Tag Archives: Bhadra Month

Lunar Eclipse in September 2024: ভাদ্রপূর্ণিমায় চন্দ্রগ্রহণ! কখন শুরু গ্রহণ? চলবে কত ক্ষণ? ভারতে দেখা যাবে? জানুন দিনক্ষণ ও অশুভ সূতককাল

কয়েক দিন পরই ভাদ্রপূর্ণিমা৷ এ বছর এই তিথিতে পড়েছে চন্দ্রগ্রহণ৷ চাঁদের এই আংশিক গ্রহণ দেখা যাবে ১৭ এবং ১৮ সেপ্টেম্বর৷
কয়েক দিন পরই ভাদ্রপূর্ণিমা৷ এ বছর এই তিথিতে পড়েছে চন্দ্রগ্রহণ৷ চাঁদের এই আংশিক গ্রহণ দেখা যাবে ১৭ এবং ১৮ সেপ্টেম্বর৷

 

বিশ্বের কোথাও এই গ্রহণ দৃশ্যমান হবে ১৭ সেপ্টেম্বর৷ কোনও কোনও অংশে দেখা যাবে ১৮ সেপ্টেম্বর৷ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার কিছু অংশ থেকে দেখা যাবে এই গ্রহণ৷
বিশ্বের কোথাও এই গ্রহণ দৃশ্যমান হবে ১৭ সেপ্টেম্বর৷ কোনও কোনও অংশে দেখা যাবে ১৮ সেপ্টেম্বর৷ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার কিছু অংশ থেকে দেখা যাবে এই গ্রহণ৷

 

রাশিয়া এবং অ্যান্টার্কটিকা থেকেও এই আংশিক গ্রহণ দৃশ্য৷ তবে ভারত থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না৷
রাশিয়া এবং অ্যান্টার্কটিকা থেকেও এই আংশিক গ্রহণ দৃশ্য৷ তবে ভারত থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না৷

 

নিজের কক্ষপথে আবর্তন এবং পরিক্রমণের সময় সূর্য, চাঁদ এবং পৃথিবী যখন একই সরলেরেখায় চলে আসে তখন সূর্য এবং চন্দ্রগ্রহণ হয়৷
নিজের কক্ষপথে আবর্তন এবং পরিক্রমণের সময় সূর্য, চাঁদ এবং পৃথিবী যখন একই সরলেরেখায় চলে আসে তখন সূর্য এবং চন্দ্রগ্রহণ হয়৷

 

পূর্ণিমায় চন্দ্রগ্রহণ এবং অমাবস্যায় সূর্যগ্রহণ হয়৷ একই সরলরেখায় সূর্য এবং চাঁদের মাঝে চলে আসে পৃথিবী৷ তখন পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপর এবং চন্দ্রগ্রহণ হয়৷
পূর্ণিমায় চন্দ্রগ্রহণ এবং অমাবস্যায় সূর্যগ্রহণ হয়৷ একই সরলরেখায় সূর্য এবং চাঁদের মাঝে চলে আসে পৃথিবী৷ তখন পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপর এবং চন্দ্রগ্রহণ হয়৷

 

আবার একই সরলরেখায় যখন সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ চলে আসে, তখন চাঁদের ছায়া পড়ে সূর্যের উপর এবং পৃথিবীতে হয় সূর্যগ্রহণ৷
আবার একই সরলরেখায় যখন সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ চলে আসে, তখন চাঁদের ছায়া পড়ে সূর্যের উপর এবং পৃথিবীতে হয় সূর্যগ্রহণ৷

 

সেপ্টেম্বরে বছরের দ্বিতীয় এই চন্দ্রগ্রহণ ভারতীয় সময় অনুসারে শুরু হবে ১৮ সেপ্টেম্বর সকাল ৬.১১ মিনিটে৷ এই সময় শুরু হবে পেনামব্রাল লুনার ইক্লিপ্স অর্থাৎ চাঁদের উপচ্ছায়া অংশের গ্রহণ৷ শেষ হবে সকাল ১০.১৭ মিনিটে৷
সেপ্টেম্বরে বছরের দ্বিতীয় এই চন্দ্রগ্রহণ ভারতীয় সময় অনুসারে শুরু হবে ১৮ সেপ্টেম্বর সকাল ৬.১১ মিনিটে৷ এই সময় শুরু হবে পেনামব্রাল লুনার ইক্লিপ্স অর্থাৎ চাঁদের উপচ্ছায়া অংশের গ্রহণ৷ শেষ হবে সকাল ১০.১৭ মিনিটে৷

 

চাঁদের আংশিক গ্রহণ বা খণ্ডগ্রাস শুরু হবে সকাল ৭.৪২ মিনিটে৷ থাকবে সকাল ৮.৪৫ মিনিট পর্যন্ত৷
চাঁদের আংশিক গ্রহণ বা খণ্ডগ্রাস শুরু হবে সকাল ৭.৪২ মিনিটে৷ থাকবে সকাল ৮.৪৫ মিনিট পর্যন্ত৷

