মৃতদেহ ফিরিয়ে আনতে বিশেষ বিমান পাঠাল বায়ুসেনা

Nepal Bus Crash: নেপালের বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ল, নিহতদের পরিবারপিছু অর্থ সাহায্যের ঘোষণা নরেন্দ্র মোদির

কাঠমান্ডু: নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪১৷ এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের নিকট আত্মীয়দের জন্য অর্থ সাহায্য ঘোষণা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

শুক্রবার,সকাল সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। জানা যায়, পাহাড়ের উপর থেকে সোজা নদীতে পড়ে যায়৷ দুর্ঘটনাগ্রস্ত বাসটির নম্বর হল ইউপি এফটি ৭৬২৩।

আরও পড়ুন: ডেটিং অ্যাপকে হাতিয়ার করে প্রতারণা, রেস্তরাঁর বিলের পরিমাণ ৬১ হাজার, না দিতে পারলে ঘটে মারধরের ঘটনা

প্রথমে ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে জানা যায় ৪১ জন যাত্রী নিহত৷ তাঁরা বেশিরভাগই মহারাষ্ট্রের জলগাঁও জেলার বাসিন্দা ছিলেন৷ মহারাষ্ট্রে ফিরিয়ে আনার আগে চিতওয়ানে মৃতদেহগুলোর ময়না তদন্ত হয়েছে৷

এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন নেপালের মুখ্যমন্ত্রী কেপি শর্মা৷ তিনি মৃতদের পরিবারদের প্রতি সমবেদনাও জানিয়েছেন৷

আরও পড়ুন: যৌন হেনস্থা থেকে মেয়েকে বাঁচাতে স্বামীকে খুন মহিলার! বড় নির্দেশ মাদ্রাজ আদালতের

নরেন্দ্র মোদী নিহতদের পরিবার পিছু ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা করেন৷ আহতদের জন্য ৫০,০০০ অর্থসাহায্যের কথা ঘোষণা করেন৷