Tag Archives: record

IPL 2024: ব্যাটারদের তাণ্ডবে আইপিএলে ছক্কার হল এমন রেকর্ড, যা এর আগে হয়নি

এবার আইপিএলে ব্যাটাররা এমন তাণ্ডব করছে  যা থামাতে কালঘাম ছুটছে বোলারদের। হচ্ছে অসংখ্য হাইস্কোরিং ম্যাচ। তৈরি হচ্ছে একের পর এক রেকর্ডও।
এবার আইপিএলে ব্যাটাররা এমন তাণ্ডব করছে যা থামাতে কালঘাম ছুটছে বোলারদের। হচ্ছে অসংখ্য হাইস্কোরিং ম্যাচ। তৈরি হচ্ছে একের পর এক রেকর্ডও।
এবার আইপিএলের ছক্কা মারার ক্ষেত্রে হল এমন এক রেকর্ড যা এর আগে আইপিএলে কোনও দিন ঘটেনি। এই রেকর্ডই বলে দিচ্ছে কতটা দাপট ব্যাটারদের।
এবার আইপিএলের ছক্কা মারার ক্ষেত্রে হল এমন এক রেকর্ড যা এর আগে আইপিএলে কোনও দিন ঘটেনি। এই রেকর্ডই বলে দিচ্ছে কতটা দাপট ব্যাটারদের।
সবথেকে কম বলে ও কম ম্যাচে এবারের আইপিএলে হাজার ছয় হয়েছে। ৫৭ তম ম্যাচে ১৩,০৭৯ বলে এবারের আইপিএলে হাজার ছক্কার নজির গড়েছে।
সবথেকে কম বলে ও কম ম্যাচে এবারের আইপিএলে হাজার ছয় হয়েছে। ৫৭ তম ম্যাচে ১৩,০৭৯ বলে এবারের আইপিএলে হাজার ছক্কার নজির গড়েছে।
এর আগে আইপিএলের মাত্র ২ বার মরশুমে হাজার ছক্কার রেকর্ড হয়েছে। ২০২২ সালে ১৬,২৬৯ বলে হাজার ছক্কা হয়েছিল। ২০২৩ সালে লেগেছিল ১৫,৩৯০ বল।
এর আগে আইপিএলের মাত্র ২ বার মরশুমে হাজার ছক্কার রেকর্ড হয়েছে। ২০২২ সালে ১৬,২৬৯ বলে হাজার ছক্কা হয়েছিল। ২০২৩ সালে লেগেছিল ১৫,৩৯০ বল।
তবে এবার ছয়ের নিরিখে আইপিএলের সব রেকর্ড ভাঙতে চলেছে। মোট ৭৪টি ম্যাচ হবে এবারের আইপিএলে। ফলে আইপিএলের এক মরশুমে ১১২৪টি রেকর্ড ভাঙা এবার শুধু সময়ের অপেক্ষা।
তবে এবার ছয়ের নিরিখে আইপিএলের সব রেকর্ড ভাঙতে চলেছে। মোট ৭৪টি ম্যাচ হবে এবারের আইপিএলে। ফলে আইপিএলের এক মরশুমে ১১২৪টি রেকর্ড ভাঙা এবার শুধু সময়ের অপেক্ষা।

KKR vs PBKS: কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে হল ৫ মহারেকর্ড, জেনে নিন বিস্তারিত

