Tag Archives: Sukanta Majumdar

Lok Sabha Election 2024: ‘দিলীপকে দেখেই রাজনীতিতে আসা’, ঘোষের প্রশংসায় পঞ্চমুখ সুকান্ত

পুরুলিয়া: জ্যোতির্ময় সিং মাহাতর মনোনয়ন পেশের সময়ে হাজির থাকলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার সকালে পুরুলিয়ার সৈনিক স্কুলে হেলিকপ্টারে করে এসে পৌঁছন সুকান্ত। তাঁকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত। ইতিমধ্যেই শুক্রবার বর্ধমানের সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষের একসঙ্গে পান্তা ভাত খাওয়া নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। ভোটের মুখে দ্বন্দ নেই বোঝাতে গরমে একসঙ্গে পান্তা ভাত খেতে দেখা যায় বিজেপির বর্তমান ও প্রাক্তনকে রাজ্য সভাপতিকে।

এদিন পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতর মনোনয়নে পেশে হাজির থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান, তাঁর সঙ্গে দিলীপ ঘোষের কোনও সমস্যাই নেই। বরাবরই তাঁদের মধ্যে সুসম্পর্ক আছে। তিনি দিলীপ ঘোষকে দেখেই রাজনীতির ময়দানে এসেছেন।

আর‌ও পড়ুন: খাঁ খাঁ করছে সবুজের দোকান, উপচে পড়া ভিড় এই বিক্রয় কেন্দ্রে! কেন জানেন?

তীব্র দাবদাহে যখন জ্বলছে গোটা বঙ্গ। একটু স্বস্তি পেতে অনেকেরই খাবারের মেনুতে প্রায় দিনই থাকছে পান্তা ভাত। ‌ আর সেই তালিকা থেকে ব্যতিক্রম হলেন না রাজনৈতিক শীর্ষ নেতারাও। আর এই দৃশ্যকেই রীতিমত পান্তা ভাতে মিলনের আখ্যা দিচ্ছে রাজনৈতিক মহল। যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই সমস্ত কিছুকে নিছকই জল্পনা বলে উড়িয়ে দিচ্ছেন। এই দিন সুকান্ত মজুমদারকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন পুরুলিয়ার বিজেপির নেতাকর্মীরা।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Lok Sabha Elections 2024 2nd Phase Sukanta Majumdar: বুথের বাইরে ‘দেখে নেব তোকে’ হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের, বালুরঘাটে বিরাট উত্তেজনা! হলটা কী?

