সুন্দরবন

Sunderban: পূর্ণিমার ভরা কোটাল ও নিম্নচাপের জোড়া ফলায় ঘুম উড়েছে সুন্দরবনবাসীর!

কাকদ্বীপঃ চলছে পূর্ণিমার ভরা কোটাল। তার উপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে গতকাল রাত থেকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হয়েছে উপকূলীয় এলাকায়। এই পরিস্থিতিতে দুইয়ের জোড়া ফালায় আতঙ্কে রয়েছেন সুন্দরবনবাসী।

আরও পড়ুনঃ হারিয়ে ‌যেতে বসা মানব-ঝুলনে মেতেছে বহরমপুর! রঙিন হয়ে উঠেছে শহর, নানা বেশে সাজ মানুষেরই

রবিবার রাত থেকেই নদী ও সমুদ্রে জল বাড়তে শুরু করেছে । এখনও পর্যন্ত সাগর, পাথরপ্রতিমা, নামখানা ও কাকদ্বীপ এলাকার বহু নদীর বাঁধ বেহাল অবস্থায় রয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে আপদকালীন জরুরী ভিত্তিতে নদী বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। তা সত্ত্বেও রাতের ঘুম উড়েছে এলাকাবাসীর।

স্বাভাবিকের তুলনায় নদীর জল বেশি উচ্চতায় বাড়লে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। নদী বাঁধের তীরবর্তী এলাকার বাসিন্দারা তাই বেহাল নদী বাঁধের উপর নজর রেখেছেন। পঞ্চায়েত ও ব্লক প্রশাসনেরকে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।

Biswajit Halder