শুক্রবার ইডেন গার্ডেন্স সাক্ষী থাকল টি-২০ ক্রিকেটের এক ঐতিহাসিক ম্যাচে। প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কেকেআর। জবাবে ৮ বল বাকি থাকতেই জয় পায় পঞ্জাব কিংস। ম্যাচে হল ৫টি অনন্য রেকর্ড।
শুক্রবার ইডেন গার্ডেন্স সাক্ষী থাকল টি-২০ ক্রিকেটের এক ঐতিহাসিক ম্যাচে। প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কেকেআর। জবাবে ৮ বল বাকি থাকতেই জয় পায় পঞ্জাব কিংস। ম্যাচে হল ৫টি অনন্য রেকর্ড।
আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড নিজেদের নামে করল পঞ্জাব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে পঞ্জাবের বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান। (Photo Courtesy- IPL X)
আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড নিজেদের নামে করল পঞ্জাব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে পঞ্জাবের বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান।
(Photo Courtesy- IPL X)
শুধু আইপিলের ইতিহাসেই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেও পঞ্জাব কিংস সবথেকে বড় রান তাড়া করে জিতল। এর আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করে জিতেছিল। পঞ্জান কিংস জিতল ২৬১ তাড়া করে।(Photo Courtesy- IPL X)
শুধু আইপিলের ইতিহাসেই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেও পঞ্জাব কিংস সবথেকে বড় রান তাড়া করে জিতল। এর আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করে জিতেছিল। পঞ্জান কিংস জিতল ২৬১ তাড়া করে।
(Photo Courtesy- IPL X)
কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচে মোট ৪২ টি ছয় হয়েছে। যা শুধু আইপিএল নয়, টি-২০ ক্রিকেটের ইতিহাসে একটি ম্যাচে হওয়া সর্বাধিক ছয় । এর আগে এই রেকর্ড ছিল হায়দরাবাদ-মুম্বই এবং হায়দরাবাদ-বেঙ্গালুরু ম্যাচে। দুটি ম্যাচেই ৩৮টি করে ছয় হয়েছিল। (Photo Courtesy- IPL X)
কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচে মোট ৪২ টি ছয় হয়েছে। যা শুধু আইপিএল নয়, টি-২০ ক্রিকেটের ইতিহাসে একটি ম্যাচে হওয়া সর্বাধিক ছয় । এর আগে এই রেকর্ড ছিল হায়দরাবাদ-মুম্বই এবং হায়দরাবাদ-বেঙ্গালুরু ম্যাচে। দুটি ম্যাচেই ৩৮টি করে ছয় হয়েছিল। (Photo Courtesy- IPL X)
এছাড়া আইপিএলের ইতিহাসে একটি ইনিংসে সর্বাধিক ছয় মারার রেকর্ডও হল কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচে। কেকেআরের বিরুদ্ধে পঞ্জাবের ব্যাটাররা মোট ২৪টি ছয় মারেন। (Photo Courtesy- IPL X)
এছাড়া আইপিএলের ইতিহাসে একটি ইনিংসে সর্বাধিক ছয় মারার রেকর্ডও হল কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচে। কেকেআরের বিরুদ্ধে পঞ্জাবের ব্যাটাররা মোট ২৪টি ছয় মারেন। (Photo Courtesy- IPL X)
আইপিএলের ইতিহাসে কোনও ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সর্বাধিক রানের নিরিখে কেকেআর বনাম পঞ্জাব ম্যাচ জায়গা করে নিল তৃতীয় স্থানে। শুক্রবার ইডেনে হয় মোট ৫২৩ রান। এর আগে হায়দরাবাদ-মুম্বই ম্যাচেও হয়েছিল ৫২৩ রান। ৫৪৯ রান করে প্রথমে রয়েছে আরসিবি বনাম হায়দরাবাদ ম্যাচ।
আইপিএলের ইতিহাসে কোনও ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সর্বাধিক রানের নিরিখে কেকেআর বনাম পঞ্জাব ম্যাচ জায়গা করে নিল তৃতীয় স্থানে। শুক্রবার ইডেনে হয় মোট ৫২৩ রান। এর আগে হায়দরাবাদ-মুম্বই ম্যাচেও হয়েছিল ৫২৩ রান। ৫৪৯ রান করে প্রথমে রয়েছে আরসিবি বনাম হায়দরাবাদ ম্যাচ।

Yashasvi Jaiswal: আইপিএলে এমন রেকর্ড গড়লেন যশস্বী জয়সওয়াল, যা নেই রোহিত-বিরাট-বাটলার-গেইলদেরও

