Tag Archives: Sunderban

অদেখা সুন্দরবন দেখার সুযোগ! পুজোয় একদিন যাবেন নাকি? রইল রুট প্ল্যান

বসিরহাট: ক্যানিং, বাসন্তী হয়ে ঝড়খালি, সুধন্যখালি তো অনেক গেলেন!এবার পুজোয় নতুন পথে বাইক নিয়ে সোজা ঘুরে আসুন অদেখা এই সুন্দরবনে।

পুজোর মরশুমে উৎসবের পাশাপাশি নতুন নতুন জায়গা ভ্রমনের চাহিদা থাকে তুঙ্গে। অতীত থেকেই এই অলিখিত রেওয়াজ চলছে আজও। এ সময় বিশেষ করে অনেক প্রকৃতিপ্রেমী ঘুরতে চান সুন্দরবনের জলা জঙ্গলে।

সাধারণত বেশিরভাগ ভ্রমণপিপাসু মানুষ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, বাসন্তী হয়ে সুন্দরবনে বেড়াতে যান। তবে এবার সুন্দরবন ভ্রমণে নতুন পথের দিশা। বাইক নিয়ে বেরিয়ে মহানগর কলকাতা থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে পৌঁছে যাবেন উত্তরের সুন্দরবনে।

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাটের ফরেস্ট রেঞ্জের ঝিঙে খালি বিটের সামসেরনগরে পৌঁছে যাবেন। মহানগর কলকাতা থেকে বাইকে বাসন্তী হাইওয়ে ধরে মালঞ্চে পৌঁছে টাকি রোড ধরে হাসনাবাদ ও সেখান থেকেই লেবুখালী রোড পেরিয়ে পৌঁছে যাবেন উত্তরের সুন্দরবনের কালিতলা গ্রাম পঞ্চায়েতের সামসের নগরে।

আরও পড়ুন- ব্যথা-বেদনার যম! কোন ড্রাই ফ্রুট খেলে হাড় হবে মজবুত? ক্যালসিয়ামের খনিই বা কোনটি

শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে হাসনাবাদ স্টেশন থেকে বোট কিংবা লঞ্চে জলপথে পৌঁছে যেতে পারেন সুন্দরবনে এই দিকে। আবার বারাসাত থেকে সোজা বাস পরিষেবা মিলছে সুন্দরবনের সামসেরনগরে।

সামসেরনগরের কালিতলায় থাকার জন্য হোটেল পাবেন। সেখানে সরু খাড়ির ওপারে ঘন জঙ্গল আর ঠিক এপারে লোকালয়। কোথাও বা আবার খাড়ি বিলীন হয়ে মিলে গেছে লোকালয়ের সঙ্গে। মাঝখানে ঘেরা জাল।

বিকেলে কিংবা সকালের দিকে হরিণের দেখা তো মিলবেই। কপাল ভাল থাকলে মিলতে পারে রয়্যাল বেঙ্গলেরও দেখা। কালিতলা থেকে বোট কিংবা লঞ্চে সুন্দরবনের খাড়ি ঘুরে আসতে পারেন।‌

যেহেতু সুন্দরবনের এই দিকে ট্যুরিস্ট কম আসে, তাই বন্যপ্রাণীর অবাধ বিচরণ। সেই সঙ্গে থাকে অঢেল খাওয়া দাওয়া। তাহলে আর দেরি কেন! এবার পুজোয় ২দিন-একরাতের ছোট্ট ট্রিপ হয়ে‌ যাক বাদাবনের এই অদেখা অংশে!