বালুরঘাটে উত্তেজনা। সুকান্ত মজুমদারের সঙ্গে তৃণমূলকর্মীদের বচসার অভিযোগ। সুকান্তর অভিযোগ অস্বীকার তৃণমূলের।
বালুরঘাটে উত্তেজনা। সুকান্ত মজুমদারের সঙ্গে তৃণমূলকর্মীদের বচসার অভিযোগ। সুকান্তর অভিযোগ অস্বীকার তৃণমূলের।
বালুরঘাটের পতিরামে তপন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১০০ নম্বর বুথ দখলের চেষ্টার অভিযোগ। সেই সময় বাধা দেন সুকান্ত মজুমদার।
বালুরঘাটের পতিরামে তপন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১০০ নম্বর বুথ দখলের চেষ্টার অভিযোগ। সেই সময় বাধা দেন সুকান্ত মজুমদার।
সুকান্তর দাবি, বুথ দখল করতে এসেছিল তৃণমূলের একাধিক কর্মী। সেই সময় পুলিশও সাহায্য করছিল বলে দাবি বিজেপি প্রার্থীর।
সুকান্তর দাবি, বুথ দখল করতে এসেছিল তৃণমূলের একাধিক কর্মী। সেই সময় পুলিশও সাহায্য করছিল বলে দাবি বিজেপি প্রার্থীর।
বালুরঘাটে নিজের বুথে সস্ত্রীক ভোট দিয়ে এই ঘটনার সম্মুখীন হন সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, বুথের ভিতর ঢুকে দখলের চেষ্টা করছিল তৃণমূলের কর্মীরা। পুলিশের সামনেই হয় এই বুথ দখল।
বালুরঘাটে নিজের বুথে সস্ত্রীক ভোট দিয়ে এই ঘটনার সম্মুখীন হন সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, বুথের ভিতর ঢুকে দখলের চেষ্টা করছিল তৃণমূলের কর্মীরা। পুলিশের সামনেই হয় এই বুথ দখল।
১০০ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকেও মারধর করা হয় বলে অভিযোগ সুকান্তর।
১০০ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকেও মারধর করা হয় বলে অভিযোগ সুকান্তর।
বুথের সামনে এসে তৃণমূল কংগ্রেসের বুথ দখলকারীরা 'জয় বাংলা' বলে স্লোগান দেয় বলে অভিযোগ সুকান্তর। পুলিশকে তৃণমূলের হয়ে কাজ করছে বলে দাবি বালুরঘাটের বিজেপি প্রার্থী।
বুথের সামনে এসে তৃণমূল কংগ্রেসের বুথ দখলকারীরা ‘জয় বাংলা’ বলে স্লোগান দেয় বলে অভিযোগ সুকান্তর। পুলিশকে তৃণমূলের হয়ে কাজ করছে বলে দাবি বালুরঘাটের বিজেপি প্রার্থী।
তৃণমূলের পাল্টা দাবি, এমন কোনও ঘটনাই ঘটেনি সেখানে। শান্ত জায়গাকে ইচ্ছে করে অশান্ত করার চেষ্টা করছেন সুকান্ত মজুমদার। কোনও জমায়েত ছিল না এই বুথে।
তৃণমূলের পাল্টা দাবি, এমন কোনও ঘটনাই ঘটেনি সেখানে। শান্ত জায়গাকে ইচ্ছে করে অশান্ত করার চেষ্টা করছেন সুকান্ত মজুমদার। কোনও জমায়েত ছিল না এই বুথে।
নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারকে ঘেরাওয়ের ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব কমিশনের।
নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারকে ঘেরাওয়ের ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব কমিশনের।
জেলাশাসকের থেকে আগামী ১ ঘণ্টার মধ্যে ATR (অ্যাকশন টেকেন রিপোর্ট) চাইল কমিশন। (রিপোর্টার-- সুস্মিতা গোস্বামী)
জেলাশাসকের থেকে আগামী ১ ঘণ্টার মধ্যে ATR (অ্যাকশন টেকেন রিপোর্ট) চাইল কমিশন। (রিপোর্টার– সুস্মিতা গোস্বামী)

TMC: দ্বিতীয় দফার শুরুতেই বড় অভিযোগ তৃণমূলের! সুকান্তর বালুরঘাটে এমন কী ঘটছে, কমিশনে শাসক দল

বালুরঘাট: লোকসভা ভোটের দ্বিতীয় দফার ভোটের শুরুতেই ইভিএম নিয়ে কমিশনে বিস্তর অভিযোগ তৃণমূলের। সবচেয়ে বেশি অভিযোগ বালুরঘাট নিয়ে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার নাম নিয়ে কমিশনে অভিযোগ। বালুরঘাট ছাড়াও রায়গঞ্জ লোকসভা নিয়েও তৃণমূলের তরফে বিস্তর অভিযোগ রয়েছে।

বালুরঘাটের ৬টি পঞ্চায়েত এলাকায় ইভিএম নিয়ে অভিযোগ রয়েছে তৃণমূলের। এদিকে, ওয়েবকাস্টিংয়ের দিকে নজর রাখছেন খোদ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ওয়েবকাস্টিংয়ে সিইওর নজরে পড়ল সিসিটিভি ভোটিং কম্পার্টমেন্ট দেখা যাচ্ছে না। তৎক্ষণাৎ ডিএম-কে ফোন করে ব্যবস্থা নিতে নির্দেশ আরিজ আফতাবের।

আরও পড়ুন: ‘নন্দীগ্রামে ছিল পিতা-পুত্র…?’ তমলুকে মমতার নিশানায় শুভেন্দু! ‘ভয়ঙ্কর দিনের’ স্মৃতি উস্কে চরম কটাক্ষ

শুক্রবার দেশে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার আগেই ভোটারদের উদ্দেশে রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় মোদি লেখেন, ”আজ যে সব আসনে ভোট হচ্ছে, লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায়, সেই সব আসনের প্রত্যেক ভোটদাতাকে রেকর্ড সংখ্যায় অংশগ্রহণের অনুরোধ জানাই। ভোটদানের উচ্চ হার আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করে। আমি বিশেষ করে আমাদের তরুণ ও মহিলা ভোটারদের বিপুল সংখ্যায় যোগদানের অনুরোধ করব। আপনার ভোটই হল আপনার কন্ঠস্বর!”