 

সাধারণত চন্দ্রগ্রহণের ৯ ঘণ্টা আগে থেকে শুরু হয় সূতককাল৷ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময়পর্ব অশুভ৷ তবে যেহেতু ভাদ্রপূর্ণিমার চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্য নয়, তাই সূতককালও প্রযোজ্য নয় এক্ষেত্রে৷
সাধারণত চন্দ্রগ্রহণের ৯ ঘণ্টা আগে থেকে শুরু হয় সূতককাল৷ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময়পর্ব অশুভ৷ তবে যেহেতু ভাদ্রপূর্ণিমার চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্য নয়, তাই সূতককালও প্রযোজ্য নয় এক্ষেত্রে৷

Bhadra Month Dos & Donts: হাজির ভাদ্রমাস! এই মাসে ভুলেও করবেন না এই কাজ! সংসারে নেমে আসবে চরম বিপদ

বাংলা পঞ্জিকায় শ্রাবণের পর আসে ভাদ্রমাস। ভাদ্রপদ মাসটাই সংক্ষেপে বলা হয় ভাদ্রমাস। এই মাসে কোনও শুভ অনুষ্ঠান পালন করা হয় না। তবে নির্ধারিত পুজোপার্বণ পালন করা হয়।
বাংলা পঞ্জিকায় শ্রাবণের পর আসে ভাদ্রমাস। ভাদ্রপদ মাসটাই সংক্ষেপে বলা হয় ভাদ্রমাস। এই মাসে কোনও শুভ অনুষ্ঠান পালন করা হয় না। তবে নির্ধারিত পুজোপার্বণ পালন করা হয়।

 

এ বছর কোনও পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের শেষ দিন ১৭ অগাস্ট। সেক্ষেত্রে ভাদ্রমাস শুরু হবে ১৮ অগাস্ট। আবার কিছু পঞ্জিকা মতে ভাদ্রমাস শুরু হচ্ছে ১৭ অগাস্ট থেকেই।
এ বছর কোনও পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের শেষ দিন ১৭ অগাস্ট। সেক্ষেত্রে ভাদ্রমাস শুরু হবে ১৮ অগাস্ট। আবার কিছু পঞ্জিকা মতে ভাদ্রমাস শুরু হচ্ছে ১৭ অগাস্ট থেকেই।

 

ভাদ্রমাসে কিছু কিছু কাজ পালন করা হয়। আবার কোনও কোনও কাজ একেবারেই করা হয় না। বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত রাজকুমার শাস্ত্রী।
ভাদ্রমাসে কিছু কিছু কাজ পালন করা হয়। আবার কোনও কোনও কাজ একেবারেই করা হয় না। বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত রাজকুমার শাস্ত্রী।

 

ভাদ্রপূর্ণিমায় পুণ্যনদীতে স্নান করা হয়। দরিদ্রদের দান করা হয়। তুলসিপাতা অর্পণ করা হয় শ্রীকৃষ্ণকে। গ্রহণ করা হয় সাত্তিক আহার।
ভাদ্রপূর্ণিমায় পুণ্যনদীতে স্নান করা হয়। দরিদ্রদের দান করা হয়। তুলসিপাতা অর্পণ করা হয় শ্রীকৃষ্ণকে। গ্রহণ করা হয় সাত্তিক আহার।

 

তবে ভাদ্রমাসে কিছু কাজ করা একদমই উচিত নয়। এই মাসে কাঁচা খাবার খাবেন না। বর্জন করুন টকদইও।
তবে ভাদ্রমাসে কিছু কাজ করা একদমই উচিত নয়। এই মাসে কাঁচা খাবার খাবেন না। বর্জন করুন টকদইও।

 

আহার্যে এড়িয়ে চলুন গুড়ও। রান্নায় তিলতেল বা নারকেল তেল দেবেন না। মনে করা হয় এতে সংসারে অভাব আসে।
আহার্যে এড়িয়ে চলুন গুড়ও। রান্নায় তিলতেল বা নারকেল তেল দেবেন না। মনে করা হয় এতে সংসারে অভাব আসে।

 

রসুন, পেঁয়াজ, মাংসের মতো তামসিক আহার এই মাসে গ্রহণ করবেন না।
রসুন, পেঁয়াজ, মাংসের মতো তামসিক আহার এই মাসে গ্রহণ করবেন না।z

 

ভাদ্রমাসে সবুজ শাকসবজি এড়িয়ে চলুন। এই মাসে চুলকাটাও সংসারে ক্ষতি ডেকে আনে বলে প্রচলিত বিশ্বাস।
ভাদ্রমাসে সবুজ শাকসবজি এড়িয়ে চলুন। এই মাসে চুলকাটাও সংসারে ক্ষতি ডেকে আনে বলে প্রচলিত বিশ্বাস।

 

ভাদ্রপূর্ণিমায় সত্যনারায়ণ ব্রত পালন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
ভাদ্রপূর্ণিমায় সত্যনারায়ণ ব্রত পালন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।