জুলফিকার মোল্যা

South 24 Parganas News: সুন্দরবনে ঘুরতে গিয়ে যা দেখলেন পর্যটকরা! তাজ্জব বনে গেলেন সবাই

সুন্দরবন: ভ্রমণপিপাসু বাঙালির কাছে সুন্দরবন মানেই একটা অন্যরকম আবেগ। সুন্দরবনে ঘুরতে এসে বাড়তি পাওনা রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন। সুন্দরবনের রাজা সব সময় সাধারণ মানুষকে দর্শন দেয় না। কিন্তু পর্যটকদের কপাল ভাল থাকলে সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পাওয়া যায়। পর্যটকরা মূলত সুন্দরবনে বেড়াতে আসে বাঘ দর্শনের জন্য। পর্যটকদের সামনে নদীর খাড়িতে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগার।

আরও পড়ুনঃ অশান্তি চরমে! রাগের মাথায় স্ত্রীর গলায় কোপ মেরে দেহ আগলে বসে থাকল স্বামী!

কলকাতা থেকে ২৫ জনের পর্যটক দল কুলতলির কৈখালী থেকে ওই পর্যটকদের দলটি বনদফতরের গাইড সমীরণ সর্দার ও হরিপদ সর্দারের নৌকায় করে ঝড় খালি থেকে তারা বৈধ পাস নিয়ে সুন্দরবনের দোবাঁকি এলাকায়। দোবাঁকি থেকে পীর খালি ৬ নম্বর জঙ্গল সংলগ্ন এলাকায় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সম্মুখ সমরে পর্যটকের দল। বাঘের ছবি ক্যামেরাবন্দী পর্যটকদের দল। আর এতেই উজ্জীবিত সুন্দরবনে আশা কলকাতার এই পর্যটকের দল। বৃষ্টি-বাদলের এই আবহাওয়ায় সুন্দরবনে বেড়াতে আসা ভ্রমণপিপাসুদের মনের স্বাদপূরণ করছে রয়্যাল বেঙ্গল। রবিবার দোঁবাকির জঙ্গল থেকে বেড়িয়ে আসতে দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগারকে।

অল্প সময়ের মধ্যেই নদীতে সাঁতার কেটে পীরখালির জঙ্গলে ঢুকে যায় বাঘটি। খাঁড়ি পাড় হওয়ার সময় ওই বাঘটিকে নদী পেড়তে দেখেন পর্যটকরা। যদিও সুন্দরবনে প্রচলিত প্রবাদ বলে, বাঘ দেখা সবার কপালে হয় না। যদিও সম্প্রতি সুন্দরবনে বেড়েছে ‘বিগ বস’-এর আনাগোনা। কারণ ২০১৮ সাল থেকে হওয়া বাঘ সুমারির তথ্য অনুযায়ী, বাঘের সংখ্যা অনেকটাই বেড়েছে। ফলে ম্যানগ্রোভের দ্বীপে ঘুরতে গেলে দক্ষিণ রায়ের দেখা পাচ্ছেন সাধারণ মানুষ। বৃষ্টি-বাদলের এই আবহাওয়ায় সুন্দরবনে বেড়াতে আসা ভ্রমণপিপাসুদের মনের স্বাদপূরণ করছে রয়্যাল বেঙ্গল। রবিবার দোঁবাকির জঙ্গল থেকে বেড়িয়ে আসতে দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগারকে। অল্প সময়ের মধ্যেই নদীতে সাঁতার কেটে পীরখালির জঙ্গলে ঢুকে যায় বাঘটি। খাঁড়ি পাড় হওয়ার সময় ওই বাঘটিকে নদী পেরোতে দেখেন পর্যটকরা। সুন্দরবনের রাজাকে স্বমহিমায় তার রাজত্বে বিচরণ করতে দেখে খুশি পর্যটকেরা।

সুমন সাহা

South Bengal weather: পূর্ণিমার ভরা কোটাল, তার উপর নিম্নচাপের চোখ রাঙানি! জোড়া ফলায় ঘুম উড়েছে সুন্দরবনবাসীর

বিশ্বজিৎ হালদার, কাকদ্বীপ: চলছে পূর্ণিমার ভরা কোটাল। তার উপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে সোমবার রাতে দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হয়েছে উপকূলীয় এলাকায়।এই পরিস্থিতিতে দুইয়ের জোড়া ফলায় আতঙ্কে রয়েছেন সুন্দরবনবাসী।

