বর্ষাকালের অন্যতম ফুল কদমফুল। বড় ঝাঁকড়া গাছ আলো করে ফুটে থাকে গোলাকার হলুদ ফুল। মিষ্টি গন্ধে আমোদিত হয়ে থাকে চার দিক।

Kadam Flower Vastu Tips: আসছে জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের প্রিয় কদমফুল রাখুন ঘরের এখানে, অভাব কেটে আসবে টাকা

বর্ষাকালের অন্যতম ফুল কদমফুল। বড় ঝাঁকড়া গাছ আলো করে ফুটে থাকে গোলাকার হলুদ ফুল। মিষ্টি গন্ধে আমোদিত হয়ে থাকে চার দিক।
বর্ষাকালের অন্যতম ফুল কদমফুল। বড় ঝাঁকড়া গাছ আলো করে ফুটে থাকে গোলাকার হলুদ ফুল। মিষ্টি গন্ধে আমোদিত হয়ে থাকে চার দিক।

 

সৌন্দর্যের পাশাপাশি এই ফুলের বাস্তু উপকারিতা এবং ভেষজ গুণও প্রচুর। শ্রীকৃষ্ণের প্রিয় বলে পরিচিত এই কদমফুল সংসারের মঙ্গলের জন্য গুরুত্বপূর্ণ। বলছেন জ্যোতিষ বিশারদ অরবিন্দ তিওয়ারি।
সৌন্দর্যের পাশাপাশি এই ফুলের বাস্তু উপকারিতা এবং ভেষজ গুণও প্রচুর। শ্রীকৃষ্ণের প্রিয় বলে পরিচিত এই কদমফুল সংসারের মঙ্গলের জন্য গুরুত্বপূর্ণ। বলছেন জ্যোতিষ বিশারদ অরবিন্দ তিওয়ারি।

 

কদমফুলের গুণে সংসারে আসে শান্তি, সুখ, সমৃদ্ধি এবং ঐশ্বর্য। ভগবান বিষ্ণুকে এই ফুল নিবেদন করলে ভাগ্যে তুঙ্গে থাকে বৃহস্পতি।
কদমফুলের গুণে সংসারে আসে শান্তি, সুখ, সমৃদ্ধি এবং ঐশ্বর্য। ভগবান বিষ্ণুকে এই ফুল নিবেদন করলে ভাগ্যে তুঙ্গে থাকে বৃহস্পতি।

 

বাড়ির দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দক্ষিণ দিকে কদমগাছ থাকলে পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়। জন্মকুণ্ডলীতে গুরুদোষ থাকলে কেটে যায়।
বাড়ির দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দক্ষিণ দিকে কদমগাছ থাকলে পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়। জন্মকুণ্ডলীতে গুরুদোষ থাকলে কেটে যায়।

 

বাড়ির মূল প্রবেশদ্বারে রাখুন টাটকা কদমফুল। বা রাখতে পারেন প্রতীকী শোলার কদমফুলও। তাহলে বাড়িতে প্রবাহিত হয় পজিটিভ এনার্জি। কুপ্রভাব প্রশমিত হয়ে যায়।
বাড়ির মূল প্রবেশদ্বারে রাখুন টাটকা কদমফুল। বা রাখতে পারেন প্রতীকী শোলার কদমফুলও। তাহলে বাড়িতে প্রবাহিত হয় পজিটিভ এনার্জি। কুপ্রভাব প্রশমিত হয়ে যায়।

 

বাড়িতে যেখানে অর্থ ও মূল্যবান সম্পদ রাখেন সেখানে রাখুন কদমফুল। লক্ষ্মী নারায়ণের আশীর্বাদে সংসারে আসবে না অভাব অনটন।
বাড়িতে যেখানে অর্থ ও মূল্যবান সম্পদ রাখেন সেখানে রাখুন কদমফুল। লক্ষ্মী নারায়ণের আশীর্বাদে সংসারে আসবে না অভাব অনটন।

 

অফিসে বা কাজের জায়গায় কদমফুল রাখলে কর্মক্ষেত্রে উন্নতি অবধারিত।
অফিসে বা কাজের জায়গায় কদমফুল রাখলে কর্মক্ষেত্রে উন্নতি অবধারিত।