নেদারল্যন্ডে হামাগুড়ে প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছে কয়েকটি শিশু

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে শিশুরা, তারপর যা হল ভাবতেও পারবেন না, দেখে নিন সেই ভিডিও

আমস্টারডাম: রীতিমতো প্রতিযোগীতা চলছে ৷ একেবারে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দৌড়৷ প্রায় শেষের দিকে চলে এসেছে এই প্রতিযোগীতা ৷ কিন্তু এ কী ফিনিশিং লাইনের সামনেই ঘুম! হ্যাঁ, এমনটাই হল নেদারল্যান্ডসে ৷

যদিও এটা ঠিক সাধারণ দৌড় নয়৷ বরং হামাগুড়ির প্রতিযোগীতা ৷ কয়েকটা বাচ্চা একেবারে প্রতিযোগীতায় নেমে গিয়েছে৷ কিন্তু বিপত্তি ঘটল তো এন্ডিং লাইনে এসে! একেবারে কি না ঘুমিয়ে পড়ল প্রতিযোগীরা৷

আরও পড়ুন: ইউরোপের ছ’টি গ্রাম, পর্যটক প্রায় বললেই চলে, বলুন তো কী সেই পাঁচ জায়গা?

শিশুদের একেবারেই বিশ্রামের মুডে৷ হামাগুড়ি আর দেবে না৷ হলুদ রঙের জামা পড়া একটা বাচ্চা একেবারেই শুয়ে ঘুমোচ্ছে৷ ফিনিশিং লাইন শেষ যে তিনি একেবারেই পার করবেন,সেটা ওনার হাবভঙ্গি তে একেবারেই স্পষ্ট৷

কিন্তু মা-বাবারা তো আর ছাড়ার পাত্র নয়৷ হাত-পা নেড়ে রীতিমতো উৎসাহ দিচ্ছে বাচ্চাদের৷ কিন্তু তাতে কি বা আসে যায়৷ ওদের ফিনিশ লাইন পেরোনোর বিন্দু মাত্র ইচ্ছে নেই৷ রীতিমতো বিশ্রামের মুডে৷

আরও পড়ুন: স্বাধীনতা দিবস উদযাপনের দিন স্কুলে দুর্ঘটনা , উত্তরপ্রদেশে অসুস্থ ১৪ শিশু

এই মজার ভিডিও সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে৷ ওনেকেই এই ভিডিওতে শিশুদের কার্যকলাপ দেখে হেঁসে খুন৷ কোনও নেটিজেন কমেন্টে লিখেছেন, ‘‘এই ভিডিও তো আমি সারাদিন ধরে দেখতে পারি৷ কেউ আবার বলেছে, ‘‘এর চেয়ে ভাল, ঘুমের প্রতিযোগীতা শুরু করা যাক৷’’