Tag Archives: Yuvraj Singh

যুবরাজ সিং-এর জীবন, কেরিয়ার, রেকর্ড এক ঝলকে

পুরো নাম: যুবরাজ সিং

জন্ম: ১২ ডিসেম্বর, ১৯৮১

উচ্চতা: ৬ ফুট

জাতীয়তা: ভারতীয়

ক্রীড়াবিদ: অল রাউন্ডার / বাম-হাতি ব্যাটসম্যান এবং স্লো লেফট-আর্ম অর্থোডক্স

পরিবার

পিতা: যোগরাজ সিং

মাতা: শবনম সিং

স্ত্রী: হ্যাজেল কিচ

সন্তান: ওরিয়ন কিচ সিং (পুত্র)

যুবরাজ সিং হলেন এক জন ভারতীয় ক্রিকেটার, যিনি ১৯৮১ সালের ১২ ডিসেম্বর এক পঞ্জাবি শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা যোগরাজ সিং হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ফলে বাবার কাছে খুব ছোট বয়স থেকেই কঠোর অনুশীলন এবং অধ্যবসায়ের মধ্যে দিয়েই শুরু হয় তাঁর প্রশিক্ষণ। মাত্র ১৩ বছর বয়সে তিনি পঞ্জাব অনূর্ধ্ব-১৬ দলে যোগ দেন এবং পরে পঞ্জাব অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার সুযোগ পান। ১৯৯৭ সালে ফার্স্ট-ক্লাস ক্রিকেটে তাঁর অভিষেক ঘটে। মূলত হার্ড-হিটিং ব্যাটিংয়ের জন্যই বিখ্যাত যুবরাজ সিং। এক সময় ভারতীয় দলের অন্যতম মূল স্তম্ভ ছিলেন তিনি। ব্যাটিং থেকে শুরু করে বোলিং – সবেতেই পারদর্শী ছিলেন যুবরাজ। তাঁর কেরিয়ার ছবির চিত্রনাট্যের চেয়ে কিছু কম নয়। ২০১১ সালের বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড, ক্যানসার এবং মারণ রোগকে হারিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে ফের মাঠে নামা – এ যেন এক কিংবদন্তী আখ্যান।

কেরিয়ারের সূচনা:

শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯-এর বিপক্ষে ৫৫ বলে ৮৯ রান করে যুবরাজের কেরিয়ারের প্রথম সাফল্য আসে। ২০০০ সালে তিনি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ পান। এই টুর্নামেন্টে ভারত জয়ী হয় এবং যুবরাজ সিং তাঁর দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যান অফ দ্য টুর্নামেন্টের শিরোপা লাভ করেন।

আন্তর্জাতিক মঞ্চে যুবরাজ:

অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের পরেই তিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে খেলার সুযোগ পান। ২০০১ এবং ২০০২ সালে রান কম করার কারণে দল থেকে বাদ পড়ার পর যুবরাজ একই বছরে জিম্বাবোয়ের বিরুদ্ধে দুটি দুর্দান্ত ইনিংস খেলে ফের দলে জায়গা করে নেন।

২০০২ সালের ন্যাটওয়েস্ট সিরিজে বৃষ্টিতে ভেসে যাওয়া খেলায় তিনি মাত্র ১৯ বলে ৪০ রান করেন। এই সিরিজের ফাইনালে ভারত ১৪৬ রানে ৫ উইকেট হারায়। এর পর মহম্মদ কাইফের সঙ্গে পার্টনারশিপে রান হাঁকাতে শুরু করেন যুবরাজ। এই জুটি ১২১ রান করে। যার ফলে ফাইনালে ভারতের জয় নিশ্চিত হয়। পল কলিংউডের হাতে ক্যাচ দিয়ে যুবরাজ ৬৯ (৬৩) রানে আউট হন। এই ফাইনালকে এখনও পর্যন্ত ভারতের অন্যতম সেরা ওয়ান-ডে বলে মনে করা হয়। 

চূড়ান্ত সাফল্য:

তাঁর বহুমুখী পারফরমেন্সের পর ২০০৭ সালের বিশ্বকাপের জন্য এমএস ধোনির ডেপুটি অর্থাৎ ভাইস-ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করা হয়। এই টুর্নামেন্টে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ৬টি ছক্কা মেরে রেকর্ড গড়ার পাশাপাশি দেশ-সহ গোটা বিশ্বকে চমকে দেন যুবরাজ। শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৩০ বলে ৭০ রান করে ভারতকে ফাইনালের দোরগাোড়ায় পৌঁছে দিতে সাহায্য করেছিলেন। এই টুর্নামেন্টের পর ২০১১ সালের বিশ্বকাপে ৩০০ রান করে এবং ১৫টি উইকেট নিয়ে ভারতের জয়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁকে ম্যান অফ দ্য টুর্নামেন্টের শিরোপা দেওয়া হয়। 

কেরিয়ারের পতন:

