আদিবাসীদের পদযাত্রা

Tribal Road March: ‘বেটা-বেটি সুরক্ষিত থাকে যেন ঘরে’, আওয়াজ তুলল আদিবাসী সমাজ

হামরা আদিবাসী হাটব একই সঙ্গে, তুমার হামার দেখা হোক নদিয়া জেলার পথে... বনজঙ্গল-পশুপাখি রাখব তারে ধরে, বেটা-বেটি সুরক্ষিত থাকে যেন ঘরে ঘরে। এই স্লোগানকে সামনে রেখে এবার রাস্তায় নামল আদিবাসী সমাজ। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
হামরা আদিবাসী হাটব একই সঙ্গে, তুমার হামার দেখা হোক নদিয়া জেলার পথে… বনজঙ্গল-পশুপাখি রাখব তারে ধরে, বেটা-বেটি সুরক্ষিত থাকে যেন ঘরে ঘরে। এই স্লোগানকে সামনে রেখে এবার রাস্তায় নামল আদিবাসী সমাজ।
ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
এদিন নদিয়ার মাজদিয়া থেকে কল্যাণী সীমান্ত পর্যন্ত দীর্ঘ ১০০ কিলোমিটার রাস্তায় পদযাত্রা আদিবাসী সমাজের। আদিবাসী সম্প্রদায়ের মানুষরা জানান, নদিয়ার আদিবাসীরা বিশ্ব শান্তি এবং বন্যপ্রাণীদের সুরক্ষা, প্রকৃতির সুরক্ষা, দেশের সন্তানদের সুরক্ষার দাবিতে পথে নেমেছেন।
এদিন নদিয়ার মাজদিয়া থেকে কল্যাণী সীমান্ত পর্যন্ত দীর্ঘ ১০০ কিলোমিটার রাস্তায় পদযাত্রা আদিবাসী সমাজের। আদিবাসী সম্প্রদায়ের মানুষরা জানান, নদিয়ার আদিবাসীরা বিশ্ব শান্তি এবং বন্যপ্রাণীদের সুরক্ষা, প্রকৃতির সুরক্ষা, দেশের সন্তানদের সুরক্ষার দাবিতে পথে নেমেছেন।
 শুধু নারী নয়, পুরুষরাও নানা সঙ্কটের মুখে পড়েন। নিজেদের চেতনাকে জাগাতে পথে নেমেছে এবার আদিবাসী সমাজ। এই আন্দোলনে শুধু সরকার নয়, আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে, এমনটাই জানান তাঁরা।

শুধু নারী নয়, পুরুষরাও নানা সঙ্কটের মুখে পড়েন। নিজেদের চেতনাকে জাগাতে পথে নেমেছে এবার আদিবাসী সমাজ। এই আন্দোলনে শুধু সরকার নয়, আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে, এমনটাই জানান তাঁরা।
এদিন সবাই মিলে একসঙ্গে এই প্রতিজ্ঞা করতেই নদিয়ার পথে নেমেছে বলেই জানান তাঁরা। মাজদিয়া থেকে এই পদযাত্রার সূচনা করা হয়। রবিবার কল্যাণী সীমান্তে গিয়ে এই পদযাত্রা শেষ হবে। তবে আদিবাসী সমাজের এই মহামিছিল দেখতে রাস্তার দু'ধারে অসংখ্য মানুষের ভিড় হয়।
এদিন সবাই মিলে একসঙ্গে এই প্রতিজ্ঞা করতেই নদিয়ার পথে নেমেছে বলেই জানান তাঁরা। মাজদিয়া থেকে এই পদযাত্রার সূচনা করা হয়। রবিবার কল্যাণী সীমান্তে গিয়ে এই পদযাত্রা শেষ হবে। তবে আদিবাসী সমাজের এই মহামিছিল দেখতে রাস্তার দু’ধারে অসংখ্য মানুষের ভিড় হয়।
একপ্রকার বলা যেতেই পারে এক অভিনবত্ব তুলে ধরল এই আদিবাসী সমাজ। একটা সময় দেশে পিছিয়ে পড়া আদিবাসীরা সরকারি কোনও সুযোগ পেতেন না, কিন্তু এখন যুগের পরিবর্তনে সবটাই পাল্টে গেছে।
একপ্রকার বলা যেতেই পারে এক অভিনবত্ব তুলে ধরল এই আদিবাসী সমাজ। একটা সময় দেশে পিছিয়ে পড়া আদিবাসীরা সরকারি কোনও সুযোগ পেতেন না, কিন্তু এখন যুগের পরিবর্তনে সবটাই পাল্টে গেছে।
যেমন শিক্ষার দিকে অনেকটাই ঝোঁক রয়েছে, পাশাপাশি কর্মক্ষেত্রও পরিবর্তন হয়েছে। এখন দেখার আদিবাসীদের এই মহামিছিলে কতটা সারা দেয়।
যেমন শিক্ষার দিকে অনেকটাই ঝোঁক রয়েছে, পাশাপাশি কর্মক্ষেত্রও পরিবর্তন হয়েছে। এখন দেখার আদিবাসীদের এই মহামিছিলে কতটা সারা দেয়।