আরও পড়ুন: রাজ্যের ৩ কেন্দ্রে শুরু ভোট, দ্বিতীয় দফায় আজ হাইভোল্টেজ লড়াই একাধিক কেন্দ্রে

দেশজুড়ে দ্বিতীয় দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, লোকসভার স্পিকার ওম বিড়লা-সহ এক ঝাঁক তারকা প্রার্থী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভার একাধিক সদস্যেরও ভাগ্যপরীক্ষা হবে এই দফার ভোটে।

Sukanta Majumdar: সুকান্তর গড়ে বিজেপির প্রচারে কোয়েল, ভোটের ময়দানে সুন্দরীকে দেখে শোরগোল! সঙ্গে দারুণ ‘রহস্য’

দক্ষিণ দিনাজপুর: দ্বিতীয়বারের জন্য স্বামী ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশাল এই লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে বুথে যাওয়া সম্ভব হয়ে উঠছে না প্রার্থী সুকান্তর। এমত অবস্থায় বালুরঘাট শহরে স্বামীর হয়ে নির্বাচনী প্রচারে নামলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরী মজুমদার।

গত প্রায় এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারে সারছেন সুকান্ত মজুমদারের সহধর্মিণী। আগামী ২৪ তারিখ বিকেল ৫টা পর্যন্ত প্রচার চালাবেন বলেই জানিয়েছেন সুকান্ত মজুমদারের স্ত্রী। দক্ষিণ দিনাজপুর জেলার সাতটি ও উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা মিলিয়ে বালুরঘাট লোকসভা আসন। মোট ১৮০০ বেশি বুথ রয়েছে। এক মাসে লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে যাওয়া কার্যত অসম্ভব সব প্রার্থীর।

কোয়েল চৌধুরী মজুমদার
কোয়েল চৌধুরী মজুমদার

আরও পড়ুন: প্রশ্নপত্রে একাধিক ভুল! এবার প্রাথমিক টেট নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

এর মধ্যেই প্রার্থীরা নিজেদের সর্বচ্চ দিয়ে প্রচার ও জনসংযোগ করছেন। বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারও জেলা জুড়ে প্রচার চালাচ্ছেন। তবে বালুরঘাট শহরে সময় কম দিতে পারছেন। এমন পরিস্থিতিতে বালুরঘাট শহরে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে নামলেন সুকান্ত মজুমদারের স্ত্রী। গত প্রায় এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছেন তিনি। স্বামীর উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোট চাইছেন। পায়ে হেটে সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন।

.
.         আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে সুন্দর হাতের লেখা প্রাকৃতির, নেপালি কন্যের মুক্তাক্ষর MS Word-এর ফন্টকেও হার মানায়

এ বিষয়ে সুকান্তর সহধর্মিণী কোয়েল চৌধুরী মজুমদার জানান, তাঁর স্বামী বালুরঘাট শহরে সেইভাবে সময় দিতে পারছেন না। তাই স্বামীর হয়ে তিনি প্রচার করছেন। স্কুল খোলা থাকলে বিকেলে বাড়ি ফিরে এসে প্রচার করছেন। মূলত বিকেলে যতটা সময় পাচ্ছেন সেই সময় প্রচার করছেন। এমনকি সুকান্ত মজুমদার কী কী উন্নয়ন করেছেন সেই খতিয়ান তুলে ধরে ভোট চাইছেন৷ সকলের কাছেই অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে দাবি করছেন তিনি।

সুকান্ত মজুমদার বলছেন, “সময় খুব সীমিত। দ্বিতীয় দফায় আমাদের ভোট। আমি সব জায়গায় যেতে পারছি না। শহরে আমার সহধর্মিণী আমার হয়ে মানুষের বাড়ি যাচ্ছে, প্রচার করছে।” পেশায় শিক্ষিকা কোয়েল মজুমদারের কোনও দিনই রাজনীতিতে আগ্রহ নেই। অর্ধাঙ্গিনী হিসেবে স্বামীকে সাহায্য করতেই নতুন ভূমিকায় তিনি।