যুবরাজ সিংয়ের ক্যানসার টিউমার ধরা পড়ে। ২০১১ সালের বিশ্বকাপ চালকালীনই আচমকা তাঁর রক্তবমি শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে কেমোথেরাপি নিয়ে সুস্থ হয়ে ওঠেন তিনি। ফের ব্লু জার্সিতে মাঠে নামলেও আগের সেই যুবরাজকে আর দেখা যায়নি।

পুরস্কার:

২০১২ সালে তৎকালীন রাষ্ট্রপতির হাত থেকে অর্জুন পুরস্কার পেয়েছিলেন তিনি।

২০১৪ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন যুবরাজ সিং।

বলুন তো, ২০২৪ টি২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে? ভারতীয় তারকা, করেছেন বিশ্বরেকর্ড

কলকাতা: T20 বিশ্বকাপ ২০২৪ ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় অনুষ্ঠিত হতে চলেছে। এই টুর্নামেন্টের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড শীঘ্রই ঘোষণা করা হতে পারে। ইতিমধ্যে আইসিসি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় তারকা যুবরাজ সিংকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছে আইসিসি।

যুবরাজ সিং ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর নামে অনেক বড় বড় রেকর্ড রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুবরাজ সিংকে বেছে নিল আইসিসি। যুবরাজ সিং ছাড়াও ক্রিস গেইল এবং উসাইন বোল্টকেও এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে।

আরও পড়ুন- KKR vs PBKS: কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে হল ৫ মহারেকর্ড, জেনে নিন বিস্তারিত

যুবরাজ সিং নামটা শুনলেই অনেকের মনে পড়ে যায়, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ৬ বলে ৬টি ছক্কার কথা। যা কি না ছিল বিশ্বরেকর্ড। একইসঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ১২ বলে হাফ সেঞ্চুরিও করেছেন তিনি। এটি এই টুর্নামেন্টের দ্রুততম হাফ সেঞ্চুরিও। যুবরাজ সিংয়ের দুর্দান্ত ফর্মের কারণে টিম ইন্ডিয়া ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ অনুষ্ঠিত হবে ১ থেকে ২৯ জুন পর্যন্ত। এবার মোট ২০টি দল অংশ নিচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে আয়ারল্যান্ড, পাকিস্তান, আমেরিকা ও কানাডার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেটভক্তরা।

বিশ্বকাপে টিম ইন্ডিয়ার উইকেটকিপার কে হতে পারে, জানিয়েছেন যুবরাজ সিং। দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জিততে ভারতকে কী কী করতে হবে তা নিয়েও আলোচনা করেছেন যুবি।

আরও পড়ুন- KKR vs PBKS: টি-২০ ক্রিকেটে নয়া ইতিহাস তৈরি করল পঞ্জাব কিংস,গড়ল দুই বিশ্বরেকর্ড

যুবরাজ বলেছিলেন, সূর্যকুমার যাদব এমন একজন ক্রিকেটার যিনি ১৫ বলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। যুবরাজ সিং বলেছেন যে ভারতের জন্য এই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছেন। যুবরাজ সিং আরও বলেন, যুজবেন্দ্র চাহালের মতো একজন লেগ স্পিনারকে দলে দেখতে চান তিনি।

যুবরাজ সিং বলেছেন, দীনেশ কার্তিক একটি ভাল বিকল্প হতে পারেন কিপার হিসেবে। তিনি সঞ্জু স্যামসন এবং ঋষভ পন্থের কথাও বলেছেন।

Lok Sabha Elections 2024: লোকসভা ভোটে লড়ছেন যুবরাজ সিং! নিজের অবস্থান স্পষ্ট করলেন ছয় ছক্কার মালিক

দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি। ইতিমধ্যেই গতবারের সংখ্যা টপকে ৩৭০টি আসন জেতার লক্ষ্যমাত্র স্থির করেছে বিজেপি। আর এনডিএ জোটের টার্গেট ৪০০-পার।
দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি। ইতিমধ্যেই গতবারের সংখ্যা টপকে ৩৭০টি আসন জেতার লক্ষ্যমাত্র স্থির করেছে বিজেপি। আর এনডিএ জোটের টার্গেট ৪০০-পার।
লক্ষ্যে পৌছতে ইতিমধ্যেই নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামাদের ভোটের ময়দানে নামানোর কথা ভাবছে পদ্ম শিবির। বিগত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার বিজেপির হয়ে ভোটে লড়তে চলেছেন।
লক্ষ্যে পৌছতে ইতিমধ্যেই নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামাদের ভোটের ময়দানে নামানোর কথা ভাবছে পদ্ম শিবির। বিগত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার বিজেপির হয়ে ভোটে লড়তে চলেছেন।
এমনকী কোন আসন থেকে যুবরাজ সিং লড়তে পারেন তারও নাম সামনে আসছিল বিভিন্ন সূত্র থেকে। বলিউড তারকা সানি দেওলের জায়গায় গুরুদাসপুর থেকে যুবরাজ সিং দাঁড়াতে পারে বলে জল্পনা ছিল।
এমনকী কোন আসন থেকে যুবরাজ সিং লড়তে পারেন তারও নাম সামনে আসছিল বিভিন্ন সূত্র থেকে। বলিউড তারকা সানি দেওলের জায়গায় গুরুদাসপুর থেকে যুবরাজ সিং দাঁড়াতে পারে বলে জল্পনা ছিল।
অবশেষে লোকসভা ভোটে দাঁড়ানোর জল্পনা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করল দেশের হয়ে দুটি বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। আসন্ন লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুবি।
অবশেষে লোকসভা ভোটে দাঁড়ানোর জল্পনা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করল দেশের হয়ে দুটি বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। আসন্ন লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুবি।
যুবরাজ জানিয়েছেন, ‘আমি গুরুদাসপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। আমার আবেগ বিভিন্ন ক্ষমতার লোকেদের সমর্থন করা এবং সাহায্য করা। আমি আমার ফাউন্ডেশনের মাধ্যমে ভবিষ্যতেও এটা করব।’
যুবরাজ জানিয়েছেন, ‘আমি গুরুদাসপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। আমার আবেগ বিভিন্ন ক্ষমতার লোকেদের সমর্থন করা এবং সাহায্য করা। আমি আমার ফাউন্ডেশনের মাধ্যমে ভবিষ্যতেও এটা করব।’

Yuvraj Singh: সানি দেওল আউট, যুবরাজ সিং ইন? গুরদাসপুর লোকসভায় BJP-র প্রার্থী যুবরাজ! তুঙ্গে জল্পনা

নয়াদিল্লি: সম্প্রতি নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে দেখা করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। সঙ্গে ছিলেন মা শবনম সিংও। হাস্যালাপের মধ্যে দিয়ে কেটেছিল সময়, যুবরাজকে একটা বইও উপহার দেন গড়করি।

আর, সেখান থেকেই শুরু হয়ে যায় তীব্র জল্পনা। তাহলে কি এবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চলেছেন ২০১১ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম এই নায়ক?

আরও পড়ুন: আপনার কোলেস্টেরল ধরা পড়েছে? কোন খাবারগুলি এড়িয়ে চললে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে জানুন

যুবরাজ সিংয়ের রাজনীতিতে যোগদানের ঘটনা নিয়ে প্রশ্ন কিন্তু এখানেই থেমে যায়নি, বরং তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে ভারতীয় জনতা পার্টি বা ক্রিকেটারের পরিবার, যাকেই প্রশ্ন করা হোক না কেন, তাঁরা সরাসরি বিষয়টা অস্বীকার করছেন না। ফলে, জল্পনা বেড়েই চলেছে।

এই জল্পনার অবশ্য একটা দৃঢ় রাজনৈতিক ভিত্তিও রয়েছে। জানা গিয়েছে যে ভারতীয় জনতা পার্টির দুই নেতার মাধ্যমে দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে যুবরাজের। এঁদের মধ্যে একজন দলের পঞ্জাব প্রেসিডেন্ট সুনীল ঝাকর, অন্যজন নরেন্দ্র মোদি সরকারের এক তরুণ ক্যাবিনেট মিনিস্টার।

আরও পড়ুন: খেলছেন শোয়েব মালিক, খেলা দেখছেন স্ত্রী সানা! গোটা গ্যালারিতে চিৎকার ‘সানিয়া… সানিয়া…’, দেখুন

শোনা যাচ্ছে যে আসন্ন নির্বাচনে যুবরাজ সিং পঞ্জাবের গুরুদাসপুর থেকে লড়বেন। এই আসনে ইতিপূর্বে জয়লাভ করেছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সানি দেওল। কিন্তু সানি দেওল সাংসদ হিসাবে আর কাজ করতে ইচ্ছুক নন বলেই খবর।

অন্য দিকে, ভারতীয় জনতা পার্টিও গুরুদাসপুরে সানি দেওলকে নির্বাচনী মুখ হিসাবে আর রাখতে খুব একটা আগ্রহী নয়। কেন না, জয়লাভ করার পরে সানি দেওল আর গুরুদাসপুরে পা রাখেননি বললেই চলে। ফলে, প্রবীণ এই অভিনেতার বদলে ভারতীয় জনতা পার্টি তুলনামূলক ভাবে অল্পবয়স্ক এমন কাউকেই বেছে নিতে চাইছে, যিনি কাছাকাছি থাকেন। যুবরাজ থাকেন চণ্ডীগড়ে, তাঁর ক্ষেত্রে এই শর্তও পূরণ হচ্ছে।

অনীশ গৌতম, যিনি দীর্ঘ দিন ধরে যুবরাজ সিংয়ের ম্যানেজার হিসাবে কাজ করছেন, রাজনীতিতে যোগদানের খবর সত্যি কি না জানতে চেয়ে নিউজ ১৮ তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল। তিনি কোনও উত্তর দেননি। আবার, ক্রিকেটারের পরিবারের সদস্যদের এই বিষয়ে প্রশ্ন করা হলে তাঁরা বিষয়টি সরাসরি অস্বীকার করেননি, কেবল বলেছেন যে সব স্থির হয়ে গেলে আপনা থেকেই সব কিছু জানা যাবে।

