রহিম নবি মুখ খুললেন ডার্বি বাতিল নিয়ে - Photo- PTI

RG Kar Protest: তাঁর মাথা ফাটায় রক্তাক্ত হয়ে ডার্বি বন্ধ হয়েছিল, ফের বন্ধ হল আরেক ডার্বি, কী বললেন রহিম নবি

হুগলি: প্রথমবার ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি বাতিল হয়েছিল মাঠের মধ্যে যেদিন মাথা ফেটেছিল রহিম নবির। তারপর থেকে আবারও ভারতীয় ফুটবলের ইতিহাসে ডার্বি ম্যাচ বাতিল হল -ডুরান্ড কাপে আরজি করের ঘটনার পর। প্রথম ডার্বি বাতিল হয়েছিল যখন তখন রহিম নবি ছিলেন কারণ। আর এখন যখন দ্বিতীয় ডার্বি বাতিল হল তখন প্রতিবাদের সুর নবির গলায়। ডার্বি আরও হবে তবে সমর্থকরা যে প্রতিবাদ জানিয়েছেন সেটা সঠিক, এমনই বলছেন প্রাক্তন ফুটবলার রহিম নবি।

প্রাক্তন ভারতীয় ফুটবলার রহিম নবি পান্ডুয়ায় নিজের বাড়িতে এদিন বলেন, ‘‘আমি ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান তিন প্রধানেই খেলেছি। আমরা ফুটবলওয়ালারা জানি ক্লাব আমাদের কাছে মা। আর সমর্থকরা না থাকলে আমরা থাকব না। আমি যখন খেলতাম তখন মনে আছে একবারই ডার্বি বন্ধ হয়েছিল আমার মাথায় চোট লেগেছিল সেই খেলায়। ডার্বি বন্ধ হওয়া একটা কালো দিন।’’

আরও পড়ুন – Ishan Kishan: বোর্ডের কাছে কি আর ‘ব্যাড বয়’ নন ইশান কিষাণ, কোন অঙ্ক চলছে পর্দার পিছনে তরুণ তুর্কিকে দলে ঢোকাতে

তাঁরা মতে প্রতিবাদ জোরদার হবে তাই বন্ধ করা হয়েছে ডার্বি খেলা।নিরাপত্তার প্রয়োজনীয় পুলিশও দিতে পারবে না বলেও জানানো হয়েছিল।

রহিম নবি আরও বলেন,  ‘‘আর জি কর নিয়ে আমার সন্তানরা আমাকে জিজ্ঞাসা করছে, কী জবাব দেব। আরজি করের ঘটনা দোষীদের ধরতে এত সময় কেন। আমরা সবাই চাই পশ্চিমবঙ্গের শান্তি। আরজি করে যাঁরা ভাঙচুর করেছে কাদের সম্পত্তি ভাঙছে, আমাদের টাকাতেই তৈরি।’’

তিনি আরও বলেন, ‘‘রাজ্য জুড়ে সমস্ত ফুটবলপ্রেমী মানুষ আজ কেমন যেন এক হয়ে গেছে। বিরোধী ক্লাবের সমর্থকরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছেন রাস্তায়। ইস্টবেঙ্গল , মোহনবাগান কিংবা মোহামেডান সব ফুটবলার থেকে সমর্থক হকার গলার এখন একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর।’’

Rahi Halder