দিঘা সমুদ্র সৈকত 

Digha News: জারি ইয়েলো অ্যালার্ট, তুমুল আশঙ্কার মধ্যে সমুদ্রের পাড়ে কাতারে কাতারে লোক, কাণ্ডটা ঠিক কী

: দক্ষিণবঙ্গ জুড়ে চলছে বৃষ্টি। মনোরম আবহাওয়া জেলায় জেলায়। মনোরম আবহাওয়ায় দিঘায় পর্যটকের ঢল নেমেছে। উইকেন্ড সঙ্গে জন্মাষ্টমীর ছুটি ফলে দিঘা সমুদ্র সৈকতে বাড়তি নজরদারি প্রশাসনের। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সমুদ্র সৈকত শুধু জেলার নয় রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
: দক্ষিণবঙ্গ জুড়ে চলছে বৃষ্টি। মনোরম আবহাওয়া জেলায় জেলায়। মনোরম আবহাওয়ায় দিঘায় পর্যটকের ঢল নেমেছে। উইকেন্ড সঙ্গে জন্মাষ্টমীর ছুটি ফলে দিঘা সমুদ্র সৈকতে বাড়তি নজরদারি প্রশাসনের। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সমুদ্র সৈকত শুধু জেলার নয় রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
দিঘা সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে একাধিক কর্মযজ্ঞে দিঘা রূপ সৌন্দর্যের পসরা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাই শীত গ্রীষ্ম ও বর্ষা, সব ঋতুতেই দিঘা সমুদ্র সৈকতে পর্যটকের দেখা মিলে।
দিঘা সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে একাধিক কর্মযজ্ঞে দিঘা রূপ সৌন্দর্যের পসরা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাই শীত গ্রীষ্ম ও বর্ষা, সব ঋতুতেই দিঘা সমুদ্র সৈকতে পর্যটকের দেখা মিলে।
Digha Sea বর্ষার দিঘার রূপ আরও বেশি মোহময়ী ও আকর্ষণীয়। এই মোহময়ী রূপের টানে দিঘা সমুদ্র সৈকতে আসেন প্রচুর পর্যটক। বর্ষাকালে প্রতিটা   উইকন্ডেই দিঘার সমুদ্র সৈকত জন প্লাবনে মুখরিত হয়। চলতি উইকন্ডের সঙ্গে বাড়তি পাওনা সোমবার জন্মাষ্টমীর ছুটি।
বর্ষার দিঘার রূপ আরও বেশি মোহময়ী ও আকর্ষণীয়। এই মোহময়ী রূপের টানে দিঘা সমুদ্র সৈকতে আসেন প্রচুর পর্যটক। বর্ষাকালে প্রতিটা   উইকন্ডেই দিঘার সমুদ্র সৈকত জন প্লাবনে মুখরিত হয়। চলতি উইকন্ডের সঙ্গে বাড়তি পাওনা সোমবার জন্মাষ্টমীর ছুটি।
শনি থেকে সোম ৩ দিনের ছুটি পর্যটকরা হাতছাড়া না করেই দিঘার উদ্দেশ্যে বেরিয়েছে। রবিবার দিঘায় পর্যটকের ভিড় কার্যত চোখে পড়ার মত। দিঘায় পর্যটকের ভিড়ে সতর্ক রয়েছে প্রশাসন।
শনি থেকে সোম ৩ দিনের ছুটি পর্যটকরা হাতছাড়া না করেই দিঘার উদ্দেশ্যে বেরিয়েছে। রবিবার দিঘায় পর্যটকের ভিড় কার্যত চোখে পড়ার মত। দিঘায় পর্যটকের ভিড়ে সতর্ক রয়েছে প্রশাসন।
সম্প্রতি অতীতে দিঘায় বেশ কয়েকবার উত্তাল সমুদ্রে স্নান করতে গিয়ে পর্যটক তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বঙ্গোপসাগরে ঘূর্ণবাতের কারণ উত্তাল রয়েছে দিঘা সমুদ্র সৈকত। জোয়ারের সময় বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে আর বেলা যত গড়াচ্ছে সমুদ্র তত বেশি উত্তাল হচ্ছে।
সম্প্রতি অতীতে দিঘায় বেশ কয়েকবার উত্তাল সমুদ্রে স্নান করতে গিয়ে পর্যটক তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বঙ্গোপসাগরে ঘূর্ণবাতের কারণ উত্তাল রয়েছে দিঘা সমুদ্র সৈকত। জোয়ারের সময় বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে আর বেলা যত গড়াচ্ছে সমুদ্র তত বেশি উত্তাল হচ্ছে।
ওল্ড দিঘা থেকে নিউ দিঘার বিভিন্ন ঘাটে ঘাটে নুলিয়া, সিভিল ডিফেন্স কর্মীদের পাশাপাশি সাধারণ পুলিশ কর্মীদের কড়া নজরদারি চলছে। সমুদ্র উত্তাল থাকায় জোয়ারের সময় সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
ওল্ড দিঘা থেকে নিউ দিঘার বিভিন্ন ঘাটে ঘাটে নুলিয়া, সিভিল ডিফেন্স কর্মীদের পাশাপাশি সাধারণ পুলিশ কর্মীদের কড়া নজরদারি চলছে। সমুদ্র উত্তাল থাকায় জোয়ারের সময় সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা থাকলেও দিঘায় এসে হোটেল বন্দী হয়ে থাকতে পারে না পর্যটকেরা। সমুদ্রে না নামতে পারলেও সমুদ্রের পাড়ে বসে উত্তাল সমুদ্রের রূপ উপভোগ করা থেকে পর্যটকেরা নিজেদের বিন্দুমাত্র বঞ্চিত করছে না।
সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা থাকলেও দিঘায় এসে হোটেল বন্দী হয়ে থাকতে পারে না পর্যটকেরা। সমুদ্রে না নামতে পারলেও সমুদ্রের পাড়ে বসে উত্তাল সমুদ্রের রূপ উপভোগ করা থেকে পর্যটকেরা নিজেদের বিন্দুমাত্র বঞ্চিত করছে না।
রবিবার দুপুরে সেই চিত্র ধরা পড়ল। দিঘার হোটেল ব্যবসায়ীরা জানায়, সোমবার পর্যন্ত সমস্ত হোটেল বুকিং রয়েছে। ফলে সোমবার দিঘা সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় চোখে পড়বে। উইকএন্ড ও জন্মাষ্টমীর ছুটিতে দিঘার সমুদ্র সৈকতের পর্যটকের ঢল নামে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে পুলিশ প্রশাসন। Input- Saikat Shee
রবিবার দুপুরে সেই চিত্র ধরা পড়ল। দিঘার হোটেল ব্যবসায়ীরা জানায়, সোমবার পর্যন্ত সমস্ত হোটেল বুকিং রয়েছে। ফলে সোমবার দিঘা সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় চোখে পড়বে। উইকএন্ড ও জন্মাষ্টমীর ছুটিতে দিঘার সমুদ্র সৈকতের পর্যটকের ঢল নামে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে পুলিশ প্রশাসন। Input- Saikat Shee