রবিবার রাত থেকেই নদী ও সমুদ্রে জল বাড়তে শুরু করেছে । এখনও পর্যন্ত সাগর, পাথরপ্রতিমা, নামখানা ও কাকদ্বীপ এলাকার বহু নদীর বাঁধ বেহাল অবস্থায় রয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে আপদকালীন জরুরি ভিত্তিতে নদী বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। তা সত্ত্বেও রাতের ঘুম উড়েছে এলাকাবাসীর।

আরও পড়ুন: মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি, কলকাতা পুলিশের নজরে আনলেন অভিনেত্রী নিজেই

স্বাভাবিকের তুলনায় নদীর জল বেশি উচ্চতায় বাড়লে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। নদী বাঁধ তীরবর্তী এলাকার বাসিন্দারা তাই বেহাল নদী বাঁধের উপর নজর রেখেছেন। পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।

আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস বলছে, দক্ষিণ বাংলাদেশের উপর থেকে নিম্নচাপ সরে মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করেছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটি আগামী দু তিন দিনে ঝাড়খণ্ডের দিকে যাবে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বাংলার পর ঝাড়খণ্ড, বিহারেও অতিবৃষ্টির সতর্কতা থাকছে। যার জেরে নতুন করে নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা দক্ষিণবঙ্গে।

South 24 Parganas News: পূর্ণিমার কোটাল ও নিম্নচাপের বৃষ্টির জেরে ঘুম উড়েছে উপকূলীয় এলাকার বাসিন্দাদের

দক্ষিণ ২৪ পরগনা: পূর্ণিমার কোটাল ও নিম্নচাপের বৃষ্টির জেরে ঘুম উড়েছে উপকূলীয় এলাকার বাসিন্দাদের। দুই তিন ধরে রাতে ভারী বৃষ্টি ও দিনের বেলা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। যার জেরে জল জমে যাচ্ছে অনেক জায়গায়। বৃষ্টির জেরে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়েছে বেশ কিছু জায়গায়। দিনের বেলাতেও আকাশ অন্ধকার করে রয়েছে। নিতান্ত প্রয়োজন ছাড়া খুব একটা কেউ বাইরে বের হচ্ছেন না। এরকম চলতে থাকলে বিপর্যয় নেমে আসবে বলে জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা সিরাজুল মোল্লা।

আরও পড়ুনঃ ফের বাড়বে বৃষ্টির প্রকোপ! বজ্রবিদ্যুৎ-সহ অতি ভারী বৃষ্টি কাঁপাবে দক্ষিণের কোন কোন জেলা? ভাসবে কলকাতা?

আবহাওয়া দফতর সূত্রে খবর দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। নিম্নচাপটি শক্তিশালী হয়ে ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। এর প্রভাবেই আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানানো হয়েছে, ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে‌ উপকূলীয় এলাকায়। মঙ্গলবারও এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে জানিয়েছেন সতীনাথ পাত্র।

পূর্ণিমার ভরা কোটাল। তার উপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এই জোড়া ফলা নিয়ে এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন সুন্দরবনের উপকূলীয় এলাকার বাসিন্দরা। ইতিমধ্যে নদী ও সমুদ্রে জল বাড়ছে। ফলে বাঁধ নিয়েও চিন্তায় রয়েছেন স্থানীয়রা।

নবাব মল্লিক

Sunderban: পূর্ণিমার ভরা কোটাল ও নিম্নচাপের জোড়া ফলায় ঘুম উড়েছে সুন্দরবনবাসীর!