ফলে, এখন কেবল অপেক্ষা, জল্পনা বলছে যে কোনও মুহূর্তে চূড়ান্ত খবর সামনে আসতে পারে।

Cricket News: কী কাণ্ড, কী কাণ্ড! চুরি হয়েছিল ৬ মাস আগে, এখন অভিযোগ জমা করলেন তারকা ক্রিকেটারের মা

: ভারতীয় বিশ্বকাপ জয়ী দলের সদস্য তারকা অলরাউন্ডার ক্রিকেটার যুবরাজ সিংয়ের মায়ের বাড়িতে চুরি হয়েছে। যুবরাজ সিংয়ের মা শবনম সিং এই বিষয়ে হরিয়ানা পুলিশের কাছে অভিযোগ করেছেন। বর্তমানে তাঁর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে৷  Photo- Representative
: ভারতীয় বিশ্বকাপ জয়ী দলের সদস্য তারকা অলরাউন্ডার ক্রিকেটার যুবরাজ সিংয়ের মায়ের বাড়িতে চুরি হয়েছে। যুবরাজ সিংয়ের মা শবনম সিং এই বিষয়ে হরিয়ানা পুলিশের কাছে অভিযোগ করেছেন। বর্তমানে তাঁর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে৷  Photo- Representative
যুবরাজ সিংয়ের মা শবনম সিংয়ের  হরিয়ানার পঞ্চকুলায় থাকেন। যুবরাজ সিংয়ের এই বাড়িটিতেই চুরি হয়েছে। চুরির এই ঘটনাটি ৬ মাস পুরানো, তবে অভিযোগ দায়ের করেননি তারকা ক্রিকেটারের মা৷ এবার তিনি সেই অভিযোগ দায়ের করেছেন৷
যুবরাজ সিংয়ের মা শবনম সিংয়ের  হরিয়ানার পঞ্চকুলায় থাকেন। যুবরাজ সিংয়ের এই বাড়িটিতেই চুরি হয়েছে। চুরির এই ঘটনাটি ৬ মাস পুরানো, তবে অভিযোগ দায়ের করেননি তারকা ক্রিকেটারের মা৷ এবার তিনি সেই অভিযোগ দায়ের করেছেন৷
এমডিসি থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের মা শবনম সিং। অভিযোগে তিনি জানান, গত বছর ২০২৩ সালের সেপ্টেম্বরে এমডিসির হাউস-১৮ এই চুরির ঘটনা ঘটেছিল।
এমডিসি থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের মা শবনম সিং। অভিযোগে তিনি জানান, গত বছর ২০২৩ সালের সেপ্টেম্বরে এমডিসির হাউস-১৮ এই চুরির ঘটনা ঘটেছিল।
তাঁর  অভিযোগের তির বড়ির  দুই চাকরের দিকে৷ তাঁর দাবি এরাই  চুরি করেছে। শবনম পুলিশকে জানিয়েছেন, বাড়ির আলমারি থেকে সোনার গয়না ও ৭৫  হাজার টাকা হাওয়া হয়ে গেছে৷
তাঁর  অভিযোগের তির বড়ির  দুই চাকরের দিকে৷ তাঁর দাবি এরাই  চুরি করেছে। শবনম পুলিশকে জানিয়েছেন, বাড়ির আলমারি থেকে সোনার গয়না ও ৭৫  হাজার টাকা হাওয়া হয়ে গেছে৷
অভিযুক্তদের নাম ললিতা দেবী এবং শিলেন্দ্র দাস৷ এদের  বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বর্তমানে এমডিসি থানা চুরির মামলার তদন্ত শুরু করেছে। থানায় দায়ের করা এফআইআর অনুসারে, মোট ১ লক্ষ ৭৫  হাজার টাকার সম্পত্তি চুরি হয়েছে।
অভিযুক্তদের নাম ললিতা দেবী এবং শিলেন্দ্র দাস৷ এদের  বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বর্তমানে এমডিসি থানা চুরির মামলার তদন্ত শুরু করেছে। থানায় দায়ের করা এফআইআর অনুসারে, মোট ১ লক্ষ ৭৫  হাজার টাকার সম্পত্তি চুরি হয়েছে।
ছয় মাস আগের ঘটনাঅভিযোগে শবনম জানান, তাঁদের গুরগ্রামেও বাড়ি রয়েছে৷ সেখানেই  কিছুদিনের জন্য সেখানে গিয়েছিলেন তিনি। ৫ অক্টোবর, ২০২৩এ  যখন তিনি তাঁর বাড়িতে ফিরে আসেন, তখন তিনি দেখেন যে বাড়ির উপরের তলার ঘর থেকে গয়না এবং টাকা হাওয়া হয়ে গেছে৷
ছয় মাস আগের ঘটনা
অভিযোগে শবনম জানান, তাঁদের গুরগ্রামেও বাড়ি রয়েছে৷ সেখানেই  কিছুদিনের জন্য সেখানে গিয়েছিলেন তিনি। ৫ অক্টোবর, ২০২৩এ  যখন তিনি তাঁর বাড়িতে ফিরে আসেন, তখন তিনি দেখেন যে বাড়ির উপরের তলার ঘর থেকে গয়না এবং টাকা হাওয়া হয়ে গেছে৷
তিনি বলেন, তিনি সব চাকরদের জিজ্ঞাসাবাদ করেছেন। কিন্তু এর পরেই অভিযুক্ত দুজন চাকরি ছেড়ে পালিয়ে যায়। ফলে এদের কেউই বাড়িতে চুরির সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে৷ এরা দিওয়ালির সময় চাকরি ছেড়ে দেয়৷
তিনি বলেন, তিনি সব চাকরদের জিজ্ঞাসাবাদ করেছেন। কিন্তু এর পরেই অভিযুক্ত দুজন চাকরি ছেড়ে পালিয়ে যায়। ফলে এদের কেউই বাড়িতে চুরির সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে৷ এরা দিওয়ালির সময় চাকরি ছেড়ে দেয়৷