সুস্মিতা গোস্বামী

Lok Sabha Election 2024: পাখির চোখ কি উত্তরবঙ্গ? সুকান্তর গড়ে চার চারটি সভা মমতার! রাজনৈতিক মহলে তরজা

দক্ষিণ দিনাজপুর: সাম্প্রতিক কালে একটি লোকসভায় ৪ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করেন। যেটা একেবারেই বিরল। অর্থাৎ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্বাচনী কেন্দ্রকে পাখির চোখ করে এগিয়ে যেতে চাইছে তৃণমূল কংগ্রেস। দেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এনে বিজেপির তরফ থেকে প্রচার চলছে এই কেন্দ্রে।

তাই বলাই বাহুল্য ভোটের আগে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ রাজনৈতিক দলগুলি। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য কেউ বাদ যাচ্ছেন না প্রচারে। বরং উত্তরবঙ্গের মাটি কামড়ে পড়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। মালদায় ঘাঁটি গেঁড়ে উত্তরের জেলাগুলোতে প্রচার চালাচ্ছেন মমতা। দ্বিতীয় দফার ভোটে দার্জিলিং উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের তিনটি আসনকেই পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন –  এ যুগের নস্ত্রাদামুস, ব্রাজিলের জ্যোতিষির কথা ফলে অক্ষরে অক্ষরে, ২০২৪ নিয়ে দিলেন চরম বার্তা

অন্য দিকে, বিজেপিও প্রচারের কোন খামতি রাখছে না। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী পর মিঠুন চক্রবর্তী জেলা বিভিন্ন অংশে জনসভা করেছেন। সঙ্গে প্রচারে ঝড় তুলেছেন সুকান্ত। হুডখোলা গাড়িতে তীব্র গরম ও রোদকে উপেক্ষা করে গ্রামের পর গ্রাম প্রচার করে বেড়াচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। মুখ্যমন্ত্রী জেলায় এসে তপন, হরিরামপুর, কুমারগঞ্জে ও বালুরঘাটে সভা করেন।

সাম্প্রতিকঅতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি লোকসভা কেন্দ্রের জন্য চারটি জনসভা করেছেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক সভা করেছেন এরকম ঘটনা খুবই কম। বালুরঘাট লোকসভা আসনে ভোট ঘোষণা হতেই সভা করতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় দুই দফায় প্রচার করে গেছেন। জেলায় ইটাহারে বিপ্লব মিত্রের সমর্থনে রোড শো করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বালুরঘাট লোকসভা আসন যেখান থেকে বিজেপির রাজ্য সভাপতি লড়ছেন সেই আসনকে পাখির চোখ করে এগোতে চাইছে তৃণমূল কংগ্রেস।

সুস্মিতা গোস্বামী

Lok Sabha Election 2024: মোদির সভায় পোয়াবারো শসা-লেবু জল বিক্রেতাদের, গরমে ‘রথ দেখা কলা বেচা’ একসঙ্গে

দক্ষিণ দিনাজপুর: প্রধানমন্ত্রীর জনসভাকে সামনে রেখে কার্যত মেলার চেহারা নিল বালুরঘাট রেল স্টেশন চত্বর। মঙ্গলবার দুপুরে বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন ময়দানে বালুরঘাটের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই জনসভাকে কেন্দ্র করে রেল স্টেশন চত্বরে বিভিন্ন দোকানপাট বসে কার্যত মেলার রূপ নেয়।

এদিন বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন ময়দানকে দূর থেকে দেখলে যে কারোরই মনে হত যেন মেলা বসেছে৷ তবে একটু কাছে আসতেই সেই ধারণা ভুল প্রমাণিত হয়। অনেকে আবার মজা করে বলেন, বালুরঘাট স্টেশন চত্বরে মোদি মেলা বসেছিল। মোদির হাই ভোল্টেজ সভা ঘিরে দলীয় কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল চরমে।