তাঁকে ভারতীয় দলের আগামীর মহাতারকা হিসেবে চিহ্নিত করে দিয়েছেন অনেকেই। টেস্টে পরপর দুটি ডাবল সেঞ্চুরি করে নিজের যোগ্যতাও প্রমাণ করেছেন তিনি। (Photo Courtesy- IPL X)
তাঁকে ভারতীয় দলের আগামীর মহাতারকা হিসেবে চিহ্নিত করে দিয়েছেন অনেকেই। টেস্টে পরপর দুটি ডাবল সেঞ্চুরি করে নিজের যোগ্যতাও প্রমাণ করেছেন তিনি। (Photo Courtesy- IPL X)
তবে আইপিএল ২০২৪-এর শুরুটা খুব একটা ভাল যাচ্ছিল না যশস্বী জয়সওয়ালের। অবশেষে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজের চেনা ছন্দে ফিরলেন রাজস্থান রয়্যালস তারকা। (Photo Courtesy- IPL X)
তবে আইপিএল ২০২৪-এর শুরুটা খুব একটা ভাল যাচ্ছিল না যশস্বী জয়সওয়ালের। অবশেষে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজের চেনা ছন্দে ফিরলেন রাজস্থান রয়্যালস তারকা। (Photo Courtesy- IPL X)
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সোমবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শতরান করে ম্যাচ উইনিং ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল। ৬০ বলে ১০৪ রান করেন তিনি। ৯টি চার ও ৭টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। (Photo Courtesy- IPL X)
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সোমবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শতরান করে ম্যাচ উইনিং ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল। ৬০ বলে ১০৪ রান করেন তিনি। ৯টি চার ও ৭টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। (Photo Courtesy- IPL X)
এই শতরানের সৌজন্যে যশস্বী জয়সওয়াল এমন একটি রেকর্ড নিজের নামে করলেন যা আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত কোনও ব্যাটারের নেই। ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন তরুণ ব্যাটার। (Photo Courtesy- IPL X)
এই শতরানের সৌজন্যে যশস্বী জয়সওয়াল এমন একটি রেকর্ড নিজের নামে করলেন যা আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত কোনও ব্যাটারের নেই। ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন তরুণ ব্যাটার। (Photo Courtesy- IPL X)
২০২৩ সালে এই মুম্বই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন যশস্বী। এবার ২০২৪ সালেও শতরান করলেন তিনি। আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে পরপর দুই মরশুমে শতরান করলেন যশস্বী। (Photo Courtesy- IPL X)
২০২৩ সালে এই মুম্বই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন যশস্বী। এবার ২০২৪ সালেও শতরান করলেন তিনি। আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে পরপর দুই মরশুমে শতরান করলেন যশস্বী। (Photo Courtesy- IPL X)

KKR vs RCB: কেকেআর বনাম আরসিবির রুদ্ধশ্বাস ম্যাচে হল ৫ বড় রেকর্ড, জেনে নিন বিস্তারিত

ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে ১ রানে রুদ্ধশ্বাস জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। লাস্ট ওভার লাস্ট বল থ্রিলারে আরসিবির বিরুদ্ধে জয় পায় নাইটরা। দুই দলের হাড্ডাহাড্ডি ম্যাচে হল ৫টি রেকর্ডও।
ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে ১ রানে রুদ্ধশ্বাস জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। লাস্ট ওভার লাস্ট বল থ্রিলারে আরসিবির বিরুদ্ধে জয় পায় নাইটরা। দুই দলের হাড্ডাহাড্ডি ম্যাচে হল ৫টি রেকর্ডও।
কেকেআরের বিরুদ্ধে ৭ বলে ১৮ রান করেন বিরাট কোহলি। ২টি ছয় মারেন তিনি। এর সৌজন্যে আইপিএলে ২৫০টি ছয়ের মাইলস্টোন টপকে গেলেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে চতুর্থ ও ভারতীয় হিসেবে দ্বিতীয় ব্যাচার হিসেবে আইপিএলে ২৫০টি ছয় মারার রেকর্ড গড়লেন কোহলি।
কেকেআরের বিরুদ্ধে ৭ বলে ১৮ রান করেন বিরাট কোহলি। ২টি ছয় মারেন তিনি। এর সৌজন্যে আইপিএলে ২৫০টি ছয়ের মাইলস্টোন টপকে গেলেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে চতুর্থ ও ভারতীয় হিসেবে দ্বিতীয় ব্যাচার হিসেবে আইপিএলে ২৫০টি ছয় মারার রেকর্ড গড়লেন কোহলি।
আরসিবির বিরুদ্ধে দুই উইকেট নেওয়ার সঙ্গে আইপিএলের ইতিহাসে এক অনন্য রেকর্ডের অধিকারী হলেন সুনীল নারিন। আরসিবির বিরুদ্ধে ২টি উইকেট নিয়ে নারিনের উইকেট সংখ্যা দাঁড়াল ১৭২। যা আইপিএলের ইতিহাসে যে কোনও একটি দলের হয়ে সর্বোচ্চ।
আরসিবির বিরুদ্ধে দুই উইকেট নেওয়ার সঙ্গে আইপিএলের ইতিহাসে এক অনন্য রেকর্ডের অধিকারী হলেন সুনীল নারিন। আরসিবির বিরুদ্ধে ২টি উইকেট নিয়ে নারিনের উইকেট সংখ্যা দাঁড়াল ১৭২। যা আইপিএলের ইতিহাসে যে কোনও একটি দলের হয়ে সর্বোচ্চ।
আইপিএলের ইতিহাসে এই প্রথম ১ রানে ম্যাচ জিতল কলকাতা নাইট রাইডার্স। ২০১৪ সালে আরসিবির বিরুদ্ধে  ও ২০২০ সালে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২ রানের জিতেছিল কেকেআর। ১ রানে এই প্রথম।
আইপিএলের ইতিহাসে এই প্রথম ১ রানে ম্যাচ জিতল কলকাতা নাইট রাইডার্স। ২০১৪ সালে আরসিবির বিরুদ্ধে ও ২০২০ সালে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২ রানের জিতেছিল কেকেআর। ১ রানে এই প্রথম।
উল্টোদিকেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও এর আগে কোনও দিন ১ রানে ম্যাচ হারেনি। এর আগে ২০১৪ সালে কেকেআরের বিরুদ্ধেই ২ রানে হেরেছিল আরসিবি। সেই রেকর্ড ভেঙে গেল রবিবার।
উল্টোদিকেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও এর আগে কোনও দিন ১ রানে ম্যাচ হারেনি। এর আগে ২০১৪ সালে কেকেআরের বিরুদ্ধেই ২ রানে হেরেছিল আরসিবি। সেই রেকর্ড ভেঙে গেল রবিবার।
কেকেআরের ২২৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ বলে ২২২ রানে অলআউট হয়ে যায় আরসিবি। টি-২০ ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনও দল ১০ উইকেট হারিয়ে সবথেকে বেশি রান করল।
কেকেআরের ২২৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ বলে ২২২ রানে অলআউট হয়ে যায় আরসিবি। টি-২০ ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনও দল ১০ উইকেট হারিয়ে সবথেকে বেশি রান করল।