বড় খবর, যুবরাজ সিং ফিরছেন ক্রিকেটে, তাও আবার একেবারে ‘ক্যাপ্টেন’ হয়ে!

ক্যান্সারের মতো মারণ রোগও তাঁকে কাবু করতে পারেনি। তবে যুবরাজ সিংয়ের কেরিয়ার কিন্তু শেষ করে দিয়েছিল সেই মারণ রোগই। যুবি তার পর আর মাঠে ফিরতে পারেননি।
ক্যান্সারের মতো মারণ রোগও তাঁকে কাবু করতে পারেনি। তবে যুবরাজ সিংয়ের কেরিয়ার কিন্তু শেষ করে দিয়েছিল সেই মারণ রোগই। যুবি তার পর আর মাঠে ফিরতে পারেননি।
যুবরাজ সিং কিন্তু এবার ক্রিকেটে ফিরছেন। তাও আবার একেবারে ক্যাপ্টেন হয়ে। ক্রিকেটপ্রেমীদের জন্য এর থেকে খুশির খবর আর কী হতে পারে!
যুবরাজ সিং কিন্তু এবার ক্রিকেটে ফিরছেন। তাও আবার একেবারে ক্যাপ্টেন হয়ে। ক্রিকেটপ্রেমীদের জন্য এর থেকে খুশির খবর আর কী হতে পারে!
লেজেন্ডস ক্রিকেট লিগের দ্বিতীয় মরসুমে নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের ক্যাপ্টেন যুবরাজ সিং।
লেজেন্ডস ক্রিকেট লিগের দ্বিতীয় মরসুমে নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের ক্যাপ্টেন যুবরাজ সিং।
ছয় ছক্কার মালিক যুবরাজ সিং ভারতের জার্সিতে ৪০টি টেস্ট, ৩০৪টি একদিনের ম্যাচ ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে তাঁর রান ১৯০০। একদিনের ক্রিকেটে ৮৭০১ ও টি-টোয়েন্টিতে ১১৭৭ রান।
ছয় ছক্কার মালিক যুবরাজ সিং ভারতের জার্সিতে ৪০টি টেস্ট, ৩০৪টি একদিনের ম্যাচ ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে তাঁর রান ১৯০০। একদিনের ক্রিকেটে ৮৭০১ ও টি-টোয়েন্টিতে ১১৭৭ রান।
২০১৯ সালের ১০ জুন সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন যুবরাজ। তবে তাঁকে ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যায়।
২০১৯ সালের ১০ জুন সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন যুবরাজ। তবে তাঁকে ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যায়।
লেজেন্ডস ক্রিকেট লিগ গতবার মার্চ মাসে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অনুষ্ঠিত হয়েছিল।
লেজেন্ডস ক্রিকেট লিগ গতবার মার্চ মাসে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অনুষ্ঠিত হয়েছিল।

