পাকিস্তানি পড়ুয়ারাও ভারতে আসেন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য

Foreign Student:ভারতে পড়তে এসেছেন? পাকিস্তানের বাসিন্দা হলে ভিসা পেতে কী কী করতে হবে? জানলে অবাক হবেন

নয়াদিল্লি: প্রতি বছরই বিভিন্ন দেশে ভারতীয় ছাত্র-ছাত্রীরা পড়তে যান। আবার বিশ্বের বিভিন্ন দেশ থেকেও ভারতের নানান বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা পড়তে আসেন। দেশগুলির মধ্যে যেমন পার্শ্ববর্তী বাংলাদেশ, শ্রীলঙ্কা রয়েছে তেমনই রয়েছে ফ্রান্স, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান। কিন্তু, সবথেকে সমস্যায় পড়েন পাকিস্তানি ছাত্র-ছাত্রীরা যারা ভারতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন।
বেশ কয়েক দশক ধরেই দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের জেরের ফলে পাকিস্তানি পড়ুয়াদের স্টুডেন্ট ভিসা পাওয়াও বেশ মুশকিলের। শুধু ভারত থেকেই নয়, ভারত এবং পাকিস্তান দুই তরফের সরকার থেকে অনুমতি মেলার পরে তবেই কোনও পাকিস্তানি পড়ুয়া ভারতে এসে পড়াশুনা করতে পারেন। দেখে নেওয়া যাক, পাকিস্তানি পড়ুয়াদের ক্ষেত্রে ঠিক কী কী নিয়ম রয়েছে-
পাকিস্তানি নাগরিকরা শুধুমাত্র ভারতের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্যই ভিসা পেতে পারেন। কিন্তু সেই ভিসা পেতে গেলেও মেনে চলতে হবে নানান নিয়ম। যেমন শুধুমাত্র পেশাদার কোর্সেই কোনও পাকিস্তানি নাগরিক ভারতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারেন। এই কোর্সগুলির মধ্যে ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, আইন এবং ম্যানেজমেন্ট। ফলে ভিসা পেতে গেলে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে।
কোনও পাকিস্তানি নাগরিক আন্তর্জাতিক স্কুল ছাড়া অন্য কোনও স্কুলে ভর্তি হতে পারবেন না। এবং সেই স্কুলের প্রতি মাসের মাইনেও অন্ততপক্ষে ৩০ হাজার টাকার বেশি হতে হবে।
কী ভাবে একজন পড়ুয়া স্টুডেন্ট ভিসা পেতে পারেন-
১ ফাইনাল অ্যাডমিশন কিংবা ফুল টাইম গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন কোর্সের প্রমাণ প্রয়োজন হয়।
২ পাকিস্তানি পড়ুয়াদের আর্থিক স্বচ্ছলতার প্রমাণ দিতে হয়। তাঁকে ভারতে পড়াশুনা চালানোর মতন প্রয়োজনীয় অন্তত পক্ষে চার মাসের আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে।

আরও পড়ুন: সব রাজনৈতিক দল একত্রিত হোক! বন্যা পরিস্থিতি সামলাতে প্রস্তাব মানিক সাহার
৩ পাকিস্তানি কোনও নাগরিক ভারতে আসা মাত্রই তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা অন অ্যারাইভ্যালের জন্য আবেদন করতে হবে। এছাড়াও স্থানীয় জেলা পুলিশ আধিকারিককেও তাঁর বাসস্থান সম্পর্কে অবহিত করতে হবে।
৪ ঠিক তেমনই কোনও পড়ুয়া বাসস্থান পরিবর্তন করতে চাইলে তাও ২৪ ঘণ্টার মধ্যে তা জেলা পুলিশ আধিকারিককে জানাতে হবে।