KKR News: এই রেকর্ড আইপিএল ইতিহাসে কারও নেই, যা করে দেখালেন কেকেআরের সুনীল নারিন

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স ২২৩ রান করে হারলেও স্মরণীয় ইনিংস খেলেন সুনীল নারিন। দলের হয়ে বিধ্বংসী ইনিংস খেলেন ক্যারিবিয়ান তারকা।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স ২২৩ রান করে হারলেও স্মরণীয় ইনিংস খেলেন সুনীল নারিন। দলের হয়ে বিধ্বংসী ইনিংস খেলেন ক্যারিবিয়ান তারকা।
৫৬ বলে ১০৯ রানের স্মরণীয় ইনিংস খেলে আউট হন সুনীল নারিন। ১৩টি চার ও ৬টি ছয়ে সাজানো নারিনের ইনিংস। একইসঙ্গে ইতিহাসের পাতায় নাম লেখালেন নারিন।
৫৬ বলে ১০৯ রানের স্মরণীয় ইনিংস খেলে আউট হন সুনীল নারিন। ১৩টি চার ও ৬টি ছয়ে সাজানো নারিনের ইনিংস। একইসঙ্গে ইতিহাসের পাতায় নাম লেখালেন নারিন।
নিজের আইপিএল কেরিয়ারে প্রথম ও কেকেআরের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে শতরান করলেন সুনীল নারিন। নাম লেখালেন ব্র্যান্ডন ম্যাকালাম ও ভেঙ্কটেশ আইয়ারদের তালিকায়।
নিজের আইপিএল কেরিয়ারে প্রথম ও কেকেআরের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে শতরান করলেন সুনীল নারিন। নাম লেখালেন ব্র্যান্ডন ম্যাকালাম ও ভেঙ্কটেশ আইয়ারদের তালিকায়।
একইসঙ্গে সুনীল নারিন আইপিএলের ইতিহাসে এমন একটি রেকর্ড গড়লেন যা কোনও ক্রিকেটারের নেই। ব্যাট-বলে-ফিল্ডিংয়ে অবদান রেখে এই নজির গড়েন নারিন।
একইসঙ্গে সুনীল নারিন আইপিএলের ইতিহাসে এমন একটি রেকর্ড গড়লেন যা কোনও ক্রিকেটারের নেই। ব্যাট-বলে-ফিল্ডিংয়ে অবদান রেখে এই নজির গড়েন নারিন।
আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হলেন সুনীল নারিন যিনি কোনও একটি  আইপিএল ম্যাচ ব্যাটে হাতে সেঞ্চুরি গড়েছেন, বল হাতে উইকেট নিয়েছেন ও ফিল্ডিংয়ে  ক্যাচও ধরেছেন।
আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হলেন সুনীল নারিন যিনি কোনও একটি আইপিএল ম্যাচ ব্যাটে হাতে সেঞ্চুরি গড়েছেন, বল হাতে উইকেট নিয়েছেন ও ফিল্ডিংয়ে ক্যাচও ধরেছেন।
শতরান করার পাশাপাশি ২টি উইকেট নেন সুনীল নারিন। এছাড়া সঞ্জু স্যামসনের ক্য়াচও ধরেন ক্যারিবিয়ান তারকা। আগাগী দিনেও নারিনের কাছ থেকে এমনই পারফরম্যান্স দেখতে চান কেকেআর ফ্যানেরা।
শতরান করার পাশাপাশি ২টি উইকেট নেন সুনীল নারিন। এছাড়া সঞ্জু স্যামসনের ক্য়াচও ধরেন ক্যারিবিয়ান তারকা। আগাগী দিনেও নারিনের কাছ থেকে এমনই পারফরম্যান্স দেখতে চান কেকেআর ফ্যানেরা।

