অভিনয়ে নাম না করলেও মডেলিংয়ে তিনিই সেরা। এছাড়া বেশ কিছু মিউজিক ভিডিওতেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে।

সম্প্রতি তাঁকে ফের একবার চর্চা শুরু হয়েছে। আসছে তাঁর নতুন মিউজিক ভিডিও ‘ ও চাঁন্দ কাহাসে লায়োগি’। এই ভিডিওতে তিনি অভিনয় করেছেন মহসিন খানের সঙ্গে। মহসিন জনপ্রিয় ধারাবাহিক ‘ও রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’-এর জনপ্রিয় চরিত্র কার্তিকের জন্য পরিচিত মুখ। সকলেই তাঁকে চেনেন। গান গেয়েছেন বিশাল মিশ্রা।

এই মিউজিক ভিডিওটি ইউটিউবে ২ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। সেই খুশিতেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। মুম্বইয়ের সমুদ্রের ধারে লাল ওয়েস্টার্ন পোশাক পরে আছেন তিনি। হাওয়ায় উড়ে যাচ্ছে তাঁর পোশাক। এই ভিডিও শেয়ার করে উর্বশী লিখেছেন গানের একটি লাইন। ‘কেয়া চিস গাবা দি হ্যায় তুমনে, ইয়ে সোচকে সো নেহি পাওগে’। সকলকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই দুবাইতে গিয়েছিলেন উর্বশী। সেখানে একটি ফ্যাশন শোতে শো স্টপার ছিলেন তিনি। সে সময় হিরে ও সোনায় মোড়া পোশাক পরেছিলেন তিনি। তাঁর পোশাক প্রশংসা পেয়েছিল সকলের। এমনকি কানের দুলটিও ছিল অন্য রকমের। ফ্যাশন স্টেটমেন্টের জন্য বলিউডে সকলেই জানেন উর্বশীকে। যদি সোনম কাপুরকে ফ্যাশন আইকন বলা হয়, তবে কোনও অংশে কম যান না উর্বশী। এমনকি দুবাইয়ের এক শেখ তাঁর সদ্য কেনা সিংহের বাচ্চার নামও রেখেছেন এই মডেল অভিনেত্রীর নামে। সে কথাও ইনস্টাতে সকলকে জানিয়েছিলেন উর্বশী।

 

Viral Video: লকডাউন এফেক্ট?‌ ছাদে বসে ঘুড়ি ওড়াচ্ছে হনুমান, দেখুন ভিডিও

#নয়া দিল্লি:‌ লকডাউনের মধ্যেই উঠে আসছে নানারকম মজার ভিডিও। লক্ষ লক্ষ মানুষ এখন গৃহবন্দী। আর সেই সময়েই শহরে নানা সময়ে এসে পড়ছে একাধিক পশু পাখি। ক’‌দিন আগে দিল্লির রাস্তায় দেখা গিয়েছে রেন ডিয়ার। কেরলে দেখা গিয়েছে ময়ূর। মানুষের ‘‌উৎপাত’‌ হীন সমাজে যেন প্রকৃতি নিজের মতো করে খেলে বেড়াচ্ছে।

এবার তেমনই এক অবাক করা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছে, একটি বাড়ির ছাদে বসে মনের সুখে ঘুড়ি ওড়াচ্ছে একটি হনুমান। ভিডিও দেখা যাচ্ছে ঘুড়ির সুতো ধরে টানছে হনুমানটি আর যাঁরা ভিডিও করছিলেন, তাঁরা চিৎকার করে উৎসাহ দিচ্ছেন। শেষে পর্যন্ত ঠিক সুতো ধরে টেনে ঘুড়ি কাছে নিয়ে এসেছে হনুমানটি। আর এই ভিডিও ক্লিপ দেখে রীতিমতো উৎসাহিত নেটিজেনরা।

এই ভিডিওটি শেয়ার করে একজন লিখেছেন, ‘‌লকডাউনে মধ্যে বিবর্তনের কাজটা অনেক দ্রুত হচ্ছে। দেখুন, একটি হনুমান ঘুড়ি ওড়াচ্ছে।’‌ সুশান্ত নন্দা নামে এক আইএফএস অফিসারের শেয়ার করা এই ভিডিওটি সকাল থেকেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।