Tag Archives: Nepal

India-Nepal Relationship: ফের ভারত-নেপাল টানাপড়েন, নেপালের ১০০ টাকার নোটে ভারতের তিন জায়গাকে নিজেদের অংশ হিসাবে দেখানোর অভিযোগ

ফের ভারত নেপাল সম্পর্ক নিয়ে টানাপড়েন। নতুন ১০০ টাকার নোট বাজারে আনতে চলেছে নেপাল সরকার। সেই ১০০ টাকার নোটে ভারতের তিন এলাকাকে দেখানো হয়েছে নেপালের জায়গা হিসাবে। এই তিন জায়গা হল লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানি। এই বিতর্কিত সিদ্ধান্ত যখন নেওয়া হচ্ছে তখন সেখানে উপস্থিত ছিলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল।

আরও পড়ুন: বিশ্বকাপের দলে ৩ রঞ্জি খেলা ‘ভারতীয়’, ২ জন খেলেন ভারতের U19 দলে, কোন দলে?

নেপালের তথ্য, প্রযুক্তি এবং জনসংযোগ মন্ত্রী জানান, নেপালের মন্ত্রী সভা ২৫ এপ্রিল এবং ২ মে বৈঠকে ঠিক করেছে নতুন ধরনের ১০০ টাকার নোট বাজারে আনা হবে, যেখানে নেপালের মানচিত্রে কিছু আপডেট করা হবে।

আরও পড়ুন: একাদশে পছন্দের বিষয় নিয়ে পড়তে গেলে মাধ্যমিকের কিসে কত পেতে হবে? তালিকা প্রকাশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

নেপালের সঙ্গে ভারতের প্রায় ১৮৫০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের সঙ্গে সীমান্ত ভাগ করে নেপাল। ২০২০ সালে নেপাল লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানিকে নিজেদের অংশ হিসাবে দেখিয়ে মানচিত্র প্রকাশ করে, তার পরে দুই দেশের সম্পর্ক নিয়ে চাপানউতর শুরু হয়। তার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ১০০ টাকার নোটে নতুন মানচিত্র নিয়ে শুরু হতে পারে দু’দেশের সম্পর্ক নিয়ে টানাপড়েন। এই বিষয় নিয়ে শনিবার ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানান, নেপালের একতরফা পদক্ষেপ বাস্তবকে বদলাতে পারবে না। আমাদের এই বিষয়ে অবস্থান খুবই স্পষ্ট।

Gurkha Kukri: গোর্খা সংস্কৃতি ধরে রাখতে ৭০ বছরেও খুকরি তৈরি করে চলেছেন বৃদ্ধ বিশ্বকর্মা

আলিপুরদুয়ার: বয়স ৭০ বছর। কিন্তু এখনও নিখুঁত খুকরি তৈরি করছেন কাইলা বিশ্বকর্মা। খুকরি তৈরি করার সময় আজও প্রথমদিনের মতই শ্রদ্ধা ও নিষ্টার সঙ্গে কাজ করেন। পাশাপাশি বর্তমানে এলাকার যুবকদের খুকরি তৈরির প্রশিক্ষণ‌ও দিচ্ছেন।

খুকরি গোর্খাদের সাংস্কৃতিক অস্ত্র। এতেই লুকিয়ে থাকে গোর্খাদের সম্মান। গোর্খা পরিবারগুলিতে এই জিনিসের উপস্থিতি দেখা যায় আজও। এমনকি বিয়ের সময়েও খুকরি নিয়ে বিয়ে করতে যান গোর্খারা।

আর‌ও পড়ুন: শিল্পের দুরন্ত বাণিজ্যিকরণ, হাতে আঁকা জামা নতুন ট্রেন্ড নববর্ষে

৫০ বছর ধরে এই খুকরি তৈরি করার কাজের সঙ্গে জড়িয়ে আছেন সাতলি এলাকার কাইলা বিশ্বকর্মা।সাধারণত ৫০ বছর বয়সে খুকরি তৈরির কাজ ছেড়ে দেন প্রস্তুতকারকরা। কারণ অসংখ‍্য সূক্ষ কাজ থাকে খুকরি তৈরিতে। কিন্তু ৭০ বছর বয়সেও একদিনে তিনটি খুকরি তৈরি করতে পারেন এই বৃদ্ধ। বর্তমানে তিনি খুকরি তৈরির প্রশিক্ষণ দিচ্ছেন এলাকার যুবকদের। ছোটবেলায় যখন নেপালে থাকতেন তখন বাবার কাছে খুকরি তৈরির কাজে হাতেখড়ি হয়েছিল।

