রাখি বন্ধন 

Rakhi Bandhan Gift Ideas: ভাই-বোনের এক অনন্য বন্ধন, রাখির উপহার বদলে দেবে কপালে থাকা দুঃসময়, জানুন কী দেবেন

এই পূর্ণিমায় শোভন যোগ, রবি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, লক্ষ্মী-নারায়ণ যোগের সমন্বয় গঠিত হচ্ছে। এমতাবস্থায় এই পূর্ণিমাতে উপবাসকারী ব্যক্তি বহুগুণ উপকার পাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন।
এই পূর্ণিমায় শোভন যোগ, রবি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, লক্ষ্মী-নারায়ণ যোগের সমন্বয় গঠিত হচ্ছে। এমতাবস্থায় এই পূর্ণিমাতে উপবাসকারী ব্যক্তি বহুগুণ উপকার পাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন।
রাখির দিনে ভাইয়েরা বোনের হাত থেকে একটি গোলাপী কাপড়ে অক্ষত, এক টাকার কয়েন ও সুপুরি নিন। এর পর বোনকে মিষ্টি, কাপড় ও টাকা উপহার দিয়ে তাঁর চরণ স্পর্শ করুন। তার পর গোলাপী কাপড়ে রাখা জিনিসগুলি বেঁধে কোনও সঠিক স্থানে রেখে দিন। এর ফলে জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
রাখির দিনে ভাইয়েরা বোনের হাত থেকে একটি গোলাপী কাপড়ে অক্ষত, এক টাকার কয়েন ও সুপুরি নিন। এর পর বোনকে মিষ্টি, কাপড় ও টাকা উপহার দিয়ে তাঁর চরণ স্পর্শ করুন। তার পর গোলাপী কাপড়ে রাখা জিনিসগুলি বেঁধে কোনও সঠিক স্থানে রেখে দিন। এর ফলে জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, শাস্ত্র মতে রাখি পূর্ণিমার দিনে ভাইকে রাখি বাঁধার জন্য যে থালা সাজাবেন, তাতে ফিটকিরিও রাখুন। রাখি বাঁধার পর সেই ফিটকিরি নিয়ে ভাইয়ের মাথা থেকে সাত বার ঘুরিয়ে উল্টো দিকে ফেলে দিন। এর ফলে কুনজর থেকে রক্ষা পাবেন আপনার ভাই।
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, শাস্ত্র মতে রাখি পূর্ণিমার দিনে ভাইকে রাখি বাঁধার জন্য যে থালা সাজাবেন, তাতে ফিটকিরিও রাখুন। রাখি বাঁধার পর সেই ফিটকিরি নিয়ে ভাইয়ের মাথা থেকে সাত বার ঘুরিয়ে উল্টো দিকে ফেলে দিন। এর ফলে কুনজর থেকে রক্ষা পাবেন আপনার ভাই।
শাস্ত্র মতে রাখি পূর্ণিমায় গণেশকে রাখি বাঁধা শুভ। এর ফলে ভাই-বোনের মধ্যে ভালোবাসা বাড়ে ও পারস্পরিক মনোমালিন্য দূর হয়। এদিন সুভদ্রার নাম করে কৃষ্ণকে রাখি বাঁধলে সুফল পাবেন।
শাস্ত্র মতে রাখি পূর্ণিমায় গণেশকে রাখি বাঁধা শুভ। এর ফলে ভাই-বোনের মধ্যে ভালোবাসা বাড়ে ও পারস্পরিক মনোমালিন্য দূর হয়। এদিন সুভদ্রার নাম করে কৃষ্ণকে রাখি বাঁধলে সুফল পাবেন।
রাখি পূর্ণিমার দিনে রাখা বাঁধা ছাড়াও কিছু উপায় করার পরামর্শ দেয় জ্যোতিষ শাস্ত্র। এর ফলে লক্ষ্মী প্রসন্ন হন এবং জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে যায়।
রাখি পূর্ণিমার দিনে রাখা বাঁধা ছাড়াও কিছু উপায় করার পরামর্শ দেয় জ্যোতিষ শাস্ত্র। এর ফলে লক্ষ্মী প্রসন্ন হন এবং জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে যায়।
এই পূর্ণিমায় শোভন যোগ, রবি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, লক্ষ্মী-নারায়ণ যোগের সমন্বয় গঠিত হচ্ছে। এমতাবস্থায় এই পূর্ণিমাতে উপবাসকারী ব্যক্তি বহুগুণ উপকার পাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন।
এই পূর্ণিমায় শোভন যোগ, রবি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, লক্ষ্মী-নারায়ণ যোগের সমন্বয় গঠিত হচ্ছে। এমতাবস্থায় এই পূর্ণিমাতে উপবাসকারী ব্যক্তি বহুগুণ উপকার পাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন।