মানুষ যেমন ছোট থেকেই সন্তানকে বড় করে, সন্তান বড় হয়ে তার সেবা করবে বলে। এই প্রাণীও সন্তানকে বড় করে, কিন্তু সেই সন্তানই এদের মেরে ফেলে।

Knowledge story: জন্মের পরে মাকে খেয়ে ফেলে কোন প্রাণী? ৯৯% মানুষই জানেন না উত্তর

সন্তানের জন্ম দেয় মা। তার পরে সদ্যোজাতকে বড় করে তোলার দায়িত্বও নিতে হয় মাকেই। শুধু মানুষ নয়, বিশ্বের প্রায় সব প্রাণীর ক্ষেত্রেই এটা বাস্তব।
সন্তানের জন্ম দেয় মা। তার পরে সদ্যোজাতকে বড় করে তোলার দায়িত্বও নিতে হয় মাকেই। শুধু মানুষ নয়, বিশ্বের প্রায় সব প্রাণীর ক্ষেত্রেই এটা বাস্তব।
কিন্তু বিশ্বে এমন প্রাণীও আছে যারা জন্মের পরে মাকেই খেয়ে ফেলে। আমরা অনেকেই চিনি, কিন্তু আমরা জানি না এই প্রাণীটি এমন ভয়ঙ্কর কাজ করে।
কিন্তু বিশ্বে এমন প্রাণীও আছে যারা জন্মের পরে মাকেই খেয়ে ফেলে। আমরা অনেকেই চিনি, কিন্তু আমরা জানি না এই প্রাণীটি এমন ভয়ঙ্কর কাজ করে।
মানুষ যেমন ছোট থেকেই সন্তানকে বড় করে, সন্তান বড় হয়ে তার সেবা করবে বলে। এই প্রাণীও সন্তানকে বড় করে, কিন্তু সেই সন্তানই এদের মেরে ফেলে।
মানুষ যেমন ছোট থেকেই সন্তানকে বড় করে, সন্তান বড় হয়ে তার সেবা করবে বলে। এই প্রাণীও সন্তানকে বড় করে, কিন্তু সেই সন্তানই এদের মেরে ফেলে।
প্রাণীটির নাম কাঁকড়াবিছে। বিষাক্ত প্রাণী হিসাবে এই প্রাণীটির কুখ্যাতি আছে এমনিতেই। অনেক ভয়ঙ্কর প্রাণীকেও কাঁকড়াবিছের বিষের কাছে হার মানতে হয়।
প্রাণীটির নাম কাঁকড়াবিছে। বিষাক্ত প্রাণী হিসাবে এই প্রাণীটির কুখ্যাতি আছে এমনিতেই। অনেক ভয়ঙ্কর প্রাণীকেও কাঁকড়াবিছের বিষের কাছে হার মানতে হয়।
কাঁকড়াবিছে একসঙ্গে একাধিক বাচ্চার জন্ম দেয়। বাচ্চারা মায়ের পিঠের উঠে চলাচল করে অন্যান্য শিকারিদের থেকে বাঁচার জন্য। এই সময় বাচ্চারা মায়ের মাংস খেয়েই বেঁচে থাকে।
কাঁকড়াবিছে একসঙ্গে একাধিক বাচ্চার জন্ম দেয়। বাচ্চারা মায়ের পিঠের উঠে চলাচল করে অন্যান্য শিকারিদের থেকে বাঁচার জন্য। এই সময় বাচ্চারা মায়ের মাংস খেয়েই বেঁচে থাকে।
খোলসের ভিতরে যতক্ষণ না সম্পূর্ণ মাংস শেষ হয়ে মায়ের মৃত্যু হয ততক্ষণ এই ঘটনা ঘটতে থাকে। শেষে মৃত্যু হয়, মায়ের।
খোলসের ভিতরে যতক্ষণ না সম্পূর্ণ মাংস শেষ হয়ে মায়ের মৃত্যু হয ততক্ষণ এই ঘটনা ঘটতে থাকে। শেষে মৃত্যু হয়, মায়ের।