MS Dhoni: হার্দিককে ৩টি ছয় মেরে ধোনি গড়লেন এমন রেকর্ড, যা আইপিএলে কোনও ভারতীয়র নেই

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। ম্যাচে ৪ বলে ২০ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এমএস ধোনি।
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। ম্যাচে ৪ বলে ২০ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এমএস ধোনি।
সিএসকের ইনিংসের যখন মাত্র ৪ বল বাকি তখন মাঠে নামেন এমএস ধোনি। সেই সময় বোলিং করছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তারপর যা হল তা ইতিহাস।
সিএসকের ইনিংসের যখন মাত্র ৪ বল বাকি তখন মাঠে নামেন এমএস ধোনি। সেই সময় বোলিং করছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তারপর যা হল তা ইতিহাস।
হার্দিককে পরপর ৩ বলে ৩টি ছয় মারেন ধোনি। একটি লং অফ, একটি লং অন ও শেষটি স্কোয়ার লেগের উপর দিয়ে। শেষ বলে নেন ২ রান। ৪ বলের ধোনি ঝড়ে তখন লণ্ডভণ্ড হার্দিক।
হার্দিককে পরপর ৩ বলে ৩টি ছয় মারেন ধোনি। একটি লং অফ, একটি লং অন ও শেষটি স্কোয়ার লেগের উপর দিয়ে। শেষ বলে নেন ২ রান। ৪ বলের ধোনি ঝড়ে তখন লণ্ডভণ্ড হার্দিক।
এই ম্যাচটি ছিল সিএসকের জার্সিতে ধোনির ২৫০তম ম্যাচ। আর সেই ম্যাচ রেকর্ড গড়ে স্মরণীয় করে রাখলেন এমএস ধোনি। যা আইপিএলের ইতিহাসে কোনও ভারতীয়র নেই।
এই ম্যাচটি ছিল সিএসকের জার্সিতে ধোনির ২৫০তম ম্যাচ। আর সেই ম্যাচ রেকর্ড গড়ে স্মরণীয় করে রাখলেন এমএস ধোনি। যা আইপিএলের ইতিহাসে কোনও ভারতীয়র নেই।
প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে আইপিএলে ব্যাট করতে নেমে প্রথম তিনটি বলেই ছক্কা হাঁকিয়ে হ্যাটট্রিক করলেন এমএস ধোনি। ৪২-এও সকলের মন জিতে নিলেম মাহি।
প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে আইপিএলে ব্যাট করতে নেমে প্রথম তিনটি বলেই ছক্কা হাঁকিয়ে হ্যাটট্রিক করলেন এমএস ধোনি। ৪২-এও সকলের মন জিতে নিলেম মাহি।

IPL 2024 Record: এবার আইপিএলে ‘ট্রিপল সেঞ্চুরি’! এমন ছক্কার তাণ্ডব আগে কখনও ঘটেনি

২২ মার্চ ঢাকে কাঠি পড়েছিল আইপিএল ২০২৪। প্রথম দু সপ্তাহের মধ্যেই একাধিক রেকর্ডের ভাঙা-গড়ার সাক্ষী থেকেছে ফ্যানরা।
২২ মার্চ ঢাকে কাঠি পড়েছিল আইপিএল ২০২৪। প্রথম দু সপ্তাহের মধ্যেই একাধিক রেকর্ডের ভাঙা-গড়ার সাক্ষী থেকেছে ফ্যানরা।
এবার আইপিএল হল এমন এক রেকর্ড যা এর আগে আইপিএলের ১৭ বছরের ইতিহাসে আগে কখনও ঘটেনি।
এবার আইপিএল হল এমন এক রেকর্ড যা এর আগে আইপিএলের ১৭ বছরের ইতিহাসে আগে কখনও ঘটেনি।
আইপিএল মানেই ক্রিকেট প্রেমিরা চার-ছক্কার ফুলঝুরি দেখার জন্যই মাঠে যান বা টিভি-মোবাইলের সামনে বসেন।
আইপিএল মানেই ক্রিকেট প্রেমিরা চার-ছক্কার ফুলঝুরি দেখার জন্যই মাঠে যান বা টিভি-মোবাইলের সামনে বসেন।
আইপিএল-এর ১৭ তম আসরের ১৭ তম ম্যাচেই ছক্কার একটি ট্রিপল সেঞ্চুরি দেখে ফেলল গোটা ক্রিকেট বিশ্ব।
আইপিএল-এর ১৭ তম আসরের ১৭ তম ম্যাচেই ছক্কার একটি ট্রিপল সেঞ্চুরি দেখে ফেলল গোটা ক্রিকেট বিশ্ব।
এর আগে আইপিএল-এর কোনও মরশুমে এত কম ম্যাচে ৩০০টি ছক্কা মারা হয়নি। এই রেকর্ড বলে দিচ্ছে ব্যাটারদের দাপট কতটা।
এর আগে আইপিএল-এর কোনও মরশুমে এত কম ম্যাচে ৩০০টি ছক্কা মারা হয়নি। এই রেকর্ড বলে দিচ্ছে ব্যাটারদের দাপট কতটা।
এর আগে গত মরশুমে ১৭ ম্যাচে ২৫৯টি ছক্কা হয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে গেল। গুজরাত-পঞ্জাব ম্যাচে ৩০০ নম্বর ছয়টি মারেন শুভমান গিল।
এর আগে গত মরশুমে ১৭ ম্যাচে ২৫৯টি ছক্কা হয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে গেল। গুজরাত-পঞ্জাব ম্যাচে ৩০০ নম্বর ছয়টি মারেন শুভমান গিল।

