জলের বোতলের কোণায় কোণায় নোংরা?

Water Bottle Cleaning Hacks: জলের বোতলের কোণায় কোণায় নোংরা? বিনা খরচে বাড়ির ৪ জিনিসেই মুশকিল আসান, মুহূর্তে নতুন

জলের বোতল খুবই কাজের জিনিস। ঘরে, অফিসে কিংবা ঘুরতে বেরিয়ে একটা জলের বোতল না হলে চলে না! কিন্তু জল রাখতে রাখতে জলের বোতলের গায়ে ময়লা জমতে শুরু করে।
জলের বোতল খুবই কাজের জিনিস। ঘরে, অফিসে কিংবা ঘুরতে বেরিয়ে একটা জলের বোতল না হলে চলে না! কিন্তু জল রাখতে রাখতে জলের বোতলের গায়ে ময়লা জমতে শুরু করে।
আর এই বোতলে জল রাখা হলে তা আর বিশুদ্ধ পানীয় জল থাকে না। এই জল পান করলে উপকার তো হয়ই না, বরং বাড়ে বিপদ!
আর এই বোতলে জল রাখা হলে তা আর বিশুদ্ধ পানীয় জল থাকে না। এই জল পান করলে উপকার তো হয়ই না, বরং বাড়ে বিপদ!
বেশিরভাগ বাড়িতেই প্লাস্টিকের বোতল ব‍্যবহার করা হয়। তবে, বর্তমানে স্টিল, তামার বা কাঁচের বোতলে জল রাখার অভ্যাস করছেন অনেকেই। প্লাস্টিকের বোতলের থেকে স্টিল এবং তামার বোতলে অনেক দাম।
বেশিরভাগ বাড়িতেই প্লাস্টিকের বোতল ব‍্যবহার করা হয়। তবে, বর্তমানে স্টিল, তামার বা কাচের বোতলে জল রাখার অভ্যাস করছেন অনেকেই। প্লাস্টিকের বোতলের থেকে স্টিল এবং তামার বোতলে অনেক দাম।
বিশেষজ্ঞদের মতে, জলের বোতল ২ দিন অন্তর ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে শুকিয়ে নেওয়া উচিত। এতে বোতলের ভিতরে জমা হওয়া ব্যাকটেরিয়া দূর হয়। ফলে বিভিন্ন বিপজ্জনক রোগও প্রতিরোধ করা সম্ভব। তবে, সব রকমের বোতল পরিষ্কার করার পদ্ধতি আলাদা।
বিশেষজ্ঞদের মতে, জলের বোতল ২ দিন অন্তর ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে শুকিয়ে নেওয়া উচিত। এতে বোতলের ভিতরে জমা হওয়া ব্যাকটেরিয়া দূর হয়। ফলে বিভিন্ন বিপজ্জনক রোগও প্রতিরোধ করা সম্ভব। তবে, সব রকমের বোতল পরিষ্কার করার পদ্ধতি আলাদা।
কাঁচের বোতল- কাঁচের বোতল হলে লেবু ঘষে কিছুক্ষণ রেখে দিতে পারেন। তারপর ধুয়ে ফেলুন। লেবুর রস ব্যবহার করে খোসাগুলি ফেলবেন না। সেই খোসা জমিয়ে রেখে দিন। কাচের বোতল ধোয়ার আগে বোতলে ঘষে পরিষ্কার করে নিন। তবে এগুলি চওড়া মুখের পাত্র হলে তবেই সম্ভব।
কাচের বোতল- কাচের বোতল হলে লেবু ঘষে কিছুক্ষণ রেখে দিতে পারেন। তারপর ধুয়ে ফেলুন। লেবুর রস ব্যবহার করে খোসাগুলি ফেলবেন না। সেই খোসা জমিয়ে রেখে দিন। কাচের বোতল ধোয়ার আগে বোতলে ঘষে পরিষ্কার করে নিন। তবে এগুলি চওড়া মুখের পাত্র হলে তবেই সম্ভব।
কাঁচের বোতল- সাধারণ বোতল হলে ভিনিগার আর জলের মিশ্রণ বানিয়ে বোতলে ভরে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিতে পারেন। তারপর একটি বোতল পরিষ্কার করার ব্রাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নিন। শেষে জল দিয়ে ধুয়ে ফেলুন।
কাচের বোতল- সাধারণ বোতল হলে ভিনিগার আর জলের মিশ্রণ বানিয়ে বোতলে ভরে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিতে পারেন। তারপর একটি বোতল পরিষ্কার করার ব্রাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নিন। শেষে জল দিয়ে ধুয়ে ফেলুন।
প্লাস্টিকের বোতল পরিষ্কার করার একটি সহজ উপায় খবরের কাগজ ছোট ছোট টুকরো করে বোতলে ভরে রাখুন। তারপর সাবান জল ভরে ভাল করে ঝাঁকিয়ে নিন। তাতেই পরিষ্কার হয়ে যাবে। এরপর কাগজের টুকরোগুলি ফেলে দিয়ে অনেকটা জল দিয়ে বোতল ধুয়ে ফেলুন।
প্লাস্টিকের বোতল পরিষ্কার করার একটি সহজ উপায় খবরের কাগজ ছোট ছোট টুকরো করে বোতলে ভরে রাখুন। তারপর সাবান জল ভরে ভাল করে ঝাঁকিয়ে নিন। তাতেই পরিষ্কার হয়ে যাবে। এরপর কাগজের টুকরোগুলি ফেলে দিয়ে অনেকটা জল দিয়ে বোতল ধুয়ে ফেলুন।
তামার বোতল পরিষ্কার করা বেশ ঝক্কির। আবার তামায় জলের দাগ খুব সহজেই পড়ে যায়। তেঁতুল দিয়ে ঘষে ঘষে এই সবুজ-বাদামি দাগগুলি তুলতে হয়। তামার বোতল প্রায় প্রত্যেক দিন না ধুলে এই ধরনের দাগ ধরে যাবেই।
তামার বোতল পরিষ্কার করা বেশ ঝক্কির। আবার তামায় জলের দাগ খুব সহজেই পড়ে যায়। তেঁতুল দিয়ে ঘষে ঘষে এই সবুজ-বাদামি দাগগুলি তুলতে হয়। তামার বোতল প্রায় প্রত্যেক দিন না ধুলে এই ধরনের দাগ ধরে যাবেই।