আর‌ও পড়ুন: আলু-ধান-পাট ছেড়ে চিনা বাদামের চাষ, পকেট উপচে পড়ছে চাষিদের

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে দ্বিতীয়বার বালুরঘাট থেকে সংসদে পাঠানোর জন্য এদিন মোদি সভা করেন। কিন্তু প্রকৃতি বড়ই বিরূপ ছিল মঙ্গলবার। চড়া রোদ, ছিল না হাওয়া। এই তীব্র গরম সত্ত্বেও মানুএর ঢল নেমেছিল। ছিল না উৎসাহের অভাব। ফলে অচিরেই ভোট প্রচারের সভা কার্যত জনসমুদ্রের চেহারা নেয়।

এদিকে প্রধানমন্ত্রীর সভা উপলক্ষে দোকান দেওয়া এক ব্যক্তি জানেন, জনসভায় আসা বিজেপি কর্মী সমর্থকরা তীব্র গরমে একটু স্বস্তি পেতে দেদার শসা থেকে ঠান্ডা পানীয়, আখের রস কিনে খেয়েছেন। ভাল বিক্রি বাটা হয়েছে। এদিন সমাবেশ চত্বরে সব থেকে বেশি বিক্রি হয়েছে শসা, ঠান্ডা পানীয়, আখের রস। এছাড়াও বাদাম, জিলিপি, পেট ভরা খাবারের হোটেল সহ বহু দোকান বসেছিল৷

সুস্মিতা গোস্বামী

Mamata Banerjee Campaign: একটি কেন্দ্রেই আলাদা নজর মমতার! বিপরীতে ‘হেভিওয়েট’, নয়া কৌশল তৃণমূল নেত্রীর!

কলকাতা: উত্তরবঙ্গের তিন আসনের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট বালুরঘাট লোকসভা কেন্দ্র। বালুরঘাট লোকসভা কেন্দ্রে আরও তিনটি নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তুলনায় বালুরঘাটে বেশি নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ১৮ এপ্রিল, ২১ ও ২২ এপ্রিল বালুরঘাটে জনসভা করবেন মমতা। বুনিয়াদপুর, কুমারগ্রামে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৬ এপ্রিল বালুরঘাটের তপনে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে বালুরঘাটের জন্যই ৪ টি সভা করছেন তৃণমূল নেত্রী। আগামী ২৬ এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট।

এদিকে, উত্তরবঙ্গে ফের জোড়া নির্বাচনী সভা নরেন্দ্র মোদির। বিজেপি সূত্রে খবর, আগামী ১৬ এপ্রিল বালুরঘাট ও রায়গঞ্জ-দুই লোকসভা কেন্দ্রে পরপর সভা করবেন প্রধানমন্ত্রী। দুপুর ২.৩০ থেকে বালুরঘাট রেলওয়ে স্টেশন গ্রাউন্ড ও বিকেল ৪.১৫ থেকে রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়াতে সভা করবেন মোদি। ওই দিন উত্তরবঙ্গের তিন কেন্দ্রে শেষ নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ওই দিন আলিপুরদুয়ারে সভা ও শিলিগুড়িতে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: উত্তরেই আছে জয়ের উত্তর, প্রথম দফার আগে শেষ ঝড় তুলবেন নরেন্দ্র মোদি!

এর আগে উত্তরবঙ্গের কোচবিহারে হয়েছিল মেগা দ্বৈরথ। সপ্তাহ খানেক আগে কোচবিহারে নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায় একই দিনে সভা করেছিলেন। মোদির সভা ছিল কোচবিহারের রাসমেলা মাঠে। আর মমতার প্রথম স্ট্র‌্যাটেজিক মিটিং ছিল মাথাভাঙায়। পরেরটি মালবাজারে।

গতবার উত্তরবঙ্গের উত্তরে চারে চার করেছিল বিজেপি। এবার সেই দুর্গ ভাঙতে চান মমতা। বিলক্ষণ বোঝা যাচ্ছে, একটা ঘূর্ণিঝড় শুধু টিনের চাল উড়িয়ে নিয়ে যায়নি, ডুয়ার্সে এলোমেলো করে দিয়েছে বিজেপির ভোট অঙ্ক। প্রার্থীরা তাই অধীর অপেক্ষায় আছেন কবে তাঁদের কান্ডারি মোদি আসবেন। সেই মোদি উত্তরবঙ্গে এসে ভোকাল টনিক দিয়ে যান দলের কর্মী সমর্থকদের।