সৌরভের প্রিয় ক্রিকেটার, এখন সব কিছু থেকে দূরে! চেনেন কি না দেখুন তো

ক্রিকেট থেকে তিনি এখন অনেক দূরে। অনেকে বলেন, যুবরাজ সিং এখন আপাদমস্তক ফ্যামিলি ম্যান। স্ত্রী, সন্তান নিয়ে তাঁর এখন সুখের সংসার।
ক্রিকেট থেকে তিনি এখন অনেক দূরে। অনেকে বলেন, যুবরাজ সিং এখন আপাদমস্তক ফ্যামিলি ম্যান। স্ত্রী, সন্তান নিয়ে তাঁর এখন সুখের সংসার।
অথচ এই যুবরাজই ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারি। এই যুবরাজই এক ওভারে ছয় ছক্কার মালিক।
অথচ এই যুবরাজই ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারি। এই যুবরাজই এক ওভারে ছয় ছক্কার মালিক।
মারণ রোগ ক্যান্সারকে হারিয়ে মাঠে ফিরেছিলেন যুবি। তবে তার পর আর যুবির কেরিয়ার স্থায়ী হয়নি। তিনি ধীরে ধীরে ক্রিকেট মাঠ থেকে হারিয়ে যেতে থাকেন।
মারণ রোগ ক্যান্সারকে হারিয়ে মাঠে ফিরেছিলেন যুবি। তবে তার পর আর যুবির কেরিয়ার স্থায়ী হয়নি। তিনি ধীরে ধীরে ক্রিকেট মাঠ থেকে হারিয়ে যেতে থাকেন।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের অত্যন্ত পছন্দের ক্রিকেটার তিনি। যুবরাজ সিং একটা সময় বোলারদের ত্রাস ছিলেন।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের অত্যন্ত পছন্দের ক্রিকেটার তিনি। যুবরাজ সিং একটা সময় বোলারদের ত্রাস ছিলেন।
সম্প্রতি sports365.in নামের একটি ওয়েবসাইট লঞ্চ করেছেন যুবি। সেখানে খেলার সরঞ্জাম পাওয়া যাবে। এমনকী ফিটনেস বজায় রাখতে প্রয়োজনীয় সরঞ্জামও পাওয়া যাবে।
সম্প্রতি sports365.in নামের একটি ওয়েবসাইট লঞ্চ করেছেন যুবি। সেখানে খেলার সরঞ্জাম পাওয়া যাবে। এমনকী ফিটনেস বজায় রাখতে প্রয়োজনীয় সরঞ্জামও পাওয়া যাবে।
কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন যুবি। তিনি জানান, তাঁর পর ভারতীয় দলে বিধ্বংসী ক্রিকেটার রিংকু সিং।
কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন যুবি। তিনি জানান, তাঁর পর ভারতীয় দলে বিধ্বংসী ক্রিকেটার রিংকু সিং।
চার বছরের বেশি সময় হয়ে গেল যুবি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে এখন তিনি নিজস্ব ব্র্যান্ড তৈরিতে বেশি ব্যস্ত থাকেন।
চার বছরের বেশি সময় হয়ে গেল যুবি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে এখন তিনি নিজস্ব ব্র্যান্ড তৈরিতে বেশি ব্যস্ত থাকেন।
বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচকে বিয়ে করেছেন যুবরাজ।
বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচকে বিয়ে করেছেন যুবরাজ।

যুবরাজ সিংয়ের রেকর্ড ভাঙলেন কর্ণাটকের প্রখর চতুর্বেদি

কোচবিহার ট্রফির ফাইনালে অপরাজিত ৪০৪ রানের ইনিংস খেলেন কর্ণাটকের প্রখর চতুর্বেদি। একইসঙ্গে প্রাক্তন ভারতীয় তারকা যুবরাজ সিংয়ের রেকর্ড ভাঙলেন কর্ণাটকের ব্যাটার।

Yuvraj Singh: টিম ইন্ডিয়ার দ্বিতীয় ‘যুবরাজ’ কে হতে পারেন? জবাব দিলেন ছয় ছক্কার মালিক

