Sourav Ganguly RG Kar Issue: আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার পথে সৌরভও, ‘এটা বন্ধ হওয়া দরকার!,’ পদযাত্রায় পা মিলিয়ে দাবি সানার

কলকাতা: আরজি করে নির্যাতিতা চিকিৎসকের মৃত্যুর ঘটনার বিচার চেয়ে এবার প্রতিবাদে শামিল হলেন ‘বাংলার দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ও৷ স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান সৌরভ৷ কর্মসূচিতে আগাগোড়া দেখা গিয়েছিল সৌরভ কন্যা সানা গঙ্গোপাধ্যায়কেও৷ এদিনের প্রতিবাদ কর্মসূচিতে সৌরভ, ডোনা এবং সানা গঙ্গোপাধ্যায় সহ ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের প্রত্যেকেই কালো পোশাক পরেছিলেন৷

এদিন ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল থেকে বেহালা ব্লাইন্ড স্কুল পর্যন্ত পদযাত্রা করার কর্মসূচি ছিল নাচের স্কুলের শিক্ষার্থীদের৷ কিন্তু, শুরুতেই প্রবল বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়৷ তবে, তাতেও দমে যাননি কেউ-ই৷ প্রবল বৃষ্টির মধ্যেই হয় পদযাত্রা৷

আরও পড়ুন: হাসপাতালেই যান না তিনি! সরিয়ে দেওয়া হল আরজি করের নয়া প্রিন্সিপালকে, বাতিল সন্দীপ ঘোষের অর্ডারও

বৃষ্টিতে ভিজে পদযাত্রায় হাঁটতে দেখা যায় সানাকেও৷ শুরুতে সৌরভ গঙ্গোপাধ্যায় কর্মসূচিতে যোগ না দিলেও, পরে মোমবাতি প্রজ্জ্বলনের সময় তিনি যোগ দেন সেখানে৷ সৌরভ ও সানা একসঙ্গে মোমবাতি জ্বালান সেখানে৷

আরও পড়ুন: সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট নিয়ে জটিলতা কাটাতে তৎপর সিবিআই! বৃহস্পতিতেই হাইকোর্টে যাওয়ার ভাবনা

এদিন সানা গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমরা এর বিচার চাই৷ এটা বন্ধ হওয়া দরকার৷ প্রত্যেক দিন আমরা কোনও না কোনও ধর্ষণের ঘটনার কথা শুনতে পাই৷ এই ২০২৪ এ দাঁড়িয়েও আমাদের এই ধরনের খবর শুনতে হয়, এটা ভেবেই খারাপ লাগে৷’’