বাংলা পঞ্জিকায় শ্রাবণের পর আসে ভাদ্রমাস। ভাদ্রপদ মাসটাই সংক্ষেপে বলা হয় ভাদ্রমাস। এই মাসে কোনও শুভ অনুষ্ঠান পালন করা হয় না। তবে নির্ধারিত পুজোপার্বণ পালন করা হয়।

Bhadra Month Dos & Donts: হাজির ভাদ্রমাস! এই মাসে ভুলেও করবেন না এই কাজ! সংসারে নেমে আসবে চরম বিপদ

বাংলা পঞ্জিকায় শ্রাবণের পর আসে ভাদ্রমাস। ভাদ্রপদ মাসটাই সংক্ষেপে বলা হয় ভাদ্রমাস। এই মাসে কোনও শুভ অনুষ্ঠান পালন করা হয় না। তবে নির্ধারিত পুজোপার্বণ পালন করা হয়।
বাংলা পঞ্জিকায় শ্রাবণের পর আসে ভাদ্রমাস। ভাদ্রপদ মাসটাই সংক্ষেপে বলা হয় ভাদ্রমাস। এই মাসে কোনও শুভ অনুষ্ঠান পালন করা হয় না। তবে নির্ধারিত পুজোপার্বণ পালন করা হয়।

 

এ বছর কোনও পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের শেষ দিন ১৭ অগাস্ট। সেক্ষেত্রে ভাদ্রমাস শুরু হবে ১৮ অগাস্ট। আবার কিছু পঞ্জিকা মতে ভাদ্রমাস শুরু হচ্ছে ১৭ অগাস্ট থেকেই।
এ বছর কোনও পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের শেষ দিন ১৭ অগাস্ট। সেক্ষেত্রে ভাদ্রমাস শুরু হবে ১৮ অগাস্ট। আবার কিছু পঞ্জিকা মতে ভাদ্রমাস শুরু হচ্ছে ১৭ অগাস্ট থেকেই।

 

ভাদ্রমাসে কিছু কিছু কাজ পালন করা হয়। আবার কোনও কোনও কাজ একেবারেই করা হয় না। বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত রাজকুমার শাস্ত্রী।
ভাদ্রমাসে কিছু কিছু কাজ পালন করা হয়। আবার কোনও কোনও কাজ একেবারেই করা হয় না। বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত রাজকুমার শাস্ত্রী।

 

ভাদ্রপূর্ণিমায় পুণ্যনদীতে স্নান করা হয়। দরিদ্রদের দান করা হয়। তুলসিপাতা অর্পণ করা হয় শ্রীকৃষ্ণকে। গ্রহণ করা হয় সাত্তিক আহার।
ভাদ্রপূর্ণিমায় পুণ্যনদীতে স্নান করা হয়। দরিদ্রদের দান করা হয়। তুলসিপাতা অর্পণ করা হয় শ্রীকৃষ্ণকে। গ্রহণ করা হয় সাত্তিক আহার।

 

তবে ভাদ্রমাসে কিছু কাজ করা একদমই উচিত নয়। এই মাসে কাঁচা খাবার খাবেন না। বর্জন করুন টকদইও।
তবে ভাদ্রমাসে কিছু কাজ করা একদমই উচিত নয়। এই মাসে কাঁচা খাবার খাবেন না। বর্জন করুন টকদইও।

 

আহার্যে এড়িয়ে চলুন গুড়ও। রান্নায় তিলতেল বা নারকেল তেল দেবেন না। মনে করা হয় এতে সংসারে অভাব আসে।
আহার্যে এড়িয়ে চলুন গুড়ও। রান্নায় তিলতেল বা নারকেল তেল দেবেন না। মনে করা হয় এতে সংসারে অভাব আসে।

 

রসুন, পেঁয়াজ, মাংসের মতো তামসিক আহার এই মাসে গ্রহণ করবেন না।
রসুন, পেঁয়াজ, মাংসের মতো তামসিক আহার এই মাসে গ্রহণ করবেন না।z

 

ভাদ্রমাসে সবুজ শাকসবজি এড়িয়ে চলুন। এই মাসে চুলকাটাও সংসারে ক্ষতি ডেকে আনে বলে প্রচলিত বিশ্বাস।
ভাদ্রমাসে সবুজ শাকসবজি এড়িয়ে চলুন। এই মাসে চুলকাটাও সংসারে ক্ষতি ডেকে আনে বলে প্রচলিত বিশ্বাস।

 

ভাদ্রপূর্ণিমায় সত্যনারায়ণ ব্রত পালন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
ভাদ্রপূর্ণিমায় সত্যনারায়ণ ব্রত পালন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।