পরবর্তীতে পারিবারিক কারণে চলে আসেন আলিপুরদুয়ারে। তবে গোর্খাদের নতুন প্রজন্ম যাতে এই খুকরি তৈরির কাজ ভুলে না যায় তাই আজও তিনি লড়াই জারি রেখেছেন। কোনও পারিশ্রমিক না নিয়ে এই কাজ শেখান। কাইলা বিশ্বকর্মা জানান, এই সাংস্কৃতিক অস্ত্র তৈরি করে বেকরত্ব দূর করতে পারবে গোর্খা যুবকরা। একবার কাজটি ভাল করে শিখে নিলে আর ফিরে তাকাতে হবে না। বাজারে ভাল দাম পাওয়া যায়। একটি খুকরি সাধারণত ৪০-৪৫ সেমি লম্বা হয়। ওজন হয় প্রায় ৪০০-৫০০ গ্রাম। ওজনভেদে দামের তারতম‍্য হয় খুকরির।

অনন্যা দে

Goa: গোয়ার মেডিটেশন সেন্টার থেকে ‘ভ্যানিশ’ মেয়রের মেয়ে, তারপর যা ঘটে গেল…! হতবাক সকলেই

গোয়াঃ বেশ কয়েকমাস ধরেই গোয়ায় থাকার পরে আচমকা ‘ভ্যানিশ’ হয়ে গেলেন নেপালের মেয়রের বড় মেয়ে। ৩৬ বছরের আরতিকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় দু’দিন পর উত্তর গোয়ার একটি হোটেল থেকে। তবে কে তাঁকে সেখানে নিয়ে গিয়েছিল বা তিনি নিজে সেখানে গিয়েছিলেন কিনা বা কার তাঁর সঙ্গে কারা ছিল, তার উত্তর এখনও পায়নি পুলিশ।

জানা গিয়েছে, সোমবার থেকে নিখোঁজ ছিলেন মেয়র কন্যা আরতি। মেয়রের করা অভিযোগের ভিত্তিতে গোয়া পুলিশ তল্লাশি শুরু করে, তাতেই খোঁজ মেলে তাঁর। আরতির বাবা ধানগাধি সাব-মেট্রোপলিটন সিটির মেয়র গোপাল হামাল  জানিয়েছেন, তিনি মেয়ের নিখোঁজ হওয়ার কথা জানতে পারেন এক্স হ্যান্ডেলে মেয়ের বন্ধুর একটি পোস্ট থেকে। তিনি লিখেছিলেন, আরতির সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এরপরেই পরিবারের সকলে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু বারে বারে চেষ্টার পরেও লাভ হয়নি, এরপরেই গোয়া পুলিশের দ্বারস্থ হয় পরিবার। জানতে পারেন আরতিকে শেষবার দেখা গিয়েছে অশ্বীম বিচের কাছে।

আরও পড়ুনঃ সাত সকালে আচমকা আর্তনাদ-বিকট শব্দ! রক্তারক্তি কাণ্ড কলকাতা বিমানবন্দরে, হাড়হিম করা ঘটনা

গোপাল হামাল আরও জানিয়েছেন, বড় মেয়ে আরতি গোয়ার ‘অশো মেডিটেশন সেন্টারে’ থাকছিলেন বেশ কয়েকমাস ধরে। ওঁর এক বন্ধুর মেসেজে জানায় আরতির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় জোরবা বিচের কাছে সোমবার। এরপরেই আমি গোয়াবাসী এবং আমার পরিচিতদের কাছে মেয়েকে খুঁজে দেওয়ার আবেদন জানাই।”

ঘটনার খবর পাওয়ার পরেই গোপাল হামালের ছোট মেয়ে আরজু এবং জামাই গোয়ার উদ্দেশ্যে রওনা দেন। পরিবারের তরফে জানানো হয়েছে, দু’দিনে বহু ফোন পেয়েছিন তাঁরা, মানুষ তাঁদের সাহায্য করেছেন, আমরা তাঁদের সকলের কাছে কৃতজ্ঞ। ফেসবুকে আরজু জানতে পারেন এক অজ্ঞাতপরিচয়ের থেকে, তাঁর দিদিকে দেখা গিয়েছে সিওলিমের একটি ব্রিজের কাছে। কেউ জানিয়েছেন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কারণ তিনি সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন, কেউ আমার জানিয়েছেন তাঁকে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে উদ্ধারের পর।

