আরজি করে কেন্দ্রীয় বাহিনী।

Supreme Court: গোটা দেশের নজরে, আরজি কর কাণ্ডে এবার স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল সুপ্রিম কোর্ট!

কলকাতা: আরজি কর মামলা এবার বড় মোড় নিল। বাংলার এই মামলা এবার সুপ্রিম কোর্টে। কোনও আবদেন নয়, বরং স্বতঃপ্রণোদিত হয়ে আরজি কর মামলা গ্রহণ করল। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই মামলাটি শুনবে। জানা গিয়েছে, আগামী ২০ অগাস্ট রয়েছে শুনানি।

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় চিকিৎসক, নার্সিং স্টাফ ও অন্যান্যদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সমস্ত রাজ্য পুলিশ বাহিনীকে প্রতি দুই ঘণ্টা অন্তর পরিস্থিতির রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে। সেই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে সর্বস্তরে।

রাজ্যকে পাঠানো চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সমস্ত রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখতে হবে। গত ৯ অগাস্ট কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত অবস্থায় শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে।

এই ঘটনায় পরের দিন কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়। এরপরেই কলকাতা হাইকোর্ট এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়।