এভাবেই তছনছ করা হয় আরজি কর হাসপাতাল৷ ছবি- পিটিআই

RG Kar vandalism: আরজি করেই তখন ভর্তি অন্তঃসত্ত্বা বোন, হাসপাতাল ভাঙচুর করে গ্রেফতার দাদা! বিপাকে লেক টাউনের তরুণী

কলকাতা: আর জি কর হাসপাতালেই ভর্তি ছিলেন অন্তঃসত্ত্বা বোন৷ সেই অবস্থাতেই নির্বিচারে হাসপাতাল ভাঙচুর করলেন দাদা৷ ইতিমধ্যেই ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃত যুবকের নাম শেখ শাহজাহান৷

গত বুধবার রাতে আর জি কর হাসপাতালে তাণ্ডব চালায় উন্মত্ত জনতা৷ এই ঘটনায় ইতিমধ্যেই ২৫ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ৷ ধৃতদের মধ্যে অন্যতম লেকটাউনের বরাট এলাকার বেদিয়াপাড়ার বাসিন্দা শেখ শাহজাহান নামে এক যুবক৷ বৃহস্পতিবারই ওই যুবককে চিহ্নিত করে গ্রেফতার করেছে পুলিশ৷

আরও পড়ুন: মহিলা ঘটিত গুরুতর অভিযোগ, সুশান্ত ঘোষকে জেলা সম্পাদকের পদ থেকে সরাল সিপিএম

যদিও হাসপাতাল ভাঙচুরের ঘটনায় বিপাকে পড়েছেন শাহজাহানের নিজের বোন৷ ওই যুবকের পরিবার সূত্রেই খবর, কয়েকদিন আগেই আরজি কর হাসপাতালে ভর্তি হন শাহজাহানের অন্তঃসত্ত্বা বোন৷ কয়েকদিনের মধ্যেই সন্তান প্রসব করার কথা তাঁর৷ কিন্তু মহিলা চিকিৎসককে নির্যাতন এবং খুনের ঘটনা এবং তার পর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় রীতিমতো অচলাবস্থা তৈরি হয় আরজি করে৷ শেষ পর্যন্ত সন্তান প্রসবের আগেই ওই তরুণীকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়৷ এর পর আর চেষ্টা করেও হাসপাতালে ভর্তি করতে পারছে না ওই তরুণীর পরিবার৷

একা শাহজাহানের বোন নন, চিকিৎসক হত্যার প্রতিবাদে চলতে থাকা আন্দোলন এবং তার পর ভাঙচুরের জেরে আরজি কর হাসপাতালে রোগী পরিষেবা রীতিমতো বিপর্যস্ত৷ শেখ শাহজাহান নামে ওই যুবকের পরিবারের সদস্যরাও স্বীকার করছেন, হাসপাতাল ভাঙচুর করা ঠিক হয়নি৷

আরজি কর হাসপাতাল ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ খোঁজ চলছে বাকি অভিযুক্তদের৷ ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করার জন্য সমাজমাধ্যমে সাধারণ মানুষের সাহায্যও চেয়েছে কলকাতা পুলিশ৷