Local Sports: দেউলা স্টেশনে গলায় মালা পরে হাঁটছে কারা! দেখতে ভিড় স্থানীয়দের

দক্ষিণ ২৪ পরগনা: চারিদিকে চলছে ভোটপ্রচার। নেতারা গলায় মালা পড়ে বের হয়ে পড়ছেন প্রচারে। ঠিক এমন সময় দেউলা স্টেশনে গলায় মালা পড়ে হাঁটছে দুই যুবক। তা দেখে উৎসাহী জনগন ভিড় জমিয়েছিলেন সেখানে।

আরও পড়ুন: মানব জীবনের প্রয়োজনে ছাত্রছাত্রীরাই তৈরি করছে নতুন নতুন যন্ত্র

এরপর জানা যায় আসল ঘটনাটি। নেপালে আয়োজিত হওয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ছাত্র ও শিক্ষক একসঙ্গে জয়ী হয়ে বাড়িতে ফিরেছেন। জাতীয় স্তরে ভাল ফলাফলের জন্য অনেক আশা নিয়ে অসাধ্য সাধন করে জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ, অবশেষে বিদেশে পাড়ি দিয়েছিল তাঁরা। গৌতম বুদ্ধ আন্তর্জাতিক ওপেন ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিতে এস.এম ওয়াসিম ইকবাল ও তাঁর ছাত্র তৌফিক ইসলাম সিপাই নেপালে গিয়েছিল।‌ সেখানে আফগানিস্তানকে হারান তাঁরা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

ঘোলা নোয়াপাড়ার বাসিন্দা এস.এম ওয়াসিম ইকবাল ও কারবালার বাসিন্দা তৌফিক ইসলাম সিপাই দুজনেই ক্যারাটে নিয়ে সর্বদা চর্চা করেন।
এদিকে নেপাল থেকে ফেরার পর লোকাল ট্রেনে দেউলা স্টেশনে নামতেই তাঁদের পুষ্পস্তবক ও মালা দিয়ে বরণ করে স্থানীয়রা। এই জয়ের পর আগামীদিনে অলিম্পিক সহ একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কঠোর অনুশীলন করতে চান বিজয়ীরা। এখন দেখার ভবিষ্যতে কী হয়‌।

নবাব মল্লিক

Recipe of Sel Roti from Nepal: দেখতে জিলিপি, খেতে মালপোয়া! সহজ রেসিপিতে বাড়িতেই বানান নেপালের এই সুস্বাদু রুটি

অনির্বাণ রায়, শিলিগুড়ি : নেপালেরএকটি সুস্বাদুঐতিহ্যবাহী চালের গুঁড়ো দিয়ে তৈরি রুটি স্বাদে মিষ্টি। যার নাম সেল রুটি। অনেকটা আমাদের জিলিপির মতো দেখতে কিন্তু শুকনো মালপোয়ার মতো খেতে। নেপালে যে কোনও উৎসবেএটি ছাড়া মহাভোজ অসম্পূর্ণ থেকে যায়। নেপালের অন্যতম জনপ্রিয় খাবার। ময়দার তৈরি এই সেল রুটি কড়া করে ভাজার ফলে বাইরেটা হয় একদম মুচমুচে। ভিতরটা কিন্ত নরম। সেল রুটিতে মাখনকে পুর হিসেবে দেওয়া হয়। নেপালের স্থানীয় জনসাধারণ এটি জলখাবার হিসেবে খান। এর সঙ্গে অনেকে দই দিয়ে তৈরি সস ও সবজি নেন। আবার অনেকে মুরগি অথবা খাসির মাংস দিয়েও খেয়ে থাকেন। এবার বাড়িতেই সহজেই বানিয়ে ফেলুন এই সেল রুটি।