KKR News: দিল্লিকে হারিয়ে ৫ বড় রেকর্ড গড়ল কেকেআর, জেনে নিন বিস্তারিত

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১০৬ রানে ম্যাচ জিতেছে কেকেআর। প্রথমে ব্যাট করে ২৭২ রানের রেকর্ড স্কোর করে নাইটরা। জবাবে দিল্লি অলআউট ১৬৬ রানে।  ম্যাচ জয়ের পাশাপাশি পাঁচটি বড় রেকর্ড গড়ে কেকেআর।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১০৬ রানে ম্যাচ জিতেছে কেকেআর। প্রথমে ব্যাট করে ২৭২ রানের রেকর্ড স্কোর করে নাইটরা। জবাবে দিল্লি অলআউট ১৬৬ রানে। ম্যাচ জয়ের পাশাপাশি পাঁচটি বড় রেকর্ড গড়ে কেকেআর।
চলতি আইপিলেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিরুদ্ধে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ ২৭৭ রান করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। কেকেআরের করা ২৭২ রান আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।
চলতি আইপিলেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিরুদ্ধে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ ২৭৭ রান করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। কেকেআরের করা ২৭২ রান আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।
এর আগ আইপিলের ইতিহাসে কলকাতা নাইট রাইডার্সের সর্বোচ্চ স্কোর ছিল ২৪৫। ২০১৮ সালে পঞ্জাবের বিরুদ্ধে করেছিল নাইটরা। দিল্লি ক্যাপিটালসর বিরুদ্ধে সেই রকর্ড ভেঙে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়ল কেকেআর।
এর আগ আইপিলের ইতিহাসে কলকাতা নাইট রাইডার্সের সর্বোচ্চ স্কোর ছিল ২৪৫। ২০১৮ সালে পঞ্জাবের বিরুদ্ধে করেছিল নাইটরা। দিল্লি ক্যাপিটালসর বিরুদ্ধে সেই রকর্ড ভেঙে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়ল কেকেআর।
এর আগে আইপিএলের ইতিহাসে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কোনও আইপিএল দলে সর্বোচ্চ স্কোর ছিল ২২৩। ২০২৩ আইপিএলে দিল্লির বিরুদ্ধে সিএসকে করেছিল এই স্কোর। এবার কেকেআর সেই রেকর্ড ভেঙে দিল।
এর আগে আইপিএলের ইতিহাসে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কোনও আইপিএল দলে সর্বোচ্চ স্কোর ছিল ২২৩। ২০২৩ আইপিএলে দিল্লির বিরুদ্ধে সিএসকে করেছিল এই স্কোর। এবার কেকেআর সেই রেকর্ড ভেঙে দিল।
এছাড়া বিশাখাপত্তনমে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোর ছিল চেন্নাই সুপার কিংসের ২২৩। বুধবার ২৭২ করে সেই রেকর্ড নিজেদের নামে করল কলকাতা নাইট রাইডার্স।
এছাড়া বিশাখাপত্তনমে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোর ছিল চেন্নাই সুপার কিংসের ২২৩। বুধবার ২৭২ করে সেই রেকর্ড নিজেদের নামে করল কলকাতা নাইট রাইডার্স।
২০১৪ সাল থেকে কেকেআরের হয়ে খেলছেন রাসেল। দলের প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ২০০টি ছয় মারার নজির গড়েছেন রাসেল। কেকেআরের হয়ে এখনও এত ছয় কেউ মারতে পারেননি।
২০১৪ সাল থেকে কেকেআরের হয়ে খেলছেন রাসেল। দলের প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ২০০টি ছয় মারার নজির গড়েছেন রাসেল। কেকেআরের হয়ে এখনও এত ছয় কেউ মারতে পারেননি।