২০০৭ টি-২০ বিশ্বকাপে যুবরাজের সিংয়ের ব্যাট থেকে এসেছিল ছয় ছক্কা। ২০১১ বিশ্বকাপে সিরিজ সেরা হয়ে ভারতের বিশ্বজয়ে বড় ভূমিকা নিয়েছিলেন যুবি। কিন্তু যুবরাজের অবসরের পর সেই জায়গা এখনও পূরণ হয়নি।
২০০৭ টি-২০ বিশ্বকাপে যুবরাজের সিংয়ের ব্যাট থেকে এসেছিল ছয় ছক্কা। ২০১১ বিশ্বকাপে সিরিজ সেরা হয়ে ভারতের বিশ্বজয়ে বড় ভূমিকা নিয়েছিলেন যুবি। কিন্তু যুবরাজের অবসরের পর সেই জায়গা এখনও পূরণ হয়নি।
শনিবার রাজারহাট নিউটাউনে নিজের ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে শহরে পা রেখেছিলেন যুবরাজ সিং। তারপর এক সাক্ষাৎকারে কোন ক্রিকেটারের মধ্যে নিজেকে দেখতে পান তা জানান যুবরাজ সিং।
শনিবার রাজারহাট নিউটাউনে নিজের ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে শহরে পা রেখেছিলেন যুবরাজ সিং। তারপর এক সাক্ষাৎকারে কোন ক্রিকেটারের মধ্যে নিজেকে দেখতে পান তা জানান যুবরাজ সিং।
যুবরাজ সিং বলেন,"বর্তমান ক্রিকেটারদের মধ্যে আমার মনে হয় রিঙ্কু সিং আমার জায়গা নিতে পারে। ওর ব্যাটিং আমার ভালো লাগে। টি-২০ ক্রিকেটে নিজের দায়িত্ব বর্তমানে নিখুঁতভাবে পালন করছে।"
যুবরাজ সিং বলেন,”বর্তমান ক্রিকেটারদের মধ্যে আমার মনে হয় রিঙ্কু সিং আমার জায়গা নিতে পারে। ওর ব্যাটিং আমার ভালো লাগে। টি-২০ ক্রিকেটে নিজের দায়িত্ব বর্তমানে নিখুঁতভাবে পালন করছে।”
এছাড়াও যুবরাজ সিং বলেন,"রিঙ্কু সিং মাঝের ওভারেও দ্রুত রান করতে পারে। ওর এই জিনিসটা আমার খুব ভাল লাগে। আর পরিস্থিতি অনুযায়ী ইনিংস গড়ার ক্ষমতাও রয়েছে রিঙ্কুর। আমার মনে হয়ে রিঙ্কুকে ৩ ফর্ম্যাটেই খেলানো দরকার।"
এছাড়াও যুবরাজ সিং বলেন,”রিঙ্কু সিং মাঝের ওভারেও দ্রুত রান করতে পারে। ওর এই জিনিসটা আমার খুব ভাল লাগে। আর পরিস্থিতি অনুযায়ী ইনিংস গড়ার ক্ষমতাও রয়েছে রিঙ্কুর। আমার মনে হয়ে রিঙ্কুকে ৩ ফর্ম্যাটেই খেলানো দরকার।”
প্রসঙ্গত, এবার নতুন ভূমিকায় দেখা যাবে যুবরাজ সিংকে। নিজের হাতে গড়ে তুলবেন নতুন প্রজন্ম। কলকাতার  রাজারহাটের  মার্লিন রাইজ স্পোর্টস রিপাবলিকের ক্রিকেট উৎসাহীদের জন্য সেন্টার অফ এক্সিলেন্স এবং "হাই-পারফরম্যান্স সেন্টার" -এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবরাজ সিং। যেখানে বিশিষ্ট কোচ, আধুনিক ক্রিকেটের সব অত্যাধুনিক ব্যবস্থা সহ থাকছে সবকিছু।
প্রসঙ্গত, এবার নতুন ভূমিকায় দেখা যাবে যুবরাজ সিংকে। নিজের হাতে গড়ে তুলবেন নতুন প্রজন্ম। কলকাতার রাজারহাটের মার্লিন রাইজ স্পোর্টস রিপাবলিকের ক্রিকেট উৎসাহীদের জন্য সেন্টার অফ এক্সিলেন্স এবং “হাই-পারফরম্যান্স সেন্টার” -এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবরাজ সিং। যেখানে বিশিষ্ট কোচ, আধুনিক ক্রিকেটের সব অত্যাধুনিক ব্যবস্থা সহ থাকছে সবকিছু।

Yuvraj Singh Biopic: খুব শীঘ্রই বায়োপিক আসছে যুবরাজের, নিজের ভূমিকায় কাকে দেখতে চান? জানিয়ে দিলেন যুবি

তারকা ক্রিকেটারের জীবনী নিয়ে বায়োপিক তৈরি বলিউডে কোনও নতুন বিষয় নয়। এবার কলকাতায় নিজের ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে এসে সুখবর দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন স্টার যুবরাজ সিং।
তারকা ক্রিকেটারের জীবনী নিয়ে বায়োপিক তৈরি বলিউডে কোনও নতুন বিষয় নয়। এবার কলকাতায় নিজের ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে এসে সুখবর দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন স্টার যুবরাজ সিং।
কলকাতার রাজারহাটের মার্লিন রাইজ স্পোর্টস রিপাবলিকের ক্রিকেট উৎসাহীদের জন্য সেন্টার অফ এক্সিলেন্স এবং "হাই-পারফরম্যান্স সেন্টার" -এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবরাজ সিং।
কলকাতার রাজারহাটের মার্লিন রাইজ স্পোর্টস রিপাবলিকের ক্রিকেট উৎসাহীদের জন্য সেন্টার অফ এক্সিলেন্স এবং “হাই-পারফরম্যান্স সেন্টার” -এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবরাজ সিং।
সেখানেই যুবরাজ জানান খুব শীঘ্রই তাঁর বায়োপিকের কাজ শুরু হতে চলেছে। আর নিজের ভূমিকায় বড় পর্দায় কাকে দেখতে চান সেই বলিউড সুপার স্টারের নামও জানিয়ে দেন ছয় ছক্কার মালিক।
সেখানেই যুবরাজ জানান খুব শীঘ্রই তাঁর বায়োপিকের কাজ শুরু হতে চলেছে। আর নিজের ভূমিকায় বড় পর্দায় কাকে দেখতে চান সেই বলিউড সুপার স্টারের নামও জানিয়ে দেন ছয় ছক্কার মালিক।
যুবরাজ সিং জানান, রণবীর কাপুরের অ্যানিমল দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। রণবীর অনবদ্য অভিনয় করেছেন বলেও জানান যুবি। তারপরই যুবরাজ বলেন,"আমার ইচ্ছা আমার বায়োপিকে রণবীর কাপুর অভিনয় করুক"।
যুবরাজ সিং জানান, রণবীর কাপুরের অ্যানিমল দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। রণবীর অনবদ্য অভিনয় করেছেন বলেও জানান যুবি। তারপরই যুবরাজ বলেন,”আমার ইচ্ছা আমার বায়োপিকে রণবীর কাপুর অভিনয় করুক”।
তবে ফাইনাল কল পরিচালকের উপরই ছেড়েছেন যুবরাজ। বলেছেন,"দিনের শেষে পরিচালকের ভাবনাই শেষ কথা। উনি যে অভিনেতাকে চাইবেন, তিনিই আমার চরিত্রে করবেন। অতি দ্রুত সুখবর পেয়ে যাবেন।"
তবে ফাইনাল কল পরিচালকের উপরই ছেড়েছেন যুবরাজ। বলেছেন,”দিনের শেষে পরিচালকের ভাবনাই শেষ কথা। উনি যে অভিনেতাকে চাইবেন, তিনিই আমার চরিত্রে করবেন। অতি দ্রুত সুখবর পেয়ে যাবেন।”

