'মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই', দাবি সুকান্তর

Sukanta Majumdar on Mamata Banerjee: ‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই’, আরজি কর ইস্যুতে লাগাতার ধরনা-স্বাস্থ্য ভবন অভিযানের ডাক সুকান্তর

কলকাতা: আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদের ঝাঁঝ আরও বাড়াল বঙ্গ বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের এবার সরাসরি দাবি, ‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই’। সোমবার আদালতে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত।

বাংলা বিজেপির সভাপতি বলেন, ‘সিএম-এর পদত্যাগ চাই। কাল কোর্টে যাব। ২০ অগাস্ট থেকে ২৩ অগাস্ট লাগাতার ধরনায় বসবে দলের বিভিন্ন সেল। স্বাস্থ্য় ভবনেও অভিযান চালানো হবে’। ২২ অগাস্ট স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে।

আরও পড়ুন: ঘনাচ্ছে রহস্য! হাসপাতালের কাছে মানুষের খুলি-হাড় এল কোথা থেকে? বিরাট শোরগোল

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য ভবন ঘুঘুর বাসা। আমরাও বিচার চাই। অবিলম্বে আসল অপরাধীদের গ্রেফতার করা হোক। সিবিআইকে বলব, পুলিশ এবং আরজিকর প্রশাসনের কর্তাদের মধ্যে টেলিফোনিক কথাবার্তায় নজর দিতে।’

আরও পড়ুন: এসএসকেএম হাসপাতালে ভাঙচুর, চিকিৎসকদের মারধরের অভিযোগ! আটক ৩, কেন?

সুকান্ত মজুমদারের দাবি, ‘লকেট-সহ আমাদের যাদের নোটিশ পাঠানো হচ্ছে, তাঁরা লালবাজারে যাবে না। অন্য কেউ যদি আমাদের তরফে আইনি সহায়তা চান আমরা দিতে প্রস্তুত। আরজিকর ইস্যুতে লড়াই চালিয়ে যান।’ আরজিকর ইস্যুতে বিজেপির শ্যামবাজারে ধরনা অবস্থানে পুলিশ বাধা দিয়েছিল। তাই আগামিকাল আদালতে যাচ্ছে বিজেপি। ধরনা-অবস্থানের অনুমতির আবেদন জানাবে সুকান্তর দল। ‌

ভেঙ্কটেশ্বর লাহিড়ী