MS Dhoni: ৪২ বছরেও ধোনি গড়লেন এমন রেকর্ড, যা বিশ্বে কোনও ক্রিকেটারের নেই

বয়স ৪২ হয়ে গিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ৪ বছর। ক্রিকেট কেরিয়ারের একেবারে বিদায় লগ্নে চলে এসেছেন। তারপরও এমএস ধোনির জনপ্রিয়তায় এত টুকু ভাঁটা পড়েনি।
বয়স ৪২ হয়ে গিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ৪ বছর। ক্রিকেট কেরিয়ারের একেবারে বিদায় লগ্নে চলে এসেছেন। তারপরও এমএস ধোনির জনপ্রিয়তায় এত টুকু ভাঁটা পড়েনি।
তেমনই ভাঁটা পড়নি মাহির রেকর্ড গড়াতেও। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও মাঠে নেমে এমন একটি রেকর্ড গড়লেন এমএস ধোনি, যা টি-২০ ক্রিকেটে বিশ্ব আর কোনও ক্রিকেটারর নেই।
তেমনই ভাঁটা পড়নি মাহির রেকর্ড গড়াতেও। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও মাঠে নেমে এমন একটি রেকর্ড গড়লেন এমএস ধোনি, যা টি-২০ ক্রিকেটে বিশ্ব আর কোনও ক্রিকেটারর নেই।
বিশ্বে প্রথম ক্রিকেটারের টি-২০ উইকেটকিপার হিসেবে  ৩০০তম শিকার করলেন এমএস ধোনি। উইকটের পিছনে ধোনির ৩০০ শিকারের মধ্যে রয়েছে ২১৩টি ক্যাচ এবং ৮৭টি স্টাম্প।
বিশ্বে প্রথম ক্রিকেটারের টি-২০ উইকেটকিপার হিসেবে ৩০০তম শিকার করলেন এমএস ধোনি। উইকটের পিছনে ধোনির ৩০০ শিকারের মধ্যে রয়েছে ২১৩টি ক্যাচ এবং ৮৭টি স্টাম্প।
রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রবীন্দ্র জাদেজার বলে পৃথ্বী শয়ের ক্যাচ ধরার পরেই ৩০০ শিকার পূর্ণ হয় ধোনির। এই তালিকায় ধোনি আগে থেকেই শীর্ষে ছিলেন। দ্বিতীয় স্থানে কামরান আকমলর শিকার ২৭৪।
রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রবীন্দ্র জাদেজার বলে পৃথ্বী শয়ের ক্যাচ ধরার পরেই ৩০০ শিকার পূর্ণ হয় ধোনির। এই তালিকায় ধোনি আগে থেকেই শীর্ষে ছিলেন। দ্বিতীয় স্থানে কামরান আকমলর শিকার ২৭৪।
প্রসঙ্গত, দিল্লি বিরুদ্ধে দলকে জেতাতে না পারলেও ব্যাট হাতেও চমক দেখিয়েছেন এমএস ধোনি। ১৬ বলে ৩৭ রানের মারকাটারি ইনিংস খেলেছেন মাহি। ৩টি ছয় ৪টি চার দিয়ে সাজানো তাঁর ইনিংস।
প্রসঙ্গত, দিল্লি বিরুদ্ধে দলকে জেতাতে না পারলেও ব্যাট হাতেও চমক দেখিয়েছেন এমএস ধোনি। ১৬ বলে ৩৭ রানের মারকাটারি ইনিংস খেলেছেন মাহি। ৩টি ছয় ৪টি চার দিয়ে সাজানো তাঁর ইনিংস।