আর এবার নরেন্দ্র মোদির লক্ষ্য রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র বালুরঘাট। সেই বালুরঘাট থেকে সভা সেরে তিনি পৌঁছবেন রায়গঞ্জে। ফলে পুরো উত্তরবঙ্গকে ফের নিজেদের দিকে টানতে চেষ্টার কসুর করছেন না নরেন্দ্র মোদিরা। এদিকে, আলাদা করে বালুরঘাটকে লক্ষ্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Lok Sabha Election 2024: ব্যাট চালিয়ে বললেন, ‘খেলোয়াড় ভাল হতে হবে’, ভোটের প্রচারে ক্রিকেটে মেতে সুকান্ত

বৃহস্পতিবার সকাল থেকেই ভোট প্রচারে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এদিন সকাল থেকেই খোশ মেজাজে সুকান্ত মজুমদার। এদিন ভোট প্রচারের ফাঁকে মাঠে ক্রিকেট ও খেলে নিলেন সুকান্ত বাবু।তথ্য - সুস্মিতা গোস্বামী
বৃহস্পতিবার সকাল থেকেই ভোট প্রচারে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এদিন সকাল থেকেই খোশ মেজাজে সুকান্ত মজুমদার। এদিন ভোট প্রচারের ফাঁকে মাঠে ক্রিকেট ও খেলে নিলেন সুকান্ত বাবু।তথ্য – সুস্মিতা গোস্বামী
ভোট প্রচারে নিত্যদিনই মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। ত্রুটি রাখছেন না প্রচারে। যতটা সম্ভব জনসংযোগের পথে হাঁটছেন তিনি।তথ্য - সুস্মিতা গোস্বামী
ভোট প্রচারে নিত্যদিনই মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। ত্রুটি রাখছেন না প্রচারে। যতটা সম্ভব জনসংযোগের পথে হাঁটছেন তিনি।তথ্য – সুস্মিতা গোস্বামী
ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে প্রচার করছেন তিনি। এদিন প্রচারে বেরিয়ে খুদেদের সঙ্গে ক্রিকেট খেলায় মত্ত থাকতে দেখা গেছে তাঁকে। সেই সঙ্গে খেলায় মাতলেন দলীয় নেতা-কর্মীরাও।তথ্য - সুস্মিতা গোস্বামী
ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে প্রচার করছেন তিনি। এদিন প্রচারে বেরিয়ে খুদেদের সঙ্গে ক্রিকেট খেলায় মত্ত থাকতে দেখা গেছে তাঁকে। সেই সঙ্গে খেলায় মাতলেন দলীয় নেতা-কর্মীরাও।তথ্য – সুস্মিতা গোস্বামী
এদিন সুকান্ত মজুমদার তাঁর ছোটবেলার স্মৃতি রোমন্থন করে জানালেন,
এদিন সুকান্ত মজুমদার তাঁর ছোটবেলার স্মৃতি রোমন্থন করে জানালেন, “ছোটবেলা থেকেই তিনি খেলাধুলার সঙ্গে যুক্ত। স্কুল থেকে ফেরার পথে তিনি মাঠে গিয়ে ফুটবল, ক্রিকেট খেলতেন।”তথ্য – সুস্মিতা গোস্বামী
তিনি আরও জানান, "স্বাস্থ্যের দিক দিয়ে শরীর এখন সঙ্গ দেবে না, তবে মন চাইবে খেলতে। এমন কী তাঁর কাছে রাজনীতি হোক বা ক্রিকেট, ফুটবল সব খেলার মাঠ ভাল। শুধু খেলোয়াড়কে ভাল হওয়া চাই।"তথ্য - সুস্মিতা গোস্বামী
তিনি আরও জানান, “স্বাস্থ্যের দিক দিয়ে শরীর এখন সঙ্গ দেবে না, তবে মন চাইবে খেলতে। এমন কী তাঁর কাছে রাজনীতি হোক বা ক্রিকেট, ফুটবল সব খেলার মাঠ ভাল। শুধু খেলোয়াড়কে ভাল হওয়া চাই।”তথ্য – সুস্মিতা গোস্বামী
ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে প্রচার করছেন তিনি। গ্রামের মহিলাদের বলছেন প্রধানমন্ত্রীর কথা। বলছেন রাম মন্দিরের কথা। বোঝাচ্ছেন রেশন দেয় কেন্দ্রীয় সরকার। সকলকেই আমন্ত্রণ করছেন ১৬ তারিখে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত হওয়ার জন্য।তথ্য - সুস্মিতা গোস্বামী
ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে প্রচার করছেন তিনি। গ্রামের মহিলাদের বলছেন প্রধানমন্ত্রীর কথা। বলছেন রাম মন্দিরের কথা। বোঝাচ্ছেন রেশন দেয় কেন্দ্রীয় সরকার। সকলকেই আমন্ত্রণ করছেন ১৬ তারিখে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত হওয়ার জন্য।তথ্য – সুস্মিতা গোস্বামী