সেল রোটির দেখতে একটি আংটির মত এবং কিছুটা মিষ্টি এবং সুগন্ধযুক্ত স্বাদ রয়েছে। এটি সাধারণত একটি জলখাবার বা ডেজার্ট হিসাবে পরিবেশন করা হয়। সেল রুটি বিক্রেতা ইর্থালোম জেরি বলেন, ” একটি বড় পাত্রে চালের গুঁড়ো, চিনি, ঘি এবং এলাচ গুঁড়ো মিশিয়ে নিতে হবে ।ধীরে ধীরে জল দিয়ে একটি মসৃণ ব্যাটার তৈরি করতে ভালভাবে মেশাতে হবে। তারপর একটি গভীর ফ্রাইং প্যানে তেল গরম করুন। ব্যাটারের একটি ছোট অংশ নিন এবং একটি বৃত্তাকার গতিতে গরম তেলে ঢেলে একটি রিং আকারে তৈরি করুন। ভাজুন যত ক্ষণ না সেল রোটি সোনালি বাদামি হয়ে যায় এবং দু’ দিকে খাস্তা হয়ে যায়।বাস হয়ে গেল সেল রুটি। নাস্তা বা ডেজার্ট হিসেবে সেল রুটি গরম গরম পরিবেশন করুন।

আরও পড়ুন : কোলেস্টেরল, কোষ্ঠকাঠিন্যের যম পটল ব্লাড সুগারে খাওয়া যায়? পটল খেলে কতটা বাড়ে ডায়াবেটিস? জানুন

এটি নেপালি সংস্কৃতি এবং উৎসবের প্রতীক এই রুটি।দার্জিলিং, সিকিম, শিলিগুড়ি, কালিম্পং-সহ দেশেবিদেশে যেখানেই নেপালি জনজাতি রয়েছে সেখানেই এর কদর রয়েছে। এ বার বাড়িতেই তৈরি করুন নেপালের এই বিশেষ স্বাদ।

Sandeep Lamichhane: হোটেলের ঘরে নাবালিকাকে ধর্ষণ, বিরাট বিপাকে আইপিএল খেলা তারকা! শাস্তি ঘোষণার অপেক্ষা

কাঠমান্ডু: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে নেপালের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সন্দীপ লামিছানেকে দোষী সাব্যস্ত করল আদালত৷ গত জানুয়ারি মাসে এই মামলায় জামিন পেয়েছিলেন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলে যাওয়া এই ডান হাতি স্পিনার৷ এ দিন কাঠমান্ডুর জেলা আদালত লামিছানেকে দোষী বলে রায় ঘোষণা করে৷ পরবর্তী শুনানিতে লামিছানের শাস্তি ঘোষণা করবেন বিচারক৷

২৩ বছর বয়সি লামিছানে আন্তর্জাতিক ক্রিকেটে নেপালের সবথেকে সফল এবং জনপ্রিয় মুখ৷ নেপালের এই তারকা ক্রিকেটার ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালস দলের হয়ে আইপিএলে খেলেন৷ এ ছাড়াও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ সহ বিশ্বের একাধিক জনপ্রিয় টি টোয়েন্টি লিগেও তাঁর চাহিদা যথেষ্ট৷

আরও পড়ুন: তিন মাস ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে দূরে থাকলে জীবনে কী হয়? দেখালেন কেএল রাহুল

গত বছর লামিছানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিল ১৭ বছরের এক নাবালিকা৷ ওই নির্যাতিতার অভিযোগ ছিল, গত বছর অগাস্ট মাসে কাঠমান্ডুর একটি হোটেলের ঘরে লামিছানে তাকে ধর্ষণ করেন৷

ধর্ষণের অভিযোগ দায়ের হওয়ার পর গত বছরের অক্টোবর মাসে লামিছানেকে গ্রেফতার করে নেপাল পুলিশ৷ এর পর হাইকোর্টে জামিনের আবেদন করেন নেপালের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক৷ ২০ লক্ষ টাকার বন্ডে জামিন পান লামিছানে৷ চার্জশিট জমা পড়ার পর লামিছানের সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়৷

নেপালের প্রাক্তন অধিনায়ক লামিছানে একদিনের ক্রিকেটের দ্রুততম ৫০ উইকেট নেওয়ার তালিকায় বোলারদের মধ্যে দু নম্বরে রয়েছেন৷ আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটেও তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০টি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে লামিছানের৷

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের তৃতীয় ম্যাচে মাত্র ৫২ রানে গুটিয়ে গেল নেপাল; এই বোলারের দুর্ধর্ষ বোলিংয়ে জয় ভারতের