Yuvraj Singh: রোহিত-কোহলির টি-২০ দলে ফেরা কি ঠিক? গানের কথায় প্রশ্নের বাউন্সারকে মাঠের বাইরে পাঠালেন যুবরাজ

কলকাতা: শনিবার কলকাতায় নিজের কোচি সেন্টার ‘সেন্টার অফ এক্সিলেন্স’ উদ্বোধন করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন সুপার স্টার যুবরাজ সিং। ছয় ছক্কার মালিক শহরে আর ক্রিকেট নিয়ে, টিম ইন্ডিয়া নিয়ে আড্ডা হবে না তা আবার হয় নাকি। সাংবাদিক বৈঠকে স্বভাবতই যুবির দিকে ধেয়ে এল রোহিত শর্মা ও বিরাট কোহলির টি-২০ ক্রিকেটে কামব্যাক নিয়ে ‘বাউন্সার’ -এর মত প্রশ্ন। আর গানের কথায় সেই ‘বাউন্সার’ মাঠের বাইরে পাঠান ‘পঞ্জাব দ্য পুত্তর’।

প্রায় ১৪ মাস পর টি-২০ ক্রিকেটে কামব্যাক করেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ২০২২ টি-২০ বিশ্বকাপের পর থেকে আর ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটে খেলেননি রোহিত-বিরাট। আরও এক টি-২০ বিশ্বকাপের আগে ফের দলে ফিরেছেন দুই সিনিয়র ক্রিকেটার। টি-২০ বিশ্বকাপে রোহিতের অধিনায়কত্ব করার সম্ভাবনাও বেশি। তবে তরুণ বসিয়ে ফের রোহিত-বিরাটদের ফিরিয়ে আনা সঠিক সিদ্ধান্ত কিনা তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।

এই প্রসঙ্গে কলকাতায় এসে যুবরাজ সিং গানের ভাষায় বলেন,”কুছ তো লোগ কহেঙ্গে। লোগো কা কাম হ্যায় কহেনা।” এরপরই কারণ ব্যাখ্যা করেন ২০১১ বিশ্বকাপের সিরিজ সেরা যুবি বলেন, ওরা দুজন প্রায় দেড় বছর পর টি-২০ দলে কামব্যাক করেছে। কারণ ওরা তিন ফরম্যাটেই খেলে। তিন ফরম্যাট খেললে ক্রিকেটার বেশি ক্লান্ত হয়ে যায়। বিরাট ও রোহিত জানে যে কীভাবে নিজের ফিটনেস ধরে রাখতে হয়। আর এই দুই ক্রিকেটারের যোগ্যতা নিয়ে তো কোনও প্রশ্নই নেই।”

আরও পড়ুনঃ Rinku Singh: এত টাকা কী করলেন রিঙ্কু সিং? কেন তাঁর পরিবার এখনও ভাঙা পুরনো বাড়িতেই থাকে? জানুন বিস্তারিত

প্রসঙ্গত, এবার নতুন ভূমিকায় দেখা যাবে যুবরাজ সিংকে। নিজের হাতে গড়ে তুলবেন নতুন প্রজন্ম। কলকাতার রাজারহাটের মার্লিন রাইজ স্পোর্টস রিপাবলিকের ক্রিকেট উৎসাহীদের জন্য সেন্টার অফ এক্সিলেন্স এবং “হাই-পারফরম্যান্স সেন্টার” -এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবরাজ সিং। যেখানে বিশিষ্ট কোচ, আধুনিক ক্রিকেটের সব অত্যাধুনিক ব্যবস্থা সহ থাকছে সবকিছু।