Mamata Banerjee৷ Sukanta Majumdar: ‘পাঁচ বছরে জিরো’, বালুরঘাটে দাঁড়িয়েই চরম কটাক্ষ মমতার! জবাব দিলেন সুকান্ত

তপন: পাঁচ বছরে কোনও কাজ করেননি৷ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তাঁরই কেন্দ্র বালুরঘাটে গিয়ে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি রাজ্য সভাপতিকে কটাক্ষ করে তৃণমূলনেত্রী বলেন, ‘যে এমপি পাঁচ বছরে জিরো, কোনও কাজ করেনি ভাষণ দেওয়া ছাড়া, তাঁকে এবার বিদায় দিন৷’ সুকান্ত মজুমদারকে কুশান্ত বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী৷

এ দিন তৃণমূল প্রার্থী বিপ্লব মৈত্রের সমর্থনে দক্ষিণ দিনাজপুরের তপনে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবারও ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ মুখ্যমন্ত্রী এ দিন বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে বাংলার প্রাপ্য টাকা আটকে রাখার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে তদ্বির করারও অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন: দুই তৃণমূল নেতাকে গ্রেফতার, ভূপতিনগরে এনআইএ-র গাড়িতে হামলা! জখম ২ আধিকারিক

মুখ্যমন্ত্রী বলেন, ‘চ্যালেঞ্জ করে বলছি সুকান্তবাবু ও গদ্দারকে, আপনারা বাংলার টাকা বন্ধ করে দিয়েছেন। আপনারা উত্তরবঙ্গকে ভালবাসেন না, দক্ষিণবঙ্গকেও ভালবাসেন না।’ মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, আত্রেয়ী নদীর বাঁধ নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধানেও উদ্যোগী হননি সুকান্ত৷

মুখ্যমন্ত্রীকে অবশ্য জবাব দিতে দেরি করেননি বিজেপি রাজ্য সভাপতি৷ সুকান্ত মজুমদার পাল্টা বলেন, উনি দক্ষিণ দিনাজপুর জেলাকে চেনেন না৷ ওনার কর্মীদেরই জিজ্ঞেস করুন না, বালুরঘাট থেকে দিল্লির ট্রেন, শিয়ালদহ-বালুরঘাট নতুন ট্রেন,বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় নিয়ে আসা, বুনিয়াদপুরে দ্বিতীয় প্ল্যাটফর্ম কে করল? এ দিন দক্ষিণ দিনাজপুরে মেডিক্যাল কলেজ তৈরি করার প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী৷ পাল্টা সুকান্তর আশ্বাস, বালুরঘাটে মুখ্যমন্ত্রী সত্যিই মেডিক্যাল কলেজ তৈরি করে দিলে কেন্দ্রীয় সরকারের থেকে ২০০ থেকে ৩০০ কোটি টাকা এনে দেওয়ার ব্যবস্থা করে দেবেন তিনি৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাব দিয়ে বিজেপি রাজ্য সভাপতির দাবি, আত্রেয়ী নদীর সমস্যা নিয়েও লোকসভায় সরব হয়েছেন তিনি৷

২০১৯ সালে তৃণমূলের অর্পিতা ঘোষকে হারিয়ে বালুরঘাট আসন থেকে জয়ী হন সুকান্ত মজুমদার৷ বালুরঘাটে ফের ঘাসফুল ফোটাতে এবার বিপ্লব মৈত্রকে প্রার্থী করেছে তৃণমূল৷ ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভা থেকেও ইস্তফা দিয়েছেন তিনি৷ মুখ্যমন্তকত্