নয়াদিল্লি: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের তৃতীয় ম্যাচে নেপালকে ৫২ রানে হারিয়েছে ভারত। এর সৌজন্যে রয়েছে ভারতীয় বোলারদের দুর্ধর্ষ পারফরম্যান্স। পেসার রাজ লিম্বানির নেতৃত্বে দারুণ বোলিং করেছেন বোলাররা। এদিনের ম্যাচে নেপালের ব্যাটসম্যানরা সেভাবে মাথা তুলে দাঁড়াতেই পারেননি। ভারতীয় দলের অধিনায়ক উদয় সাহারান টস জেতেন এবং নেপালকে প্রথমে ব্যাট করতে পাঠান ৷  অধিনায়কের এই সিদ্ধান্ত যে সঠিক, সেটাই প্রমাণ করে দিয়েছে ভারতীয় বোলাররা। প্রথম থেকেই একের পর এক উইকেট পড়তে থাকে নেপালের।

আরও পড়ুন-পৃথিবী কি শ্বাস নেয়! এই ভিডিও দেখলে স্তম্ভিত হয়ে যাবেন আপনিও

ফলে শুরুটা একেবারেই ভাল হয় নি নেপালের পক্ষে। ৫০ ওভারের মধ্যে ২২.১ ওভারে মাত্র ৫২ রানে গুটিয়ে যায় নেপাল। মাত্র ৯ রানেই প্রথম উইকেট পড়ে যায় নেপালের। পেসার রাজ লিম্বানির বলে মাত্র ১ রান করে আউট হয়ে যান নেপালের ওপেনার দীপক বোহারা। এরপর উত্তম মগরের দ্বিতীয় উইকেটটিও নেন লিম্বানি। রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে যেতে বাধ্য হন তিনি। অর্জুন কুমালকে আউট করেন আরাধ্যা শুক্লা। মাত্র ৭ রান করেছেন অর্জুন। অন্যদিকে দলের অধিনায়ক দেব খানাল মাত্র ২ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

আরও পড়ুন- স্পার্ম কাউন্ট কমছে? সমস্যা দূর করতে টানা ২১ দিন নিয়মিত সেবন করুন এই গাছের রস, ডায়াবেটিস-জন্ডিসেরও মহৌষধ

মাত্র ৪ রান করে আউট হন গুলশন ঝাঁ। অন্যদিকে রানের খাতা খোলার আগেই লিম্বানির বলে আউট হন দীপক দুমরি। আবার মাত্র ৪ রান করে আউট হন দীপেশ খান্ডেল। ভারতীয় দলের রাজ লিম্বানি সবথেকে বেশি অর্থাৎ মোট ৭টি উইকেট নিয়েছেন। আর আরাধ্যা শুক্লা এবং আরশিন কুলকার্নি নিয়েছেন যথাক্রমে ২টি এবং ১টি উইকেট।

এই ম্যাচের আগে অর্থাৎ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে পরাজিত হয়েছিল ভারত। ৮ উইকেটে ভারতীয় দলকে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। ওই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ভারত করেছিল ২৫৯ রান। মাত্র ২ উইকেট খুইয়ে ওই রান অনায়াসে তুলে দেয় পাক দল। আজান আওয়াইস পাকিস্তানের হয়ে দুর্ধর্ষ সেঞ্চুরি হাঁকান। আর ওই ম্যাচে ভারতীয় দলের তিন জন ব্যাটসম্যান হাফ-সেঞ্চুরি করেছিলেন।

T20 World Cup 2024: রাস্তায় তখন কাতারে কাতারে লোক! ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করল নেপাল

কাঠমান্ডু: শুক্রবার কাঠমান্ডুতে সংযুক্ত আরব আমিরশাহিকে (ইউএই) হারিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের জন্য যোগ্যতা অর্জন করল নেপাল। আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া মহাদেশের বাছাই পর্বের সেমিফাইনালে নেপালের সংযুক্ত আরব আমিরশাহিতে বিপক্ষে ৮ উইকেট জয় পায় নেপাল৷ এদিন দেশের মেগা জয় দেখতে রাজধানীর মূলপানি ক্রিকেট স্টেডিয়ামের ভেতরে হাজার হাজার ভক্ত জড়ো হয়েছিল।