5 World Records in MI vs SRH IPL 2024: ৫ বিশ্বরেকর্ড হল মুম্বই বনাম হায়দরাবাদ ম্যাচে, যা এর আগে কখনও ঘটেনি

বুধবার রাতে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুধু আইপিএলের নয় টি-২০ ক্রিকেট তৈরি হল নতুন ইতিহাস। ৫৩১ রানের হাই স্কোরিং ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৩১ রানে হারা সানরাইজার্স হায়দরাবাদ। একইসঙ্গে ম্যাচে তৈরি হল ৫টি রেকর্ডও। (Photo Courtesy- IPL X)
বুধবার রাতে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুধু আইপিএলের নয় টি-২০ ক্রিকেট তৈরি হল নতুন ইতিহাস। ৫৩১ রানের হাই স্কোরিং ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৩১ রানে হারা সানরাইজার্স হায়দরাবাদ। একইসঙ্গে ম্যাচে তৈরি হল ৫টি রেকর্ডও। (Photo Courtesy- IPL X)
ফ্র্যাঞ্চাইজি লিগ হোক আর আন্তর্জাতিক টি-২০ ম্যাচ, সব মিলিয়ে টি-২০ ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক রান উঠল আইপিএলে মুম্বই বনাম হায়দরাবাদ ম্যাচ। সানরাইজার্স করে ২৭৭। জবাবে মুম্বই ২৪৬। মোট ৫২৩ রান। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে যে ৫১৭ রান উঠেছিল, সেটার রেকর্ড ভেঙে গেল। (Photo Courtesy- IPL X)
ফ্র্যাঞ্চাইজি লিগ হোক আর আন্তর্জাতিক টি-২০ ম্যাচ, সব মিলিয়ে টি-২০ ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক রান উঠল আইপিএলে মুম্বই বনাম হায়দরাবাদ ম্যাচ। সানরাইজার্স করে ২৭৭। জবাবে মুম্বই ২৪৬। মোট ৫২৩ রান। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে যে ৫১৭ রান উঠেছিল, সেটার রেকর্ড ভেঙে গেল। (Photo Courtesy- IPL X)
সানরাইজার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে বুধবার মোট ৪০ ওভারে ৩৮টি ছয় হয়েছে। যা শুধু আইপিএলের ইতিহাসে নয়, টি-২০ ক্রিকেটের ইতিহাসেও এক ম্যাচে সর্বাধির ছকাক মারার রেকর্ড গড়েছে। (Photo Courtesy- IPL X)
সানরাইজার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে বুধবার মোট ৪০ ওভারে ৩৮টি ছয় হয়েছে। যা শুধু আইপিএলের ইতিহাসে নয়, টি-২০ ক্রিকেটের ইতিহাসেও এক ম্যাচে সর্বাধির ছকাক মারার রেকর্ড গড়েছে। (Photo Courtesy- IPL X)
এছাড়া আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ স্কোরের রেকর্ড নিজেদে নামে করল সানরাইজার্স হায়দরাবাদ। এর আগে ২০১৩ সালে পুণের বিরুদ্ধে ২৬৩ রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু৷ বুধবার ২৭৭ করে সেই রেকর্ড ভেঙে দিল সানরাইজার্স। (Photo Courtesy- IPL X)
এছাড়া আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ স্কোরের রেকর্ড নিজেদে নামে করল সানরাইজার্স হায়দরাবাদ। এর আগে ২০১৩ সালে পুণের বিরুদ্ধে ২৬৩ রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু৷ বুধবার ২৭৭ করে সেই রেকর্ড ভেঙে দিল সানরাইজার্স। (Photo Courtesy- IPL X)
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমেও সর্বোচ্চ স্কোরের রেকর্ড করল মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে প্রথমে ব্যাট করে হায়দরাবাদের ২৭৭ রানের জবাবে ২৪৬ রান করে মুম্বই। এর আগে আইপিএলে দ্বিতীয় ইনিংসে এত রান কেউ করতে পারেনি। (Photo Courtesy- IPL X)
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমেও সর্বোচ্চ স্কোরের রেকর্ড করল মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে প্রথমে ব্যাট করে হায়দরাবাদের ২৭৭ রানের জবাবে ২৪৬ রান করে মুম্বই। এর আগে আইপিএলে দ্বিতীয় ইনিংসে এত রান কেউ করতে পারেনি। (Photo Courtesy- IPL X)
মুম্বই ইন্ডিয়ান্সও আইপিএল ইতিহাসে এদি তাদের সর্বোচ্চ স্কোর করল। এর আগে ২০২১ আইপিএলে হায়দরাবাদের বিরুদ্ধে ২৩৫ রান করেছিল মুম্বই। এদিন ২৪৬ করে নিজেদের রেকর্ড ভাঙল ৫ বারের আইপিএল জয়ী দল। (Photo Courtesy- IPL X)
মুম্বই ইন্ডিয়ান্সও আইপিএল ইতিহাসে এদি তাদের সর্বোচ্চ স্কোর করল। এর আগে ২০২১ আইপিএলে হায়দরাবাদের বিরুদ্ধে ২৩৫ রান করেছিল মুম্বই। এদিন ২৪৬ করে নিজেদের রেকর্ড ভাঙল ৫ বারের আইপিএল জয়ী দল। (Photo Courtesy- IPL X)