ভেঙে গেল যুবরাজ-পোলার্ডদের রেকর্ড, নতুন বিশ্বরেকর্ড গড়লেন এই ব্যাটার

টি-২০ ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড। ভেঙে গেল যুবরাজ সিং, কায়রন পোলর্ডদের রেকর্ড। নতুন ইতিহাস গড়লেন সামোয়ার দারিয়াস ভিসার। টি২০-তে ভেঙে দিলেন যুবরাজ সিংয়ের রেকর্ড। এক ওভারে ৩৯ রান করেছেন তিনি। যা আন্তর্জাতিক টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে তোলা সর্বোচ্চ রান।

টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে একবার নয়, এখনও পর্যন্ত মোট পাঁচ বার এক ওভারে ৩৬ রান তুলেছেন ব্যাটসম্যানরা। কিন্তু এক ওভারে ৩৯ রান এটাই প্রথমবার। আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপের সাব রিজিওনাল ইস্ট এশিয়া প্যাসিফিক কোয়ালিফায়ার ম্যাচে ভানুয়াতুর বিরুদ্ধে নেমেছিল সামোয়া। ভানুয়াতুর পেসার নালিন নিপিকোর ১৫ তম ওভারে ৩৯ রান করেন দারিয়াস ভিসার।

২০০৭ সালে আইসিসি-এর প্রথম টি ২০ বিশ্বকাপে ছয় বলে ছয় ছক্কার রেকর্ড গড়েছিলেন যুবরাজ সিং। এরপর ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড (২০২১) গড়েন এই রেকর্ড। এছাড়া টি-২০ ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান করার তালিকায় রয়েছেন নেপালের দীপেন্দ্র সিং আইরি (২০২৪), ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান (২০২৪) এবং রোহিত শর্মা ও রিঙ্কু সিং (২০২৪)।

দারিয়াস ভিসার টানা ৬ বলে ৬ ছক্কা মারতে পারেননি। তিনটি নো এবং একটি ডট বল হয়। তবে ফ্রি হিটে পুষিয়ে দেন তিনি। স্কোরবোর্ড বলছে, দারিয়াস ভিসার নালিনের প্রথম তিনটি বলে তিনটি ছক্কা হাঁকান। চতুর্থ বল নো হয়। ফ্রি হিটে ছক্কা মারেন। পঞ্চম ডেলিভারিতে ডট বল হয়। কোনও রান হয়নি। ষষ্ঠ ডেলিভারিতে ফের নো বল করেন নালিন। ফ্রি হিটের ডেলিভারিও নো বল হয়। তাতে ছক্কা মারেন ভিসার। ফলে ওই বলে ৭ রান হয়। ওই নো বলের জন্য ফ্রি হিটে ফের ছক্কা হাঁকান। অর্থাৎ ৬ বলে ৬টি ছক্কা এবং নো বলে তিন রান মিলিয়ে এক ওভারে হয় মোট ৩৯ রান।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে এবার পথে নামছেন ডোনা গঙ্গোপাধ্যায়, আহ্বান সকল নৃত্যশিল্পীদের

ভানুয়াতুর বিরুদ্ধে এই ম্যাচে ৬২ বলে ১৩২ রান করেন দারিয়াস ভিসার। মেরেছেন ১৪টি ছয়। তাঁর সামনে এদিন শুধু নালিন নন, ভানুয়াতুর কোনও বোলারই দাঁড়াতে পারেননি। ২০২৬ সালে অনুষ্ঠিত হবে আইসিসি টি২০ বিশ্বকাপ। ২৮ বছর বয়সী দারিয়াস ভিসারের ব্যাটে ভর দিয়ে এখন বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে সামোয়া।