গন্ডারের শাবক

Alipurduar News: মা কোথায়? জানা নেই…জলদাপাড়ায় কাদায় আটকে থাকা গন্ডার শাবক উদ্ধার

আলিপুরদুয়ার: একটি একশৃঙ্গ গন্ডারের শাবককে উদ্ধার করল জলদাপাড়া বনবিভাগের কর্মীরা। বর্তমানে শাবকটির চিকিৎসা চলছে বলে জানান জলদাপাড়ার ডিএফও প্রবীণ কাসোওয়ান।

এই বনভূমি প্রধানত লম্বা এলিফ্যান্ট ঘাসবিশিষ্ট সাভানা অঞ্চল। জলদাপাড়া অভয়ারণ্যের মূল আকর্ষণ এশিয়ার একশৃঙ্গ গন্ডার। অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের পর ভারতে এই অভয়ারণ্যেই সর্বাধিক সংখ্যক গন্ডারের দেখা মেলে। জলদাপাড়া বনবিভাগের ডিএফও প্রবীণ কাসোওয়ান জানান, ” গন্ডার শাবকটি কাদার মধ্যে আটকে ছিল এবং অদ্ভুতভাবে ডাকছিল। বন কর্মীরা টহল দেওয়ার সময় সেই ডাক শুনতে পান,তাঁ রাই গন্ডার শাবকটিকে উদ্ধার করেন।”

গন্ডার শাবকটির মা-কে আশপাশে কোথাও খুঁজে পায়নি বন দফতরের কর্মীরা। গন্ডার শাবকটির শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই, ফলে প্রথমেই স্পষ্ট, অন্য কোনও পশু শাবকটিকে আঘাত করেনি। দীর্ঘক্ষণ কাদায় আটকে থাকার কারণে শাবকটি অসুস্থ হয়ে পড়েছে, পশু চিকিৎসকের একটি বিশেষ দল চিকিৎসা করছে শাবকটির।

Annanya Dey