লোকসভায় প্রথম ভাষণেই আমি এই প্রসঙ্গ তুলেছিলাম৷ রিভার ম্যান অফ ইন্ডিয়া নামে আমাদের তো পুরসভা, রাজ্য সরকার সবার সহযোগিতা লাগবে৷

PM Modi Kolkata Visit: নয়া মেট্রো উদ্বোধনে রাজ‍্যে নরেন্দ্র মোদি! সঙ্গ দিল পড়ুয়ারা! উপস্থিত রাজ্যপাল, শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধর্মতলায় দেশজোড়া একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর গঙ্গার তলা দিয়ে চলা মেট্রোয় চড়লেন মোদি। (ছবি- PTI)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধর্মতলায় দেশজোড়া একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর গঙ্গার তলা দিয়ে চলা মেট্রোয় চড়লেন মোদি। (ছবি- PTI)
সেই পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গী হলেন পড়ুয়ারা৷ এ দিন সেই যাত্রা পথে মোদিকে দেখা গেল পড়ুয়াদের সঙ্গে কথা বলতে। (ছবি- সোশ‍্যাল মিডিয়া)
সেই পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গী হলেন পড়ুয়ারা৷ এ দিন সেই যাত্রা পথে মোদিকে দেখা গেল পড়ুয়াদের সঙ্গে কথা বলতে। (ছবি- সোশ‍্যাল মিডিয়া)
বিভিন্ন রাজ্যের পাশাপাশি, এ রাজ্যের তিনটি নতুন রুটের মেট্রো পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর আওতায় ধর্মতলা থেকে হাওড়া পথ, তার পর গড়িয়া থেকে রুবির মেট্রো পথ এবং মাঝেরহাট থেকে তারাতলার মেট্রো পথের উদ্বোধন করলেন তিনি৷ (ছবি- সোশ‍্যাল মিডিয়া)
বিভিন্ন রাজ্যের পাশাপাশি, এ রাজ্যের তিনটি নতুন রুটের মেট্রো পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর আওতায় ধর্মতলা থেকে হাওড়া পথ, তার পর গড়িয়া থেকে রুবির মেট্রো পথ এবং মাঝেরহাট থেকে তারাতলার মেট্রো পথের উদ্বোধন করলেন তিনি৷ (ছবি- সোশ‍্যাল মিডিয়া)
সবুজ পতাকা নেড়ে রাজ্যপাল, বিরোধী দলনেতা ও সুকান্ত মজুমদারের উপস্থিতিতে এই উদ্বোধনের কাজ হল৷ তার পরেই এসপ্ল্যানেড থেকে হাওড়ার মেট্রোতে চড়লেন তিনি। ( ছবি-PTI)
সবুজ পতাকা নেড়ে রাজ্যপাল, বিরোধী দলনেতা ও সুকান্ত মজুমদারের উপস্থিতিতে এই উদ্বোধনের কাজ হল৷ তার পরেই এসপ্ল্যানেড থেকে হাওড়ার মেট্রোতে চড়লেন তিনি। ( ছবি-PTI)
উদ্বোধনের পর তিনি প্রথমে ধর্মতলা থেকে মেট্রোতে চড়েন তিনি। তাঁর সফর সঙ্গী হয়েছিলেন পড়ুয়ারা৷ গঙ্গাগর্ভে যাত্রা করেন তিনি। এর পরে সেই রুটেই ফিরে আসেন তিনি৷ ইস্ট-ওয়েস্ট মেট্রোর দু’টি পর্যায় এর ফলে চালু হয়ে গেল। ( ছবি- সোশ‍্যাল মিডিয়া)
উদ্বোধনের পর তিনি প্রথমে ধর্মতলা থেকে মেট্রোতে চড়েন তিনি। তাঁর সফর সঙ্গী হয়েছিলেন পড়ুয়ারা৷ গঙ্গাগর্ভে যাত্রা করেন তিনি। এর পরে সেই রুটেই ফিরে আসেন তিনি৷ ইস্ট-ওয়েস্ট মেট্রোর দু’টি পর্যায় এর ফলে চালু হয়ে গেল। ( ছবি- সোশ‍্যাল মিডিয়া)