২০২৪ এ ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে (ইউএসএ) অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। ১৩,০০০ দর্শক এই মূলপানি ক্রিকেট স্টেডিয়ামে বসতে পারেন৷ প্রচুর ফ্যান পাহাড়ের মাথা এবং বিভিন্ন বাড়ির ছাদে উঠেছিলেন ম্যাচের সমস্ত আপডেট নিজেদের চোখে দেখার জন্য৷  অন্যরা তাদের বাড়ি থেকে খেলা দেখে দলকে সমর্থন করেছিলেন।

 

 

আরও দেখুন-  Storm Ciarán: প্রবল উত্তাল সমুদ্রে, শনশন করে বইছে বাতাস, শহরের অলিগলিতে জল, দেখুন ভিডিও

নেপাল বনাম ইউএই ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় UAE৷  উইকেটকিপার ব্রিটিয়া অরবিন্দের ৬৪ রান সত্ত্বেও, ২০ ওভারে ১৩৪/৯  স্কোর করে।

নেপাল বোলারদের মধ্যে কুশল মাল্লা ৩ উইকেট নেন এবং নেপালের পক্ষে সন্দীপ লামিছানে ১ উইকেট নেন।

সংযুক্ত আরব আমিরশাহির উত্তর দিতে গিয়ে শেখ এবং অধিনায়ক রোহিত পাউডেল ৬৮ রানের অপরাজিত জুটিতে নেপালকে দুর্দান্ত  জয়ের পথ দেখান।

শেখ ৫২ বলে ৬৪ রান করেন এবং পাউডেল মাত্র ২০ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। আগামী ৫ নভেম্বর রবিবার টুর্নামেন্টের ফাইনালে নেপাল ওমানের মুখোমুখি হবে৷

Nepal plane crash: মাঝ আকাশেই বিমানে আগুন! দেখুন নেপাল দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের ভিডিও

#নেপাল: নেপালের পোখরায় মাঝ আকাশেই বিমানে আগুন। ৭২ জন যাত্রীকে নিয়ে মাটিতে ভেঙে পড়ল বিমান। পরিষ্কার আবহাওয়ায় অবতরণের ঠিক আগে কী ভাবে দুর্ঘটনা? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

রবিবার সকাল ১০টা ৩২ মিনিটে কাঠমাণ্ডু থেকে ৬৮ জন যাত্রী নিয়ে পোখরার উদ্দেশে রওনা দিয়েছিল ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। বিমানে ৪ জন বিমানকর্মীও ছিলেন। দুর্ঘটনায় প্রায় কারোরই বেঁচে থাকার আশঙ্কা নেই বলে মনে করছেন উদ্ধারকারীরা।

আরও পড়ুন: ‘ভোটের পর উধাও’ বিধায়ক গ্রামে গেলেন ‘দিদির দূত’ হয়ে, ঢুকতেই বাঁধল গোল! চরম কাণ্ড

এর মধ্যেই সামনে এসেছে দুর্ঘটনার আগে বিমানের শেষ মুহূর্তের ভিডিও।

৩২ ফুট উচ্চতা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পরেই গোটা বিমানেই দাউ দাউ করে আগুন লেগে যায়। প্রথমেই বিমানযাত্রীদের উদ্ধারে নামে এলাকাবাসী। তার পরে হাত লাগায় প্রশাসন এবং বিমানবন্দর কর্তৃপক্ষ। জানা গিয়েছে, পোখরা পুরনো বিমানবন্দর এবং পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝেই ভেঙে পড়েছিল বিমানটি।

ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই ৪০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। বিমানে উপস্থিত ৫ ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা। ৫ ভারতীয় ছাড়াও দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন ৪ রুশ, ১ আইরিশ, ২ দক্ষিণ কোরীয় যাত্রী।

আরও পড়ুন: মিড ডে মিলের টাকায় ‘দুয়ারে সরকার’ ক্যাম্প! ফের বড় দুর্নীতির ‘হদিশ’ শুভেন্দু অধিকারীর

ঘটনার খবর পাওয়া মাত্রই মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড। বৈঠকে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ঊর্ধ্বতন আধিকারিকেরা। তারপরেই তিনি ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন। গোটা উদ্ধারকাজ প্রক্রিয়া সেখান থেকেই পর্যবেক্ষণ করেন তিনি।

গত কয়েক বছরে নেপালে কমপক্ষে ২৭টি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গত ৬ মাসের মধ্যে পোখরা এলাকায় এ নিয়ে ২ টি বিমান দুর্ঘটনা ঘটল। বারবার কেন ঘটছে এই দুর্ঘটনা?

