R G Kar Case: এবার সুখেন্দু শেখরকেই তলব লালবাজারে! তৃণমূল সাংসদের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে তুমুল শোরগোল

কলকাতা: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের সাম্প্রতিকতম সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতির অন্দরে৷ একদিকে যেমন, তাঁর বক্তব্যের কিছু অংশের বিরোধিতা করতে দেখা গিয়েছে তৃণমূলেরই অন্য এক নেতা কুণাল ঘোষকে, তেমনই সুখেন্দুশেখরের বক্তব্যকে সমর্থন করেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার৷ এর মধ্যেই আবার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়কে লালবাজারে তলব করেছে পুলিশ৷

এই পোস্টে সুখেন্দুশেখর রায় লিখেছিলেন, ‘সিবিআইয়ের উচিত স্বচ্ছ ভাবে কাজ করা৷ প্রাক্তন অধ্যক্ষ এবং পুলিশ কমিশনারকে ডেকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা উচিত৷ জানতে হবে কে আত্মহত্যার কাহিনিটা হাওয়ায় ভাসিয়েছিল৷ কেন দেওয়াল ভাঙা হয়েছিল, কোন প্রভাবশালীর প্রভাবে রাইয়ের এত দৌরাত্ম্য ছিল৷ কেন ঘটনার ৩ দিন পরে স্নিফার ডগ ব্যবহার করা হয়৷ এরকম আরও ১০০টা প্রশ্ন আছে৷ ওদের কথা বলাতেই হবে৷’

আরও পড়ুন: আর জি কর নিয়ে বিস্ফোরক পোস্ট সুখেন্দু শেখরের! সমর্থন সুকান্তর…পাল্টা মন্তব্য কুণালের

অন্যদিকে, সুখেন্দু শেখর রায়ের পুলিশ কমিশনার নিয়ে এই মন্তব্যের পাল্টা ব্যাখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি উল্লেখ করেছেন, পুলিশ যথাযথ তদন্ত করেছে। দক্ষতার সাথে কাজ করেছেন পুলিশ কমিশনার। তাই সুখেন্দু শেখর রায়ের মতো সিনিয়র নেতার থেকে এই মন্তব্য বর্তমান পরিস্থিতিতে কাম্য নয়। তবে, রাজ্যসভার সাংসদের বক্তব্যকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, সুখেন্দুশেখর রায়ের স্নিফার ডগ সংক্রান্ত তথ্য নিয়েই এবার লালবাজারে তলব করা হয়েছে তাঁকে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্নিফার ডগ ঘটনাস্থলে যাওয়া নিয়ে ‘ভুল তথ্য’ দিয়ে পোস্ট করেছিলেন উনি। স্নিফার ডগ ৯ অগাস্ট অর্থাৎ, ঘটনার পরের দিনই ও ১২ অগাস্ট পাঠানো হয়েছিল তদন্তের জন্য। সেই কারণে, সাংসদকে u/s 35(1) BNS নোটিস পাঠানো হয়েছে৷

আরও পড়ুন: আজ রাতেও মহিলাদের সমাবেশ, ১৪ অগাস্টের পুনরাবৃত্তি নয়, আগে থেকেই ব্যাপক পুলিশ মোতায়েনের নির্দেশ

যদিও পুলিশের তরফে এখনও পর্যন্ত তিনি কোনও নোটিস পাননি বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়৷