সন্দীপকে ঘিরে সন্দেহ

CBI: কিছু লুকোচ্ছেন সন্দীপ ঘোষ? বয়ানে কী কী সন্দেহজনক? গভীর রাতে বৈঠকে সিবিআই

কলকাতা: আরজি কর কাণ্ডের তদন্ত সিবিআইয়ের হাতে গিয়েছে তিন দিন অতিক্রান্ত। এই পরিস্থিতিতে সিবিআইয়ের স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা দিল্লির সিবিআই টিমের সঙ্গে বৈঠক করেন বলে জানা গিয়েছে। সেই বৈঠকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে ধোঁয়াশার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বয়ানে অসঙ্গতি ও ধোঁয়াশা রয়েছে বলে খবর। আরজি করের ঘটনায় অভিযুক্তকে আড়ালের চেষ্টা করেছিলেন প্রাক্তন অধ্যক্ষ? এই নিয়েই প্রশ্ন উঠেছে চারিদিকে। আর সেই সূত্রেই তদন্তের গতিপ্রকৃতি, পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে বৈঠক চলে শনিবার গভীর রাত পর্যন্ত।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডের জের, রাজ্যগুলিকে বড় নির্দেশ দিল কেন্দ্র! দু’ঘণ্টা অন্তর রিপোর্ট

গত দুদিনের মতো রবিবারও তৃতীয়বার ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে সন্দীপকে। দিল্লির সিবিআই টিমের সঙ্গে কলকাতার স্পেশ্যাল ব্রাঞ্চের অধিকারীকদের মধ্যে হয় সেই বৈঠক। এই ঘটনায় হাসপাতালের ভূমিকা সংশয়পূর্ণ বলে মনে করছে সিবিআই।