এদিন আবহাওয়া ভালই ছিল পোখরায়। কোনও ভৌগোলিক জটিলতারও মুখোমুখি হতে হয়নি বিমানের চালককে। তাই দুর্ঘটনার পিছনে কোনও বড় ধরনের যান্ত্রিক কারণ ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। পাশাপাশি, বিমানের স্বাস্থ্য়পরীক্ষায় নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে। বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কমিটি তৈরির কথা ভাবছে নেপাল সরকার। কিন্তু ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ার পরেই নিশ্চিত ভাবে জানা যাবে বলে জানাচ্ছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

Charles Sobhraj: পাশের আসনে চার্লস শোভরাজ, ভয়ে কুকড়ে গেলেন মহিলা! ভাইরাল ছবি

#কাঠমান্ডু: দীর্ঘ দিন নেপালের জেলে বন্দি থাকার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন সিরিয়াল কিলার চার্লস শোভরাজ। তাকে ফ্রান্সে প্রত্য়র্পণের নির্দেশ দেয় নেপালের শীর্ষ আদালত। শারীরিক কারণেই শোভরাজকে মুক্তির নির্দেশ দেওয়া হয়।

মুক্তির পরেই কাঠমান্ডু থেকে দোহাগামী একটি বিমান ধরেন শোভরাজ। দোহা থেকে অন্য় বিমানে প্য়ারিস উড়ে যাওয়ার কথা তাঁর।

আরও পড়ুন: কাঠমান্ডুর কুরশিতে ফের ফিরলেন ‘প্রচণ্ড’, এই নিয়ে তৃতীয়বার

তথ্য় বলছে, ১৯৭০-এর দশকে চার্লস শোভরাজের বিরুদ্ধে অন্তত কুড়িটি খুনের অভিযোগ রয়েছে। মূলত তাঁর টার্গেট হতেন বিদেশী পর্যটকরা। নেপাল থেকে প্য়ারিস ফেরার পথে বিমানের ভিতরে চার্লস শোভরাজের একটি ছবিই সম্প্রতি সমধ্য়মে ছড়িয়ে পড়েছে। তবে তার মূল কারণ অবশ্য় শোভরাজের পাশের আসনে বসে থাকা সহযাত্রী এক মহিলা।

আরও পড়ুন: তুষার ঝড়ে বিধ্বস্ত আমেরিকা, বড়দিনে হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা

চার্লস শোভরাজের মতো একজন কুখ্য়াত খুনি তাঁর পাশে বসে রয়েছেন, একথা ভেবেই যেন আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা যাত্রী। সেই আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে ওই মহিলার চোখেমুখে।

শোভরাজের সহযাত্রী মহিলার প্রতিক্রিয়া দেখে একের পর এক মন্তব্য় করেছেন নেট ব্য়বহারকারীরা। তাঁদের মধ্য়ে কেউ কেউ লিখেছেন, ‘যদি জানতাম আমার পাশের আসনে একজন সিরিয়াল কিলার বসে আছে, তাহলে আমার মুখটাও ওরকমই হয়ে যেত।’ সৌরভ সিং নামে আর একজনের মন্তব্য়, ‘ওই মহিলার জীবনের সবথেকে ভয়ঙ্করতম মুহূর্ত।’ আর একজনের মন্তব্য়, ‘ওই মহিলার অবস্থা আমি বুঝতে পারছি। একবার ভাবুন, টিকিট কেটে বিমানে উঠে আপনি জানতে পারলেন আপনার পাশের আসনে একজন সিরিয়াল কিলার বসে আছে!’

সংবাদসংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, শোভরাজ নিজে চেয়েছিলেন নেপালেই থাকতে। সেখানকার একটি হাসপাতালে অন্তত দশ দিন চিকিৎসা করানোর জন্য় আবেদন জানিয়েছিলেন তিনি। যদিও তাঁর সেই আবেদন খারিজ করে দেয় আদালত। যেহেতু তাঁর বয়স হয়েছে এবং তিনি সাজার মেয়াদের ৯৫ শতাংশই ভোগ করে ফেলেছেন, তাই শোভরাজকে মুক্তি দেন দুই বিচারপতি। যদিও আগামী দশ বছর শোভরাজের নেপালে প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।