কাকদ্বীপঃ চলছে পূর্ণিমার ভরা কোটাল। তার উপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে গতকাল রাত থেকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হয়েছে উপকূলীয় এলাকায়। এই পরিস্থিতিতে দুইয়ের জোড়া ফালায় আতঙ্কে রয়েছেন সুন্দরবনবাসী।

আরও পড়ুনঃ হারিয়ে ‌যেতে বসা মানব-ঝুলনে মেতেছে বহরমপুর! রঙিন হয়ে উঠেছে শহর, নানা বেশে সাজ মানুষেরই

রবিবার রাত থেকেই নদী ও সমুদ্রে জল বাড়তে শুরু করেছে । এখনও পর্যন্ত সাগর, পাথরপ্রতিমা, নামখানা ও কাকদ্বীপ এলাকার বহু নদীর বাঁধ বেহাল অবস্থায় রয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে আপদকালীন জরুরী ভিত্তিতে নদী বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। তা সত্ত্বেও রাতের ঘুম উড়েছে এলাকাবাসীর।

স্বাভাবিকের তুলনায় নদীর জল বেশি উচ্চতায় বাড়লে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। নদী বাঁধের তীরবর্তী এলাকার বাসিন্দারা তাই বেহাল নদী বাঁধের উপর নজর রেখেছেন। পঞ্চায়েত ও ব্লক প্রশাসনেরকে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।

Biswajit Halder

Sundarban Tour: দুঃসংবাদ! ডবল হচ্ছে সুন্দরবন ঘোরার খরচ! বাড়ছে প্রবেশ মূল‍্য! ভাড়া শুনলে মাথায় হাত

সুন্দরবন: ভ্রমণপিপাসু বাঙালির কাছে অন্যতম পর্যটনের ডেস্টিনেশন হল সুন্দরবন। ঘন ম্যানগ্রোভ ও রয়েল বেঙ্গল এর টানে প্রতিবছর কয়েক হাজার পর্যটক ঘুরতে আসে সুন্দরবনে। এবার সুন্দরবনের প্রবেশ মূল্যের খরচ বাড়াতে চলেছে বনদফতর। সূত্র মারফত জানা গিয়েছে, এতদিন সুন্দরবনে পর্যটকদের প্রবেশ মূল্য ছিল ১২০ টাকা। তা ৬০ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৮০ টাকা করা হবে।

আরও পড়ুনঃ মাঠে কাজ করছিলেন… আচমকা বজ্রাঘাত! মৃত্যু এক কৃষকের, আহত আরও দুই

অন্যদিকে, সুন্দরবন টাইগার রিজার্ভ এলাকায় ভ্রমণ করতে গেলে আগের থেকে আরও বেশি প্রবেশ মূল্য দিতে হবে পর্যটক এবং বোট মালিকদের। এরজন্য এক হাজার টাকা দিতে হবে পর্যটকদের। এছাড়া, নৌকা, লঞ্চের রেজিস্ট্রেশনের ফি আগে দেড় হাজার টাকা ছিল। তা বাড়িয়ে আড়াই হাজার টাকা করা হচ্ছে। তাছাড়া, গাইডদের প্রতিদিন বাবদ ভাড়া ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করা হচ্ছে। যদিও, শিক্ষা প্রতিষ্ঠান বা পড়ুয়াদের জন্য প্রয়োজনে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে। আবার বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে ২৫ শতাংশ টাকা ছাড় দেওয়া হতে পারে পড়ুয়াদের বা শিক্ষা প্রতিষ্ঠানকে।

উল্লেখযোগ্য, সুন্দরবনে প্রবেশ ফি বাড়ানো হতে পারে বলে বিভিন্ন মহলে জল্পনা চলছিল। এ নিয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অফিসে বিভিন্ন বিভাগের আধিকারিকরা বৈঠক করেন। সেখানে জঙ্গল রক্ষা এবং অন্যান্য বিষয়ের সংরক্ষণ সংক্রান্ত খরচ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। এরপরে প্রবেশ মূল্য বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। যদিও বোট মালিকদের দাবি, প্রথমে বৈঠকে অনেক বেশি টাকা বাড়ানো হয়েছিল। তবে প্রতিবাদ করার পরে সেই টাকার পরিমাণ কমানো হয়েছে।

উল্লেখ্য, আট বছর পর সুন্দরবনে পর্যটকদের জন্য ফি বৃদ্ধি করা হল। এর আগে ২০১৬ সালে এই ফি বাড়ানো হয়েছিল। এই অবস্থায় সুন্দরবনে ভ্রমণের প্যাকেজের খরচও কিছুটা বাড়বে। কতটা বাড়ানো হবে তা বিভিন্ন পর্যটন সংগঠন এবং হোটেল মালিকরা আলোচনা করে ঠিক করবেন বলে জানা গিয়েছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে চালু হতে চলেছে নয়া প্রবেশ মূল্যের তালিকা। প্রবেশ মূল্য যাই হোক না কেন ঘন ম্যানগ্রোভ এবং রয়েল বেঙ্গল এর দর্শন করতে রাজ্য তো বটেই দেশ-বিদেশের বহু পর্যটক এখন ভিড় জমিয়েছে সুন্দরবনে।

সুমন সাহা

Sunderbans: গায়ে কাঁটা দেওয়া ঘটনা! বাবার সঙ্গে নদীতে কাঁকড়া ধরতে গিয়ে, যা ঘটল! তিনদিন পরেই…

পাথরপ্রতিমা: নদী ঘেরা দ্বীপের মানুষগুলোর জীবনটা আতঙ্কে কাটে তবে জলের আতঙ্কে নয়। জীবিকার তাগিদে কখনও সুন্দরবনের গহন জঙ্গলে, আবার কখনও ভয়ঙ্কর নদীতে মাছ কাঁকড়া ধরতে নামেন। পাথর প্রতিমা গোসাবা, রায়দিঘি, গোবর্ধন পুর কোস্টাল থানা এলাকার মানুষগুলির জীবন বরাবর পদ্ম পাতার জলের মতো।

 ২৪ শে জুন সোমবার, বিকেল নাগাদ বাবার সঙ্গে গ্রামের পাশেই জগদ্দল নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিল ১৩ বছরের মানিক ভক্তা। বাবা হুকুম ভক্তা জীবিকার তাগিদে নদীতে কাঁকড়া ধরতে যান। সেদিনও ধনচি জঙ্গলের পাশে যখন কাঁকড়া ধরতে ব্যস্ত ছিলেন,হঠাৎ করে হুকুম পেছনে তাকিয়ে দেখেন তার ছেলে, মানিক নেই। তারপরে লক্ষ্য করেন, মানিককে একটি কুমির টেনে নিয়ে নদীর জলের গভীরে চলে যাচ্ছে।

আরও পড়ুন: আসছে ‘ওয়াইড স্প্রেইড রেইন…’! বাংলা জুড়ে আগামী ৫ দিনে আবহাওয়ার বড় ভোলবদল! ‘নতুন’ ভবিষ্যৎবাণী জানিয়ে দিল আইএমডি

ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা জি-প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধন পুর কোস্টাল থানা এলাকার ঘটনা। ঘটনার পরেই খবর যায় গোবর্ধন পুর কোস্টাল থানা এবং বন দফতরে। পুলিশ ও বন দফতর সোমবার, মঙ্গলবার এবং বুধবার দুপুর পর্যন্ত নদীতে লঞ্চ নিয়ে তন্ন তন্ন করে খুঁজে পায়নি।অবশেষে বুধবার বিকেল নাগাদ ঘটনাস্থল থেকে চার কিলোমিটার দূরে,নদীর চরে মানিকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।পুলিশ সেই মৃত দেহ চিহ্নিত করে ময়না তদন্তের জন্য পাঠায়।গত দুদিন ধরে সত্যদাস পুর এলাকায় মানিকের বাড়ি এবং পাড়ায় রীতিমতো শোকের ছায়া নেমে আসে। তবে এক সময় সুন্দরবনের জঙ্গল বাঁচানোর জন্য নদীতে কুমির ছেড়ে ছিল বন-দফতর।সেই কুমীরের মুখগুলো এক সময় স্টেপল করা থাকত। তবুও কুমীর প্রায়ই কোনও না কোনও মানুষকে টেনে নিয়ে যায়,কেউ মারা যায়। কেউ বা আহত অবস্থায় ফিরে আসে।   দক্ষিণ ২৪ পরগনার নদী মাতৃক এলাকার মানুষ গুলোর  বরাবরই জীবনে সংকট।পুলিশও বন দফতরের নিষেধ সত্বেও জীবন জীবিকার জন্য তারা বরাবরই ঝুঁকি নিয়ে নদী ও জঙ্গলে যায়। আবার মানিকের মৃত্যু হল। এখানেই কি থেমে থাকবে অঘটন? প্রশ্ন গ্রামবাসীদের।

Sunderban: ঝড় থেকে বাঁচায় ম্যানগ্রোভ অথচ সুন্দরবনেই ম্যানগ্রোভ ধ্বংস, প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের

ঝড় থেকে বাঁচায় ম্যানগ্রোভ অথচ সুন্দরবনেই ম্যানগ্রোভ ধ্বংস, প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের। পাথরপ্রতিমায় ম্যানগ্রোভ কেটে ভেড়ি তৈরি হচ্ছে। ম্যাবগ্রোভ ধ্বংসের প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের

Sunderdan: বাংলায় এবার এক টুকরো কেরল! সুন্দরবন পর্যটনে বিশেষ নজর মুখ‍্যমন্ত্রীর

কলকাতাঃ সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করেছিলেন। সেই বৈঠকে ও পর্যটন শিল্প নিয়ে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী সুন্দরবনের পর্যটন নিয়ে বিশেষ আলোচনা করেন। প্রতিবছরই শীতের শুরু থেকেই সুন্দরবনে দেশ-বিদেশের বহু পর্যটক আসেন।

আরও পড়ুনঃ ‘অপেক্ষা’ ঘুরে বেড়ায় তিলোত্তমার কোলাহল থেকে নিশ্চিন্দিপুর, তেলেনাপোঁতা হয়ে পদ্মানদীর পারে…. ধ্বনিল আহবান, ‘পুজো আর ১০০ দিন’

ইতিমধ্যেই সুন্দরবন অঞ্চলে প্রাকৃতিক বিপর্যয় আটকানোর জন্য ম্যানগ্রোভ লাগানোর উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষত সুন্দরবনের বাঁধগুলিকে যাতে সুরক্ষিত রাখা যায়। সুন্দরবনে পর্যটন শিল্পকে আরো বিশেষভাবে আকর্ষণ করা যায় তার জন্যই এই নির্দেশ মুখ্যমন্ত্রীর বলেই মনে করা হচ্ছে।

সুন্দরবনের পর্যটন নিয়ে বিশেষ নজর মুখ্যমন্ত্রীর। কেরলের ধাঁচে সুন্দরবনের পর্যটন কে সাজানোর নির্দেশ। কেরলে যেমন হাউস বোট ব্যবহার করা হয়, সুন্দরবন এ তেমন কিছু করা যায় নাকি তা নিয়ে পর্যটন দপ্তরকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলার নির্দেশ মুখ্যমন্ত্রী এর।এতে রাজ্যের আয় বাড়বে যেমন,পর্যটকদের কাছে আরো বেশি আকর্ষণ বাড়বে সুন্দরবনের।এর জন্য প্রয়োজনীয় রোড ম্যাপ তৈরির নির্দেশ রাজ্যের পর্যটন দপ্তরকে মুখ্যমন্ত্রীর বলেই নবান্ন সূত্রে খবর।

কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সুন্দরবনের এই গ্রাম

সুন্দরবন: খানিকটা স্বস্তি দিয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায়। আর সেই ঝড়ের তাণ্ডবেই বাড়ির চাল উড়ে যাওয়া থেকে গাছ পড়ে যাওয়া, সবই ঘটেছে। পুরোপুরি তোলপাড় হয়ে যায় সুন্দরবনের একটি গ্রাম। গত ২ দিনে বাংলার বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টির দাপট ছিল। দোলের দিন সন্ধের দিকেও বাংলার একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হয়। তার জেরে বহু জায়গায় মানুষের দৈনন্দিন জীবন প্রভাবিত হয়।